1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে মসজিদের সামনে হামলা

৩ জুলাই ২০১৭

ফ্রান্সের দক্ষিণপূর্বের শহর আভিনিয়োর এক মসজিদের সামনে দুই ব্যক্তি গুলি চালালে সাত বছরের এক মেয়েসহ আটজন আহত হন৷ তবে এটি সন্ত্রাসী ঘটনা নয়, বলে জানিয়েছে কৌঁসুলির কার্যালয়৷

Frankreich Symbolbild Polizei
ছবি: picture-alliance/NurPhoto/J. Mattia

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কমপক্ষে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে বের হয়ে গুলি শুরু করে৷ আহতদের অবস্থা গুরুতর নয় বলেও জানিয়েছে কৌঁসুলির কার্যালয়৷ ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় উল্লেখ করে স্থানীয় কৌঁসুলি বলেন, ‘‘আমাদের কাছে থাকা তথ্য বলছে, হামলার লক্ষ্য মসজিদটি ছিল না৷ ধর্মীয় প্রতিষ্ঠান থাকা একটি রাস্তায় হামলাটি হয়েছে বলে তার সঙ্গে যে এর সম্পর্ক থাকবে, তা ঠিক নয়৷''

পুলিশ বলছে, স্থানীয় গ্যাংদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হামলা হয়েছে ধরে নিয়ে বিষয়টির তদন্ত করছেন স্থানীয় কৌঁসুলিরা৷ 

জার্মানির বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, আহতদের মধ্যে চারজন মসজিদের সামনে দাঁড়ানো ছিলেন৷ আর সাত বছরের মেয়েটি পাশের এক ভবনের দ্বিতীয় তলায় তার বাসায় পরিবারের সঙ্গে ছিল৷ গুলির টুকরার আঘাতে সে আহত হয়৷

এর আগে গত বৃহস্পতিবার এক ব্যক্তি গাড়ি নিয়ে দক্ষিণপূর্ব প্যারিসের একটি মসজিদে হামলা চালানোর চেষ্টা করেছিল৷ কিন্তু মসজিদের বাইরে থাকা পিলার এবং অন্যান্য প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগায় তা সম্ভব হয়নি৷ হামলাকারী ৪৩ বছরের এক আর্মেনীয় নাগরিক৷ তিনি সিজোফ্রেনিয়ার রোগী বলে জানা গেছে৷

উল্লেখ্য, গত মাসের ১৯ তারিখ এক ব্যক্তি লন্ডনের এক মসজিদে গাড়ি নিয়ে হামলা চালালে একজন নিহত হয়েছিলেন৷ ঐ ঘটনার পর ফ্রান্সের মুসলমানরা এখন উৎকণ্ঠায় বসবাস করছেন৷ তাঁরা পুলিশের কাছে ধর্মীয় প্রার্থনার জায়গায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ