1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাবাড়ু ফাহিম

১৭ জুলাই ২০১২

বাংলাদেশের কিশোর দাবাড়ু ফাহিম আলম আগামী মাসে অনুষ্ঠেয় ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ’এ ফ্রান্সের হয়ে অংশ নেবে৷

chess pieces
ছবি: Sean Gladwell - Fotolia.com

২০০৮ সালের অক্টোবর মাসে ফাহিমের বাবা নূরে আলম ছেলেকে নিয়ে ফ্রান্সে যান৷ এরপর স্থানীয় কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে, বাবা-ছেলের ঠাঁই হয় একটি আশ্রয়শিবিরে৷ সেখানে সরকারি মাসোহারা আর টুকটাক কাজকর্ম করে কাটতে থাকে তাদের দিন৷

তবে ২০১০ সালে রাজনৈতিক আশ্রয়ের আবেদন ‘চূড়ান্তভাবে' প্রত্যাখ্যাত হলে তাদের ফ্রান্স ছেড়ে চলে যেতে বলা হয়৷ কিন্তু তারা সেটা না করে পালিয়ে বেড়াতে থাকেন৷ এরই মধ্যে একটি দাবা টুর্মামেন্টে অংশ নিয়ে এক দাবা প্রশিক্ষকের নজরে পড়ে ফাহিম৷

সেই প্রশিক্ষকের উদ্যোগেই প্যারিসের একটি দাবা ক্লাবে ফাহিমের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়৷ আর থাকার জন্য ফাহিম ও তার বাবা ক্লাব সংলগ্ন খালপাড়ে তাঁবু গেড়ে বসবাস শুরু করে৷

অবশ্য পরে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এবং দাবা ফেডারেশনের বদান্যতায় বিভিন্ন পরিবারের সঙ্গে রাতে থাকার ব্যবস্থা হয় ফাহিম ও তার বাবার৷

এরই মধ্যে গত এপ্রিলে অনুষ্ঠিত ফ্রান্সের অনূর্ধ্ব-১২ জাতীয় দাবা প্রতিযোগিতায় ফাহিম চ্যাম্পিয়ন হয়৷ এরপর তাকে নিয়ে পত্রপত্রিকায় বিতর্ক শুরু হয়৷

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া ফিয়ঁ'ও এই বিতর্কে অংশ নিয়ে বলেন যে, ফাহিমের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে৷ এরপর মে মাসে ফাহিম ও তার বাবাকে ফ্রান্সে থাকার সাময়িক অনুমতি দেয়া হয়৷ আর নূরে আলমকে প্যারিসের ক্রিটেই এলাকায় দেয়া হয় একটি চাকরি৷

ফ্রেঞ্চ দাবা ফেডারেশনের পরিচালক লোরঁ ভেরা বলেছেন, আগস্টের ১৬ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রাগে অনুষ্ঠেয় ঐ টুর্নামেন্টে ফ্রান্সের অন্যান্য তরুণের সঙ্গে ফাহিমও অংশ নেবে৷ আর এজন্য বাংলাদেশের দাবা ফেডারেশন থেকে অনুমতি নিতে হবে৷

তবে ফাহিমের কোচ জাভিয়ার পারমেন্তিয়ার জানিয়েছেন, ফাহিম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে৷ তাই ফাহিমও টুর্নামেন্টে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই৷

জেডএইচ / ডিজি (এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ