1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে ছিপ দিয়ে ধরা মাছের বিশেষ কদর

৩০ সেপ্টেম্বর ২০২২

পানিতে জাল ফেলে বিশাল পরিমাণ মাছ ধরলে সেরা স্বাদ পাওয়া কঠিন৷ কিন্তু ছিপ দিয়ে মাছ ধরলে উচ্চ মান বজায় থাকে বলে মনে করেন ফ্রান্সের দুই জেলে৷ অভিজাত রেস্তোরাঁয় তাঁদের ধরা মাছের বিশেষ কদর রয়েছে৷

ভিয়েতনামের লেকে ছিপ দিয়ে মাছ ধরছেন একজন
প্রতীকী ছবিছবি: Nhac NguyenAFP/Getty Images

ফ্রান্সের ব্রিটানি উপকূলে স্যাঁ জেনোল বন্দরে সূর্যোদয় হচ্ছে৷ নিকোলা শালেয়া ও নাতান রুলো ছিপ দিয়ে মাছ ধরার কাজকে পেশাদারী পর্যায়ে নিয়ে এসেছেন৷ খোলা সমুদ্রের বুকে চিহ্নিত এলাকায় তাঁরা জালের বদলে ছিপ দিয়ে মাছ ধরেন৷ তাঁদের মতে, বিপুল পরিমাণের বদলে উচ্চ মানই এই প্রক্রিয়ার মূলমন্ত্র৷ নিকোলা বলেন, ‘‘এই এলাকা চিরকালই ছিপ দিয়ে মাছ ধরার উপযুক্ত ছিল বলেই আমরা এখানে আসি৷ এখানে সমুদ্রপৃষ্ঠের ঠিক নীচেই এক পাথুরে প্রাচীর রয়েছে, যেটি স্রোতের উপর প্রভাব রাখে৷ আমরা যে শিকারি মাছ খুঁজি, এই জায়গাটি সেগুলির জন্য আদর্শ৷ সি বাস মাছ আমাদের মূল লক্ষ্য, সি ব্রিমও আমরা ধরি৷’’

সরঞ্জাম হিসেবে তাঁরা কার্বন দিয়ে তৈরি দুই মিটার ৪০ সেন্টিমিটার দীর্ঘ পেশাদারী ছিপ ব্যবহার করেন৷ সেটির শীর্ষে ফাইবার গ্লাস রয়েছে৷ ‘সাকানা' নামের নৌকাটিও বিশেষ ভাবে তৈরি করা হয়েছে৷ তাছাড়া দুই জেলে অবস্থান নির্ণয়ের জন্য একো সাউন্ডার যন্ত্র ব্যবহার করেন৷ শব্দ তরঙ্গের মাধ্যমে মাছ নিখুঁতভাবে চিহ্নিত করা যায়৷ তবে সেটাই যথেষ্ট নয়৷ নাতান রুলো বলেন, ‘‘অভিজ্ঞতা ও ইনটিউশনও জরুরি৷ প্রতিটি দিনই আলাদা৷ সাফল্য ধরে রাখতে আমাদের বার বার নতুন পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিক্রিয়া স্থির করতে হয়৷ এই মুহূর্তে অবস্থা কেমন, আমাদের কী করতে হবে, শেষে কত মাছ ধরতে পারবো, তা নিয়ে উত্তেজনা থেকেই যায়৷’’

জাল নয়, ছিপ দিয়ে ধরা মাছের কদর

04:35

This browser does not support the video element.

অবশেষে দুপুর নাগাদ ভাগ্য প্রসন্ন হলো৷ বেশ কয়েক ডজন সি ব্রিম মাছ ছিপে উঠে এলো৷ আনন্দের অনুভূতি সম্পর্কে নিকোলা বলেন, ‘‘এই কাজের সবচেয়ে কঠিন অথচ সুন্দর দিক হলো মাছ ধরার জন্য কয়েক ঘণ্টা ধরে সমুদ্রের বুকে থাকার সুযোগ৷ আজকের মতো দিনে সব কিছু ঠিকমতো চলে৷ আমরা সদাই আরও উন্নতির চেষ্টা করে চলি৷’’

এ দিন ছিপ ফেলে প্রায় ৬০ কিলো সি ব্রিম মাছ ধরা গেছে৷ ফেরার পথে ওজন অনুযায়ী সেগুলি সাজাতে হয়৷ বরফের উপর মাছ রেখে স্টিকার লাগাতে হয়৷ সেটির উপর ধরার জায়গা ও পদ্ধতি উল্লেখ করতে হয়৷ সব শেষে গিলভিনেক বন্দরে নিলামে মাছ বিক্রি হয়৷ পাইকারি বিক্রেতা ও আশেপাশের রেস্তোরাঁ মালিকরা সেই মাছের জন্য দর হাঁকেন৷

ব্রিটানি উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ক্যাঁপের শহরে ‘আলিয়ুম’ নামের অভিজাত রেস্তোরাঁয় আজ নিকোলা ও নাতানের ধরা মাছ পরিবেশন করা হচ্ছে৷ রেস্তোরাঁর মালিক ও প্রধান রাঁধুনী লিওনেল এনাফ তাজা সি ব্রিম মাছের বেশ কদর করেন৷ তিনি বলেন, ‘‘কয়েক বছর আগে আমি এই মাছের স্বাদের কদর করতে শুরু করি৷ এই মাছের অসাধারণ সুবাস, স্বাদও অতুলনীয়৷ মাছের গঠনও রান্না ও খাওয়ার জন্য উপযুক্ত৷ অতিরিক্ত নরম না হলেও সহজেই খাওয়া যায়৷ প্রেমে পড়েছি না বললেও এই মাছ আমার খুবই পছন্দের৷''

রাঁধুনী হিসেবে লিওনেল এনাফ-কে কখনোই মাছের নিজস্ব স্বাদ ঢাকার প্রয়োজন হয় না৷ এমন অসাধারণ মাছের ক্ষেত্রে তো সেই প্রশ্নই ওঠে না৷ তবে সঙ্গে অবশ্যই অন্য কিছু পরিবেশন করতে হয়৷ তবে সেটা স্বাদে ও দেখতে উচুঁ দরের হতে হবে৷ লিওনেল বলেন, ‘‘সাইড ডিশ হিসেবে আমরা ছাগলের তাজা চিজভরা সুকিনি ফুল পরিবেশন করি৷ সেটি মূল পদে হালকা টক স্বাদ যোগ করে৷ ফলে মাছের স্বাদ যেন আরও বিকশিত হয়৷ আধপাকা টমেটোর রসও যোগ করা হয়৷ এখানে আসলে আমরা মাছের কোনো অংশই বাদ দেই না৷ অর্থাৎ সি ব্রিম মাছের মুড়ো ও কাঁটা দিয়ে ব্রিউ বা ঝোল তৈরি করা হয়৷ ব্যস, আর কিছু নয়৷ আমি সত্যি সহজ পদ্ধতিতে রান্না করি৷’’

লিওনেল জানেন, তাঁর সাফল্যের পেছনে শুধু রন্ধনশৈলি নয়, সমুদ্রে ছিপ দিয়ে মাছ ধরা দুই জেলেরও অবদান রয়েছে৷ পারস্পরিক কদরের উপর ভিত্তি করে সেই মিথষ্ক্রিয়া গড়ে উঠেছে৷

নিকোল স্টেফান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ