অতি দক্ষিণপন্থি গোষ্ঠী জেনারেশন আইডেনটিটি-কে নিষিদ্ধ ঘোষণা করল ফ্রান্স। এই গোষ্ঠী অভিবাসন প্রত্যাশীদের ফ্রান্সে ঢোকা আটকানোর চেষ্টা করতো।
বিজ্ঞাপন
ফরাসি সরকারের দাবি, জেনারেশন আইডেনটিটি ঘৃণা, বৈষম্য ও সহিংসতা ছড়াচ্ছিল। তারা বেসরকারি মিলিশিয়ার মতো কাজ করতো। তাই তাদের নিষিদ্ধ করা হলো।
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী টুইট করে বলেছেন, এই গোষ্ঠীর কার্যকলাপ, গঠনতন্ত্র ও প্রাইভেট মিলিশিয়ার মতো কাজকর্মের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেনারেশন আইডেনটিটিকে আবার সাহায্য করতো আরেকটি অতি-দক্ষিণপন্থি গোষ্ঠী। সরকার জানিয়েছে, লিয়ঁ-ভিত্তিক এই গোষ্ঠীকে বেআইনি ঘোষণা করে বলা হয়েছে, তারা ঘৃণা ও সহিংসতার মতাদর্শে বিশ্বাসী। তারা জাতি, ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করতে চায়।
কিছুদিন হলো এই সংগঠনটি প্রচারের আলোয় আসে। তারা ফ্রান্সে অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে বাধা দেয়। গত জানুয়ারিতেও তারা ফ্রান্স ও স্পেনের সীমান্তে পাহাড়ের উপর গিয়ে অভিবাসন প্রত্যাশীদের ঢুকতে বাধা দিয়েছিল। সীমান্তে এই সংগঠনের প্রচুর সদস্য মোতায়েন ছিল।
প্যারিসে আবার শরণার্থী শিবির ভাঙল পুলিশ
প্যারিসে গত সপ্তাহের পর আবার শরণার্থী শিবির ভাঙল ফরাসী পুলিশ। বিস্তারিত ছবিঘরে...
ছবি: Christophe Petit Tesson/dpa/picture alliance
যা হলো প্যারিসে
ফরাসী পুলিশ সোমবার রাতে প্যারিসের কেন্দ্রে প্লাস ডে লা রিপাবলিক অঞ্চলে অস্থায়ী শরণার্থী শিবির ভেঙে দিয়েছে। গত সপ্তাহেও একইভাবে একটি অস্থায়ী শরণার্থী শিবির ভাঙে পুলিশ। তবে এবার, শরণার্থীদের সরাতে পুলিশ টিয়ারগ্যাসও ব্যবহার করেছে। পুলিশের বক্তব্য, নিরাপত্তাজনিত কারণেই এই অস্থায়ী শিবির থেকে শরণার্থীদের সরিয়েছেন তারা। এছাড়া, এধরনের শিবিরকে বেআইনি বলছেন তারা।
ছবি: Michael Bunel/Le Pictorium/MAXPPP/dpa/picture alliance
কোথা থেকে এসেছিলেন তারা
প্যারিসের কেন্দ্রের এই অস্থায়ী শিবির, যা পুলিশের মতে বেআইনি, বর্তমানে সুদান, আফগানিস্তান ও সোমালিয়ার মতো অশান্ত অঞ্চল থেকে আসা শরণার্থীদের বাসস্থান ছিল। করোনা সংক্রমণের মধ্য দিয়ে যাওয়া প্যারিসের এই শরণার্থীদের কোনো স্থায়ী থাকার জায়গা নেই।
ছবি: Christophe Petit Tesson/dpa/picture alliance
পুলিশ যা বলছে
এই ধরনের শিবির তৈরির পেছনে কিছু নির্দিষ্ট সংগঠনের ভূমিকা রয়েছে বলে প্যারিস পুলিশের মত, যা কোনোমতেই মেনে নেবেন না তারা বলে স্পষ্ট জানিয়েছেন। সে কারণেই, টিয়ারগ্যাসের সাহায্যে ভিড় সরিয়ে প্রায় ৫০০ অস্থায়ী তাঁবু সরিয়ে নেন তারা। প্রয়োজনে, ভেতরে বাসরত মানুষসহই তাঁবু তুলে নিয়ে গেছে পুলিশ।
ছবি: Martin Bureau/AFP/Getty Images
শরণার্থীদের অবস্থা
শরণার্থী অধিকার সংস্থা ‘ইউটোপিয়া ৫৬’ জানিয়েছে যে পুলিশের এই আচরণের ফলে এই শরণার্থীরা আবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এবিষয়ে কোনো সুনির্দিষ্ট সমাধান না থাকা সত্ত্বেও পুলিশের এই আচরণ ফ্রান্সের অভিবাসন নীতির ফাঁক ঢাকতে পারবে না, বলে মনে করছেন সমালোচকরা।
ছবি: Jerome Gilles/NurPhoto/picture alliance
প্যারিসে শরণার্থীরা
যুদ্ধপীড়িত অঞ্চল থেকে আসা শরণার্থীদের পথে ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হাজার হাজার মানুষ প্যারিস থেকে ক্যালে বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়, যেখান থেকে বিভিন্ন ট্রাকে করে তারা অবৈধভাবে ইংলিশ চ্যানেলে পার করে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে।
ছবি: Jerome Gilles/NurPhoto/picture alliance
ফরাসী সরকার যা বলছে
প্যারিসের স্থানীয় কর্তৃপক্ষের তরফে শরণার্থীদের জন্য নিরাপদ বাসস্থানের আশ্বাস দেওয়া হয়েছে। ফরাসী স্বরাষ্ট্র মন্ত্রী জেরাল্ড ডার্মানে টুইটে জানিয়েছেন যে এভাবে শরণার্থীদের সরানোর চিত্র খুবই বেদনাদায়ক এবং এবিষয়ে পুলিশের কাছ থেকে সম্পূর্ণ প্রতিবেদন চেয়েছেন তিনি।
ছবি: Jerome Gilles/NurPhoto/picture alliance
6 ছবি1 | 6
২০১৯-এর অগাস্টে সংগঠনের নেতা ও দুই সদস্যের ছয় মাসের কারাদণ্ড হয়। তারা দুইটি হেলিকপ্টার ভাড়া নিয়ে নজরদারি করছিল। তারা সীমান্তও সিল করে দেয়। এর প্রতিবাদে অন্য একটি গোষ্ঠী গিয়ে ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে আসে। পুলিশের সঙ্গে জেনারেশন আইডেনটিটি সদস্যদের সংঘর্ষও হয়।