1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সের শহর জুড়ে গ্রাফিটি উৎসবের ছোঁয়া

১০ ডিসেম্বর ২০২১

এককালে গ্রাফিটি ছিল বিদ্রোহী তরুণদের প্রতিবাদের হাতিয়ার৷ আজ শিল্পশাখা হিসেবে এর কদর হচ্ছে৷ ফ্রান্সের লিয়ঁ শহরে এক উৎসব উপলক্ষ্যে উৎসব প্রাঙ্গন ও শহরের সর্বত্র গ্রাফিটি ছড়িয়ে পড়ছে৷

Grafitikunst in Dnipropetrovsk Ukraine Flash-Galerie
ছবি: Julie Ratsibarska

ফ্রান্সের লিয়ঁ শহরে শিল্প উৎসবের নাম ‘সদ্য চুনকাম করা'৷ দুইশরও বেশি শিল্পকর্ম সেখানে তুলে ধরা হচ্ছে৷ দেড় লাখেরও বেশি দর্শক আসবেন বলে অনুমান করা হচ্ছে৷ বিশেষ করে তরুণ শিল্পীদের জন্য এটা একটা বড় সুযোগ৷ পিয়েরিক সেজেরি উৎসবের কর্ণধার৷ তিনি বলেন, ‘‘এ বছর আমদের মাথায় ৫০ শতাংশ স্থানীয় ও ৫০ শতাংশ আন্তর্জাতিক শিল্পীদের আমন্ত্রণের আইডিয়া এসেছিল৷ স্ট্রিট আর্টের ক্ষেত্রে দুটি ধারা রয়েছে৷ কেউ কেউ রাজপথে, অন্যরা বদ্ধ জায়গায় শিল্প সৃষ্টি করেন৷''

‘স্পিরাল' নামের শিল্পী লিঁয় শহরেরই বাসিন্দা৷ ৩৪ বছরের এই পেশাদার শিল্পী স্নিকার জুতো, তেলের আধার ও স্কেটবোর্ডের উপর নিজের সৃষ্টি ফুটিয়ে তুলেছেন৷ এবার তিনি একটি আস্ত ট্রাক বেছে নিয়েছেন৷

এমনকি উৎসব প্রাঙ্গন হিসেবে সাবেক কারখানার বাইরের অংশও গ্রাফিটি শিল্পীরা ছবি এঁকে ভরিয়ে দিয়েছেন৷ বেশিরভাগ শিল্পকর্মই আলাদা করে উৎসবের জন্য সৃষ্টি করা হয়েছে৷ পিয়েরিক সেজেরি নিজে ৩০ বছরেরও বেশি সময় ধরে স্ট্রিট আর্টিস্ট হিসেবে সক্রিয়৷ তিনি লিয়ঁ শহরের এই উৎসবের সহ-উদ্যোক্তা৷ তিনি মনে করেন, ‘‘আমার কাছে স্ট্রিট আর্ট অনন্য এক শিল্পশাখা৷ ‘স্ট্রিট আর্ট' শব্দচয়নও আমার খুব পছন্দ৷ সাধারণত ৯৯ শতাংশ শিল্পীই এই সংজ্ঞা পছন্দ করেন না৷ অথচ শব্দদুটির মধ্যে গোটা দর্শন লুকিয়ে থাকায় আমার সেটি ভালো লাগে৷ প্রথম শব্দটি সরিয়ে নিলেও শিল্প অবশিষ্ট থাকে৷''

ফ্রান্সে ‘সদ্য চুনকাম করা’ উৎসব

03:39

This browser does not support the video element.

স্পিরাল নিজে স্ট্রেস বা মানসিক চাপ সহ্য করতে পারেন না৷ সময়ের চাপে তার পক্ষে সৃজনশীল কাজ করা সম্ভব হয় না৷ তিনি বলেন, ‘‘না, কোনো সমস্যা নেই৷ কাজ শেষ করার জন্য আমার হাতে গোটা সপ্তাহ রয়েছে৷ তার মধ্যে কাজ শেষ করার জন্য আমি সময় ভাগ করে নিয়েছি৷ এখনো পর্যন্ত সব ঠিকমতো এগোচ্ছে৷''

উৎসব প্রাঙ্গনে দর্শকরা সৃষ্টির কাজের সময় শিল্পীদের পর্যবেক্ষণ করতে পারেন৷ অথবা কর্মশালায় অংশ নিয়ে নিজেরাই হাতে স্প্রের টিন তুলে নিতে পারেন৷ গোটা শহরেই স্প্রে করা হচ্ছে৷ সেজেরি বলেন, ‘‘এই প্রকল্প উৎসবেরই অংশ৷ শহরের সর্বত্র ব্যক্তিগত ও পাবলিক জায়গায় ‘স্ট্রিট আর্ট' বিষয়কে কেন্দ্র করে প্রকল্প চলছে৷ একজন শিল্পী এক স্থানীয় গোষ্ঠীর সদস্য৷ তিনিই হয়ত শহরের বেশিরভাগ প্রাচীরে স্প্রে করেছেন৷ তাঁর নাম পেক৷''

লিয়ঁ শহরে স্ট্রিট আর্টের দীর্ঘ ঐতিহ্য রয়েছে৷ গোটা শহরে মিউরাল বা দেওয়াল চিত্র ছড়িয়ে রয়েছে৷ এর মধ্যে কয়েকটি উৎসবের অংশ হিসেবে সৃষ্টি করা হয়েছে৷

কাই হর্স্টমায়ার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ