1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত, মৃত পাঁচ

৯ ডিসেম্বর ২০২০

আল্পস পর্বতমালায় একটি অনুসন্ধান ও উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় পাঁচজন মারা গেছে৷ একজন এখনো জীবিত৷ তবে ঘন কুয়াশার কারণে তাকে উদ্ধার করা যাচ্ছে না৷

উদ্ধারকাজে ব্যবহৃত হয় ফ্রান্সের এমন এক হেলিকপ্টার
উদ্ধারকাজে ব্যবহৃত হয় ফ্রান্সের এমন এক হেলিকপ্টারছবি: Emmanuel Pain/AFP

আল্পসে বিপদগ্রস্তদের কীভাবে উদ্ধার করতে হয় তার প্রশিক্ষণ দিতে গিয়েছিল হেলিকপ্টারটি৷ পাইলটসহ মোট ছয়জন ছিলেন হেলিকপ্টারে৷ ১৮০০ মিটার (৫৯০৫ ফুট) নীচে পড়ে বিধ্বস্ত হওয়ার আগে পাইলট অ্যালার্ম বাজিয়েছিলেন৷ তবে সন্ধ্যার আঁধারে ঘন কুয়াশার কারণে তিনটি উদ্ধার হেলিকপ্টার খুব দ্রুত সেখানে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়৷ ফিরে আসতে হয় ৪০ জন উদ্ধারকর্মীকে৷

বিধ্বস্ত হেলিকপ্টারের এক যাত্রী এখনো জীবিত৷ তবে কুয়াশার বাধা ডিঙিয়ে গিয়ে তাকে উদ্ধার করা যাচ্ছে না৷

এদিকে দুর্ঘটনার খবর জানার পরই প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জঁ কস্তে টুইটবার্তায় দুর্ঘটনার শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান৷ টুইটবার্তায় মাক্রোঁ বলেন, ‘‘অন্যের জীবন বাঁচাতে তারা সব রকমের ঝুঁকিই নেন৷ আজ সন্ধ্যায় স্যাভয় (হেলিকপ্টার) বিধ্বস্ত হওয়ায় ফ্রেঞ্চ এয়ার রেস্কু-র তিনজন এবং সার্ভিস আরিয়েন ফ্রাঙ্কাই (এসএএফ)-এর দুজন মারা গেছেন৷ আহত একজন বাঁচার জন্য লড়ছেন৷ ফরাসি এই নায়কদের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের পাশে আছে এই জাতি৷’’ 

আরেক টুইটবার্তায় ফ্রান্সের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘তারা সবাই একই ইউনিফর্ম পরতো না, তবে একটাই লক্ষ্য ছিল তাদের- অন্যের জীবন বাঁচানো৷ তাদের মৃত্যু পুরো জাতিকে শোকার্ত করেছে৷’’

এসিবি/ কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ