কয়েক ডজন মসজিদে বৃহস্পতিবার তল্লাশি চালাচ্ছে ফরাসি কর্তৃপক্ষ৷ দেশের বিভিন্ন স্থানে হামলার পর এসব মসজিদে ‘চরমপন্থার প্রচার' করা হয় সন্দেহ করছে দেশটির সরকার৷
বিজ্ঞাপন
আরটিএল রেডিওকে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, কোনো মসজিদকে উগ্রবাদ ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে, এমন সন্দেহ হলে সেটি বন্ধ করে দেয়া হবে৷
কোনো কোনো অঞ্চলের মসজিদে এমন তল্লাশি চালানো হবে, তা প্রকাশ করেননি মন্ত্রী৷ তবে স্থানীয় বিভিন্ন নিরাপত্তা প্রধানদের পাঠানো চিঠিতে প্যারিস এলাকার ১৬টি এবং দেশজুড়ে আরো ৬০টি মসজিদের কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি৷
গত কয়েক সপ্তাহের মধ্যে পরপর দুটি হামলার ঘটনা ঘটে৷ এক শিক্ষককে গলা কেটে হত্যা এবং নিস শহরে গির্জায় ঠুকে তিনজনকে হত্যার পরিপ্রেক্ষিতে এমন তল্লাশির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
আরটিএলকে মন্ত্রী জানান, দেশটির আড়াই হাজারের বেশি মসজিদের মধ্যে মাত্র কয়েকটিকেই উগ্রবাদের প্রচার চালানোর বিষয়ে সন্দেহ করা হচ্ছে৷ তবে দেশজুড়ে উগ্রবাদ ছড়িয়েছে, এমন আশঙ্কা ফ্রান্স সরকার করছে না বলেও জানিয়েছেন তিনি৷ ডারমানিন বলেন, ‘‘ফ্রান্সের প্রায় সব মুসলিমই প্রজাতন্ত্রের আইনকে শ্রদ্ধা করেন এবং এ নিয়ে (উগ্রবাদ) তারাও ব্যথিত৷
শিক্ষক স্যামুয়ের প্যাটিকে হত্যার পর ‘উগ্রবাদের প্রচার' চালানোর সন্দেহে বেশ কিছু ইসলামিক স্পোর্টস গ্রুপ, দাতব্য প্রতিষ্ঠান ও সংস্থার দপ্তরে অভিযান চালায় ফরাসি পুলিশ৷ প্যাটির বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করা একটি ভিডিও ছড়ানোর অভিযোগে প্যারিসের পাশেই একটি মসজিদ বন্ধও করে দেয়া হয়৷
মুসলিম দেশে নানারকমের ভাস্কর্য
বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির পরিকল্পনাকে ইসলামের দৃষ্টিতে অনুচিত দাবি করেছেন হেফাজতে ইসলামের একাধিক নেতা৷ ছবিঘরে দেখুন তুরস্ক, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, লেবানন, আলজেরিয়ার মতো মুসলিমপ্রধান দেশের কিছু ভাস্কর্য ...
ছবি: Irna
ইন্দোনেশিয়া
সবচেয়ে বেশি মুসলিমের বাস যে দেশে, সেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শৈশবের ভাস্কর্য৷
ছবি: AP
তুরস্ক
ইস্তাম্বুলে সেন্ট আনতুয়ান ক্যাথলিক চার্চের বাইরে পোপ জন পল ২৩-এর ভাষ্কর্য৷
ছবি: Reuters/M. Sezer
তুরস্ক
ইস্তাম্বুলে আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্কের ভাস্কর্য৷
ছবি: picture-alliance/AP Photo/L. Pitarakis
ইরান
রাজধানী তেহরানে ঘায়েম মাঘাম ফারাহানির ভাষ্কর্য৷১৮৩৫ সালে মারা গেলেও রাষ্ট্রবিজ্ঞানী, সমাজসংস্কারক ফারাহানিকে এখনো এভাবে জনজীবনের অংশ করে রেখেছে ইরান৷
ছবি: Irna
ইরান
গত মার্চ মাসে তাবরিজ শহরে তোলা ছবি৷ করোনার বিষয়ে সচেতনতা বাড়াতে ভাস্কর্যের মুখেও পরানো হয়েছে মাস্ক৷
ছবি: picture-alliance/AA/Str
লেবানন
লেবাননের রাজধানী বৈরুতে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির ভাস্কর্য৷ ২০০৫ সালে এক গাড়িবোমা বিস্ফোরণে তিনি মারা যান৷ ঘটনাস্থলেই প্রয়াত প্রধানমন্ত্রীর ভাস্কর্য৷
ছবি: Getty Images/AFP/A. Amro
ইরাক
ইরাকের সুলেমানিয়া শহরের একটি ভাস্কর্য৷ করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক করতে ভাস্কর্যের মুখেও পরানো হয়েছে মাস্ক৷
ছবি: picture-alliance/AA/F. Mahmood
আলজেরিয়া
আলজেরিয়ার সেতিফ শহরে আইন-আল-ফাওয়ারার ভাস্কর্য৷
ছবি: DW/Y. Boudhane
লেবানন
বৈরুতে কাঁচ এবং বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি একটি ভাস্কর্য৷গত ৪ আগস্ট ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে যে ভবনগুলো ধ্বংস হয় সেগুলোর ধ্বংসাবশেষ ব্যবহার করে ভাস্কর্যটি তৈরি করেছেন লেবাননের শিল্পী হায়াত নাজের৷ সরকারবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এটি তৈরি করেছেন তিনি৷
ছবি: Joseph Eid/AFP/Getty Images
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছোটবেলার ভাস্কর্য৷
ছবি: AP
ইরান
ইরানে কিংবদন্তি মুসলিম বিজ্ঞানী আবু জাফর মুহাম্মদ ইবনে মুহাম্মদ আদ-দীন-তুসির ভাস্কর্য৷