1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

ফ্রান্সের দ্রুতগতির রেলপথে ভয়াবহ নাশকতা

২৬ জুলাই ২০২৪

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের দ্রুতগতির রেলপথে অগ্নিসংযোগ করা হয়েছে৷ এতে ভেঙে পড়েছে পরিবহণ সেবা৷ কে বা কারা করেছে তা জানতে মাঠে নেমেছেন গোয়েন্দারা৷

ফ্রান্সের রেল লাইন
ফ্রান্সের জাতীয় রেল অপারেটর এসএনসিএফ শুক্রবার জানিয়েছে, দেশটির উচ্চ গতির টিজিভি রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ করা হয়েছে৷ এতে সামগ্রিক পরিবহণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছেছবি: Denis Charlet/AFP

নাশকতার জন্য কে বা কারা দায়ী, কিংবা কোনো আন্তর্জাতিক চক্র জড়িত কিনা তা খুঁজে বের করতে কাজ শুরু করেছেন ফরাসি গোয়েন্দারা৷ প্যারিস অলিম্পিক পণ্ড করে দিতেই আসর শুরুর আগ মুহূর্তে এমন নাশকতা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

ফ্রান্সের জাতীয় রেল অপারেটর এসএনসিএফ শুক্রবার জানিয়েছে, দেশটির উচ্চ গতির টিজিভি রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ করা হয়েছে৷ এতে সামগ্রিক পরিবহণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে৷
 

ক্ষতিগ্রস্ত উচ্চগতির রেল লাইন
এসএনসিএফ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, "দ্রুতগতির রেল সেবা ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে বড় পরিসরে এই নাশকতা করা হয়েছে৷ হামলার কারণে অনেক রেলের সূচি বাতিল করা হয়েছে৷''

এসএনসিএফ আরো জানিয়েছে, ক্ষয়-ক্ষতি মোকাবিলা করে রেল চলাচল স্বাভাবিক করতে অন্তত রোববার পর্যন্ত সময় লাগতে পারে৷

শুক্রবার সকালের দিকে প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, এই হামলার কারণে অন্তত ৮০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে৷

সংস্থাটি বলছে, গতরাতে রেলপথের তিনটি স্ট্র্যাটেজিক জংশনের ক্যাবল বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷

অগ্নিসংযোগের পর লিলে ও প্যারিসের মধ্যকার দ্রুতগতির রেলপথে চলমান থাকা ট্রেনটিকে মাঝপথে থামিয়ে দেয়া হয়৷ হামলার কারণে মেটজ এবং ন্যান্সির মধ্যকার যোগাযোগও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এছাড়া ব্রিটেন ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাইন এবং আটলান্টিক লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে৷

প্যারিস থেকে দক্ষিণ-পূর্বদিকের রেলপথে নাশকতার প্রচেষ্টা অবশ্য ব্যর্থ হয়েছে৷

দায়ী কারা?

এক্স প্ল্যাটফর্মে ফরাসি প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটাল লিখেছেন, জড়িতদের খুঁজে বের করতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করেছে৷

তিনি এ নাশকতাকে ‘অন্তর্ঘাত' বলে উল্লেখ করেছেন৷ বলেছেন, এটি ছিল ‘পূর্বপরিকল্পিত এবং সমন্বিত' আক্রমণ৷

শত বছরের মধ্যে প্রথমবারের মতো অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স৷ যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী৷

আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়েছে কিনা, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি৷

এর আগে ফ্রান্সের দ্রুতগতির রেল লাইনে আক্রমণ করেছিল কট্টর বামপন্থি ফরাসি নৈরাজ্যবাদী৷

সন্দেহের তির কিছুটা রাশিয়ার দিকেও আছে, কারণ, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রো আগেই বলেছিলেন, অলিম্পিক আসর পণ্ড করার পরিকল্পনা করছে মস্কো৷

চলতি সপ্তাহে রাশিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল প্যারিসের পুলিশ৷ অলিম্পিক আসরকে অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে৷

যাত্রীদের করণীয়

অপারেটর জানিয়েছে, অনেকগুলো ট্রেনের সূচি বাতিল করা হয়েছে৷ এক্স প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘‘ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে ই-মেইল বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা হবে৷''

এতে আরো বলা হয়েছে, ‘‘আমরা সব যাত্রীকে জানাতে চাই, যাদের যাত্রা বাতিল করা হয়েছে তারা যেন স্টেশনে না আসেন৷ যাত্রা বাতিল হওয়া সব টিকিট পুনরায় কার্যকর করা হবে এবং এর অর্থও ফেরতযোগ্য৷''

ফ্রান্সের উত্তরাঞ্চলীয়, বেলজিয়াম ও যুক্তরাজ্যগামী সবকটি ট্রেনে নির্ধারিত সূচির পরে আসবে৷ লন্ডনের সেইন্ট প্যানক্রাস স্টেশনের যাত্রীদের জানানো হয়েছে, তাদের ইউরোস্টার ট্রেন নির্ধারিত সময়ের পরে আসবে৷

এক বিবৃতিতে সম্ভব হলে সব যাত্রীকে তাদের যাত্রা বাতিল করার অনুরোধ জানিয়েছে এসএনসিএফ৷

জার্মানির রেল পরিবহণ সংস্থা ডয়েচে বানও যাত্রা পথের সমস্যার কথাটি তাদের যাত্রীদের অবহিত করেছে৷

অলিম্পিকের আগমুহূর্তে হামলা

ফরাসি প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটাল জানিয়েছেন, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো নাশকতাকারীদের খুঁজে বের করতে কাজ শুরু করে দিয়েছে৷

এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘‘নাশকতাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে৷''

প্যারিস অলিম্পিককে লক্ষ্য করেই এই নাশকতা করা হয়েছে বলে মনে করেন ফরাসি ক্রীড়ামন্ত্রী এমিলি ওডিয়া-কাস্তারা৷

তিনি বলেন, এর অর্থ অলিম্পিক ‘‘গেমসকে টার্গেট করা, ফ্রান্সকে টার্গেট করা৷''

নাশকতার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

টিএম/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ