1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজফ্রান্স

ফ্রান্সে জেলেদের ঐতিহ্যবাহী খেলা

৩ নভেম্বর ২০২২

দক্ষিণ ফ্রান্সের সেৎ বন্দরনগরীতে সাধু সেন্ট লুইয়ের সম্মানে প্রতিবছর একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়৷ সেখানে প্রতিযোগীরা একজন আরেকজনকে নৌকা থেকে ফেলে দেয়ার চেষ্টা করেন৷ প্রতিযোগিতা ঘিরে সেৎ শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে৷

Euromaxx 03.09.2022
ছবি: DW

প্রতিযোগিতার দিনের সকালটা শুরু হয় প্যারেডের মধ্য দিয়ে৷ এর মাধ্যমে একশ পুরুষ প্রতিযোগী দর্শকদের সামনে উপস্থিত হন৷ সবশেষ ২০১৯ সালে বিজয়ী হয়েছিলেন সেবাস্টিয়া আবেলো৷ আবেলো বলেন, ‘‘আমি ১৯৭৬ সাল থেকে প্রতিবছর সেন্ট লুই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি৷ এখানে জেতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ অংশ নেয়াটা খুব একটা কঠিন নয়, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকা খুব কঠিন৷''

সেতের ক্যানাল রয়ালে প্রতিযোগিতা হয়৷ একেকটি নৌকার দাঁড় টানেন ১০ জন৷ আর প্রতিযোগীরা তিন মিটার দীর্ঘ বর্শা দিয়ে একে অপরকে ফেলে দেয়ার চেষ্টা করেন৷ শেষ পর্যন্ত যিনি টিকে থাকেন তিনিই বিজয়ী হন৷ ১৬৬৬ সালে প্রতিযোগিতা শুরুর পর থেকে নিয়ম একই আছে৷

২০২২ সালে প্রায় ১৭ হাজার দর্শক প্রতিযোগিতাটি উপভোগ করেছেন৷ এবার সেতের জেলে বেশামা আর্নো সেন্ট লুই প্রতিযোগিতা জেতেন৷ পুরস্কার হিসেবে তাকে তার নাম খচিত একটি শিল্ড দেয়া হয়৷

নৌকা থেকে ফেলে দেয়ার প্রতিযোগিতা

04:22

This browser does not support the video element.

কাই হর্স্টমায়ার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ