ফ্রান্স সরকারের বিরুদ্ধে গত ১১ সপ্তাহান্ত ধরে বিক্ষোভ প্রদর্শন করছেন ‘ইয়েলো ভেস্ট' আন্দোলনকারীরা৷ এবার তাঁদের সহিংসতার বিরোধিতা করতে রবিবার ‘রেড স্কার্ফ' পরে মাঠে নেমেছিলেন দশ হাজারেরও বেশি মানুষ৷
বিজ্ঞাপন
রাজধানী প্যারিসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন লাল স্কার্ফ পরা বিক্ষোভকারীরা৷ এই সময় তাঁরা সহিংসতার বিরুদ্ধে স্লোগান দেন৷
১১ সপ্তাহের আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন৷ এছাড়া বিক্ষোভের সময় রাস্তা অবরোধসহ অন্যান্য কারণে ১০ জন প্রাণ হারিয়েছেন৷
ছবিতে ২০১৮ সালের যত প্রতিবাদ
২০১৮ সালকে বলা যায় প্রতিবাদ বিক্ষোভের বছর৷ ধনী কিংবা গরীব, উন্নত বা অনুন্নত, সব দেশেই মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় নেমে এসেছে জনগণ৷ অন্যদিকে উত্থান ঘটছে উগ্র ডানপন্থার৷ সহিংস বিক্ষোভ ছড়িয়েছে সেখান থেকেও৷
ছবি: Reuters/Y. Herman
মার্কিন বিচারপতি নিয়োগ
অক্টোবরে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক পদে ট্রাম্পের মনোনয়নে নিয়োগ পান ব্রেট কাভানা৷ ট্রাম্প তাঁর নাম ঘোষণার পর থেকে কাভানার বিরুদ্ধে আসতে থাকে একের পর এক যৌন হয়রানির অভিযোগ৷ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে৷ ছবিতে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে ‘লেডি জাস্টিস’ মূর্তির কোলে এক প্রতিবাদকারীকে বসে থাকতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/J. Ernst
ইয়েলো ভেস্ট
জ্বালানির মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নভেম্বরে টানা দুই সপ্তাহ ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা৷ এক পর্যায়ে সহিংস রূপ নেয় বিক্ষোভ৷ প্রতিবাদের মুখে পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ৷ আইফেল টাওয়ারের পর ফ্রান্সের সবচেয়ে বড় আইকন প্যারিস গেটের সামনে কাঠের ভাঙা টুকরায় আগুন দিতে দেখা যাচ্ছে এক বিক্ষোভকারীকে৷
ছবি: Reuters//B. Tessier
সেনাবাহিনীতে যোগদান
ইসরায়েলে একটি নির্দিষ্ট বয়সের পর সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক৷ কিন্তু তা মানতে অস্বীকৃতি জানানোয় মার্চে এক উগ্র ডানপন্থি দলের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ৷ প্রতিবাদে রাস্তায় নেমে আসে সেই দলের সদস্যরা৷ ছবিতে জলকামানের সামনে কিছু বিক্ষোভকারীকে বসে থাকতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/R. Zvulun
ফিলিস্তিনের সংগ্রাম
জেরুসালেমের অধিকার নিয়ে বছরজুড়ে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ফিলিস্তিনিরা৷ ছবিতে গাজা উপত্যকার ইসরায়েলি সীমান্তে প্রতিবাদকারীদের জুলাই মাসের এক বিক্ষোভে শত শত টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/AP Photo/K. Hamra
অবসরের বয়সসীমা
সরকারি কর্মকর্তাদের অবসরে যাওয়ার বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে সেপ্টেম্বরে রাস্তায় নেমে আসে তরুণ আন্দোলনকারীরা৷ সরকার কঠোরভাবে সে আন্দোলন দমন করে৷ ছবিতে দেখা যাচ্ছে রাশিয়ান ন্যাশনাল গার্ডের এক সদস্য এক প্রতিবাদকারীর ওপর লাঠিচার্জ করছেন৷
ছবি: Reuters//S. Karpukhin
পানির প্রাইভেটাইজেশন
স্যান সালভাদরে পানি ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেয়ার এক পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে নাগরিকরা৷ রাজধানী এল সালভাদরে জুলাই মাসের এক বিক্ষোভে নিজের মাথা পলিথিনে মুড়িয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে এক বিক্ষোভকারীকে৷
ছবি: Getty Images/AFP/O. Rivera
যৌন হয়রানি
২০০৪ সালে এক নারীকে মাদকদ্রব্য সেবন করিয়ে যৌন নির্যাতনের অভিযোগে বিচার চলছে মার্কিন কমেডিয়ান বিল কসবির৷ এর প্রতিবাদে এপ্রিলে এক শুনানির দিন পেনসিলভেনিয়ার আদালতের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ করেন একদন নারী৷ ছবিতে দেখা যাচ্ছে, নগ্ন হয়ে প্রতিবাদ জানানো এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করছে পুলিশ৷
ছবি: Getty ImagesAFP/D. Desobeau
কাটালান স্বাধীনতা আন্দোলন
কাটালান নেতা ইয়োর্দি স্যানচেজ ও ইয়োর্দি কুইক্সার্টের কারাগারে থাকার এক বছর পূর্তিতে অক্টোবরে স্পেনের বার্সেলোনায় কাটালুনিয়া স্কয়ারে জড়ো হয় স্বাধীনতাপন্থি কাটালানরা৷ এক পর্যায়ে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে স্বাধীনতার পক্ষে সমর্থন জানান তাঁরা৷
ছবি: Reuters/A. Gea
8 ছবি1 | 8
শনিবারও দেশজুড়ে প্রায় ৬৯ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷ তবে আগের চেয়ে এই সংখ্যা কম বলে মন্ত্রণালয় দাবি করছে৷
বিক্ষোভ থামাতে প্রেসিডেন্ট মাক্রোঁ প্রস্তাবিত কর বাতিল করাসহ জাতীয় বিতর্কের আয়োজন করেছেন৷ সপ্তাহ দুয়েক আগে জাতির উদ্দেশে লেখা এক চিঠিতে মাক্রোঁ সব ধরনের আন্দোলন থামিয়ে বিক্ষোভাকারীদের বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে ‘ক্ষোভকে সমাধানে' রুপান্তরিত করার আহ্বান জানান৷
বিতর্ক চলবে ১৫ মার্চ পর্যন্ত৷ এই সময় প্রেসিডেন্ট মাক্রোঁ বিভিন্ন শহরের টাউন হলে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন৷ বিতর্কের ফলাফল ১৫ মার্চের পর জানানো হবে বলে চিঠিতে উল্লেখ করেন প্রেসিডেন্ট মাক্রোঁ৷