1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্রযুক্তিফ্রান্স

ফ্রান্সে গ্রেপ্তার টেলিগ্রাম অ্যপের মালিক

২৬ আগস্ট ২০২৪

বার্তা বিনিময়ের অ্যাপ টেলিগ্রাম-এর প্রতিষ্ঠাতা ও মালিক পাভেল দুরোভ ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন৷ পাভেল রাশিয়ান বংশোদ্ভূত একজন বিলিওনেয়ার৷

বক্তব্য দেয়ার মুহূর্তে পাভেল দুরোভ
দুবাইভিত্তিক টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা দুরোভছবি: STEVE JENNINGS/GETTY IMAGES NORTH AMERICA/AFP

ব্যক্তিগত বিমানে শনিবার ফ্রান্সের ল্য বুর্জে বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে তিনটি সূত্র থেকে নিশ্চিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তবে ফরাসি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তার গ্রেপ্তারের কথা জানায়নি৷ পুলিশের দুইটি  সূত্র রয়টার্সকে জানিয়েছে, অবতরণের আগেই তাকে গ্রেপ্তারের প্রস্তুতি নেয় পুলিশ, কারণ, তার বিরুদ্ধে ফ্রান্সে গ্রেপ্তারি পরোয়ানা ছিল৷

টেলিগ্রাম এক বিবৃতিতে বলেছে, তারা ডিজিটাল সেবা আইনসহ ইইউ আইন মেনে চলে এবং সে অনুযায়ী প্রতিনিয়ত নিজেদের উন্নত করে যাচ্ছে৷ তারা আরো বলেছে, ‘‘টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরোভের লুকানোর কিছু নেই এবং তিনি কিছু দিন পরপর ইউরোপ ভ্রমণ করেন৷’’

যে কারণে গ্রেপ্তার

ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিকত্ব রয়েছে দুরোভের৷ ফ্রান্সের পুলিশের তৃতীয় সূত্রটি রয়টার্সকে জানিয়েছে একটি তদন্তের অংশ হিসেবে তাকে গেপ্তার করা হয়েছে৷ মডারেটরের অভাবে টেলিগ্রামে বিস্তর অপরাধ ছড়ানো ও পুলিশের সঙ্গে সহযোগিতার অভাবের অভিযোগ নিয়ে তদন্ত করছে তারা৷

সাইবার নিরাপত্তা ইউনিট ও জালিয়াতি বিরোধী পুলিশ ইউনিট তদন্তটির নেতৃত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ঐ পুলিশ কর্মকর্তা৷

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বা প্যারিসের প্রসেকিউটর অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷

টেলিগ্রাম ও দুরোভ

দুবাইভিত্তিক টেলিগ্রাম অ্যাপের প্রতিষ্ঠাতা দুরোভ৷ ২০১৪ সালে তার প্রতিষ্ঠিত ভিকে নামের একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে সরকারবিরোধীদের বাদ দিতে অস্বীকৃতি জানিয়ে রাশিয়া ত্যাগ করেন তিনি৷

এনক্রিপ্টেড অ্যাপ্লিক্যাশন হিসেবে পরিচিত টেলিগ্রামের ১০০ কোটির মতো ব্যবহারকারী রয়েছে৷ রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দেশগুলোতে এই অ্যাপ বিশেষভাবে জনপ্রিয়৷ ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পরেই এটি সবচেয়ে জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্ম৷

ফোর্বসের হিসাবে ১৫৫০ কোটি ডলারের মালিক দুরোভ৷ গত এপ্রিলে তিনি বলেছিলেন কয়েকটি সরকার টেলিগ্রাম নিয়ে তার উপর চাপ দিয়ে যাচ্ছে৷ তবে টেলিগ্রামকে তিনি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবেই রাখবেন এবং ‘ভূরাজনীতির খেলোয়াড়ে' পরিণত হতে দেবেন না বলেও উল্লেখ করেন৷  

বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে প্ল্যাটফর্মটি ভার্চুয়াল লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল তারা দুরোভের সাক্ষাত চেয়ে প্যারিসকে চিঠি দিয়েছিল৷

এফএস/এসিবি (রয়টার্স)

সোশ্যাল মিডিয়া কি মানসিক চাপে ফেলে?

02:27

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ