1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে জঙ্গি হামলার ত্রাস

১১ আগস্ট ২০১৬

বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে ফ্রান্স অন্যতম পছন্দের দেশ৷ কিন্তু একের পর এক সন্ত্রাসী হামলা এবং আবারো হামলার আশঙ্কায় গুটিয়ে যাচ্ছে ফ্রান্সের পর্যটন শিল্প৷ জানাচ্ছে ফ্রান্সের হোটেল অ্যান্ড টুরিজম কনসালটেন্সি ফার্ম এমকেজি৷

ছবি: Reuters/E. Gaillard

সর্বশেষ দেশটির জাতীয় উৎসবের দিন কেঁপে উঠেছিল দক্ষিণের নিস শহর৷ সেখানে ট্রাক চালিয়ে ও গুলি করে মানুষ হত্যার যজ্ঞে মেতে উঠেছিল এক আততায়ী৷ সাম্য-মৈত্রী-স্বাধীনতা রক্ষার উৎসবে অংশ নিতে গিয়ে প্রাণ হারাতে হয়েছিল ৮৪ জনকে৷

এর পর থেকেই ফ্রান্সে পর্যটকদের সংখ্যা কমতে শুরু করেছে৷ জুলাই মাসে দেশের হোটেলগুলোতে টুরিস্টদের সংখ্যা হ্রাস পেয়েছে প্রায় ১০ শতাংশ!

ডিজি/এসি

বন্ধু, আপনি কি সম্প্রতি ফ্রান্সে গেছেন৷ জানান আপনার অভিজ্ঞতা, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ