1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল

Arun Chowdhury২৩ ফেব্রুয়ারি ২০১২

২৯শে ফেব্রুয়ারি খেলা৷ বুধবার কোচ ইওয়াখিম লোয়েভ দল ঘোষণা করেছেন৷ ফরোয়ার্ড কাকাউ’এর ফর্ম আপাতত খারাপ, তবু তাকেও মনোনীত করা হয়েছে৷ শোয়াইনস্টাইগার ও পোডোলস্কিকে ম্যাচটির জন্য পাওয়া যাবে না৷

ছবি: picture alliance/dpa

ওদিকে লোয়েভ ইউরো ২০১২'র জন্য তার দল বাছাই করার আগে এটাই হল শেষ পরীক্ষা৷ লোয়েভ অবশ্য একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, তিনি কিছু প্লেয়ারের ইনজুরি সত্ত্বেও ‘‘বড় কোনো পরিবর্তন করার কোনো কারণ'' দেখে না৷

ব্রেমেনে ফ্রান্সের সঙ্গে ফ্রেন্ডলির জন্য লোয়েভ যে তিনজন ফরোয়ার্ড বেছেছেন, তারা হলেন স্টুটগার্টের কাকাউ, লাৎসিও রোম'এর মিরোস্লাভ ক্লোজে এবং বায়ার্নের মারিও গোমেজ৷ ওদিকে মোয়েনশেনগ্লাডবাখ'এর মাইক হানকে এখন বুন্ডেসলিগায় দারুণ ফর্ম দেখাচ্ছে৷ তবুও তাকে দলে ফিরিয়ে আনেনি লোয়েভ৷ হানকে'র দলীয় সতীর্থ প্যাট্রিক হের্মান, শালকে'র জুলিয়ান ড্রাক্সলার অথবা হ্যানোভার'এর ইয়ান শ্লাউড্রাফ, কারুর কপালেই লোয়েভ'এর আমন্ত্রণ জোটেনি৷ যদিও লোয়েভ বলেছেন যে, ইউরো স্কোয়াডের ২৩টি আসনের সব ক'টি এখনও ভর্তি হয়নি৷

লোয়েভ আশা করছেন যে, জার্মানি ১০টি কোয়ালিফায়ারের সব ক'টিতে জেতার পর, এবং ব্রাজিল ও নেদারল্যান্ডস'কে ফ্রেন্ডলি'তে হারানোর পর, এবার ফ্রান্সের বিরুদ্ধেও সেই ফর্মই দেখানো যাবে৷ শুধু ফ্রান্সই নয়, ইউরো ২০১২ শুরু হবার আগে সুইজারল্যান্ড এবং ইসরায়েলের বিরুদ্ধেও খেলবে জার্মানি৷ সব ক'টি খেলাতেই দলের ফাইন টিউনিং করা নিয়ে ব্যস্ত থাকবেন লোয়েভ৷

ইউরো ২০১২'তে ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং পর্তুগাল জার্মানির গ্রুপে৷ তবুও লোয়েভ এই চ্যাম্পিয়নশিপকে বড় কিছু অর্জনের সুযোগ হিসেবে দেখছেন৷ তার দলের তরুণ খেলোয়াড়রা প্রত্যাশার চাপ সামলে ওঠার ক্ষমতা রাখে বলে তার ধারণা৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা. সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ