1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপলের ১১০ কোটি ইউরো জরিমানা

১৭ মার্চ ২০২০

অ্যাপলকে ১.১ বিলিয়ন, অর্থাৎ ১১০ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্সের কম্পিটিশন অথরিটি৷ অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, তারা বাজারে প্রাধান্য বিস্তারের ক্ষমতাকে কাজে লাগিয়ে পণ্যের দাম বেঁধে দিয়েছে৷

ছবি: picture-alliance/Maxppp/C. Dodergny

সোমবার যুক্তরাষ্ট্রের টেক-জায়ান্ট অ্যাপলকে পণ্যের ‘অবৈধ দাম’ বেঁধে দেয়ার অভিযোগে এই জরিমানা করা হয়৷ ফ্রান্সেররেগুলেটরি সংস্থা কম্পিটিশন অথরিটি এর আগে কোনো প্রতিষ্ঠানকে এত বড় অঙ্কের জরিমানা করেনি৷

কম্পিটিশন অথরিটির পক্ষ থেকে জানানো হয়, অ্যাপল প্রভাব খাটিয়ে ডিলারদের আইপ্যাডসহ বেশ কিছু পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি করতে বাধ্য করেছে৷ এর ফলে ডিলাররা অনেক সময় ক্রেতাদের বিশেষ কোনো অফার বা মূল্যছাড় দিতে পারেনি৷ এ কারণে ডিলারদের মধ্যে স্বাভাবিক প্রতিযোগিতা হয়নি এবং ক্রেতারাও কম দামে পণ্য কেনার সুযোগ না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন৷

এমন অভিযোগ প্রথম উঠেছিল ২০১২ সালে৷

গত মাসে দুই কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে রফা করতে চেয়েছিল অ্যাপল৷ তাতে কাজ হয়নি৷

১১০ কোটি ইউরো জরিমানা ঘোষণার পর প্রতিষ্ঠানটি জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবে৷

এসিবি/কেএম (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ