1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

ফ্রান্সের নির্বাচনে আপাতত এগিয়ে মাক্রোঁ

১১ এপ্রিল ২০২২

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ে শীর্ষ স্থান দখল করলেন এমানুয়েল মাক্রোঁ৷ দুই সপ্তাহ পর দ্বিতীয় পর্যায়ে তিনি চরম দক্ষিণপন্থি প্রার্থী ল্য পেনের মুখোমুখি হচ্ছেন৷

২৭ শতাংশ ভোট পেয়ে সমর্থনের বিচারে তালিকার শীর্ষে বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ
২৭ শতাংশ ভোট পেয়ে সমর্থনের বিচারে তালিকার শীর্ষে বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁছবি: Ludovic Marin/AFP

টানটান উত্তেজনার মধ্যেফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনেরপ্রথম পর্বের ফলাফল স্পষ্ট হয়ে গেছে৷ প্রায় ২৭ শতাংশ ভোট পেয়ে সমর্থনের বিচারে তালিকার শীর্ষে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ কিন্তু অল্প ব্যবধানে তার ঠিক পরের স্থান দখল করেছেন চরম দক্ষিণপন্থি প্রার্থী মারিন ল্য পেন৷ তিনি পেয়েছেন প্রায় ২৪ শতাংশ ভোট৷ উল্লেখযোগ্য সমর্থন পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন কট্টর বামপন্থি প্রার্থী জঁ লুক মেলাশঁ৷ প্রায় ২১ শতাংশ ভোটার তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন৷ বাকি ৯ জন প্রার্থীদের মধ্যে কেউই তেমনভাবে ভোটারদের মন জয় করতে পারেননি৷


ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে ইউরোপের স্থিতিশীলতার বিষয়টি ফ্রান্সের ভোটারদের মনেও যথেষ্ট প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে৷ বিশেষ করে এমানুয়েল মাক্রোঁ যেভাবে জোরালো কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পশ্চিমা বিশ্বের ঐক্য ও রাশিয়ার উপর চাপ সৃষ্টি করে চলেছেন, তা ভোটারদের মনে ধরতে পারে৷ অন্যদিকে বেশ কিছু অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে মাক্রোঁ বিরোধিতার মুখে পড়েছেন৷ শেষ পর্যন্ত চরম দক্ষিণপন্থি শক্তিকে ক্ষমতাকেন্দ্র থেকে দূরে রাখতে ভোটারদের একটা বড় অংশ মাক্রোঁকেই ভোট দেবেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷ তিনি নিজে সেই সম্ভাবনার পরিপ্রেক্ষিতে রোববারই এমন ভোটারদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন৷

আগামী ২৪শে এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে মুখোমুখি হচ্ছেন মাক্রোঁ ও ল্য পেন৷ বাকি শিবিরের সমর্থনের উপর তাঁদের ভাগ্য নির্ভর করছে৷ প্রথম পর্বের ফলাফল স্পষ্ট হবার পর প্রেসিডেন্ট মাক্রোঁ নিজের সমর্থকদের উচ্ছ্বাসের মুখে ‘উন্নয়ন ও খোলামেলা পরিবেশের' জন্য তাঁর প্রকল্প চালিয়ে যাবার অঙ্গীকার করেন৷ তবে চূড়ান্ত জয়ের আশা সম্পর্কে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এখনো কিছুই স্থির হয় নি৷ আগামী দুই সপ্তাহের উপর ফ্রান্সের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মাক্রোঁ মনে করেন৷

অন্যজিকে জয়ের আশা ছাড়তে প্রস্তুত নন মাক্রোঁর প্রতিদ্বন্দ্বী মারিন ল্য পেন৷ তিনি ফ্রান্সের স্বাধীনতা ও মূল্যবোধের উপর জোর দিয়ে বলেন, ভবিষ্যতের গতিপথ স্থির করতে ভোটারদের সামনে দুটি সম্পূর্ণ ভিন্ন ভাবধারা বেছে নেবার সুযোগ রয়েছে৷ তিনি নিজে রাষ্ট্র ও নাগরিকদের কেন্দ্র করে চিরায়ত ভাবধারার ভিত্তিতে সামাজিক ন্যায়ের প্রতিনিধিত্ব করছেন বলে দাবি করেন৷ 

মোজা দিয়ে যাবে জানা: কে হবেন ফরাসি প্রেসিডেন্ট

01:22

This browser does not support the video element.

 

রোববার সন্ধ্যায় চালানো এক জনমত সমীক্ষা অনুযায়ী চূড়ান্ত পর্যায়ের ভোটে মাক্রোঁ ৫৪ শতাংশ সমর্থনের আশা করতে পারেন৷ তবে দুই সপ্তাহের মধ্যে সেই মাত্রার যথেষ্ট হেরফের হতে পারে৷ প্রথম পর্যায়ের নির্বাচনে তৃতীয় স্থান দখল করা বামপন্থি প্রার্থী মেলাশঁ তার সমর্থকদের উদ্দেশ্যে ল্য পেনকে একটিও ভোট না দেবার জন্য আহ্বান করেছেন৷বাকি প্রার্থীরাও নিজস্ব অবস্থান স্পষ্ট করার পর ভোটাররা দ্বিতীয় পর্বের জন্য মনস্থির করতে পারেন৷ বেশিরভাগ প্রার্থী মাক্রোঁর পক্ষে সমর্থন জানিয়েছেন৷ শুধু চরম দক্ষিণপন্থি প্রার্থী এরিক জেমুর ল্য পেন-কে ভোট দেবার পক্ষে সওয়াল করেন৷ তবে শেষ পর্যন্ত দুই চূড়ান্ত প্রার্থীর সমর্থনে কত সংখ্যক ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তার উপরও ফ্রান্সের আগামী প্রেসিডেন্টের নাম নির্ভর করবে৷ রোববারের নির্বাচনে প্রায় ৭৪ শতাংশ ভোটার অংশ নিয়েছেন৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ