1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্স : অর্থ আত্মসাতের দায়ে ল্য পেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

৩১ মার্চ ২০২৫

ফ্রান্সের চরম ডানপন্থি রাজনীতিক মারিঁ ল্য পেনকে পাঁচ বছর সব নির্বাচনে নিষিদ্ধ করার পাশাপাশি কারাদণ্ডও দিয়েছে আদালত৷ ইউরোপিয়ান সংসদের টাকা তছরুপ করে দলের কাজে খরচের দায়ে এ শাস্তি হয়েছে তার৷

Frankreich Paris 2025 | Marine Le Pen am Tag der Urteilsverkündung zur Veruntreuung von EU-Mitteln
আদালতে সাজা শোনানোর মুহূর্তে মারিঁ ল্য পেন৷ছবি: Stephanie Lecocq/REUTERS

ফ্রান্সের একটি আদালত সে দেশের চরম ডানপন্থি দল ন্যাশনাল র‍‍্যালি পার্টিরনেত্রী মারিঁ ল্য পেনকে দোষী সাব্যস্ত করে এ শাস্তি ঘোষণা করে৷ তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউরোপিয়ান পার্লামেন্টে সংসদীয় সহকারীদের জন্য বরাদ্দ তিন মিলিয়ন ইউরো দলের কাজে ব্যয় করেছেন৷

দোষী সাব্যস্ত হওয়ায় ল্য পেন আগামী পাঁচ বছর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না৷ অর্থাৎ, এই রায়ের বিরুদ্ধে আপিল করে জয়ী না হলে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারবেন না৷

পাঁচ বছরের নির্বাচনি নিষেধাজ্ঞার সঙ্গে চার বছরের কারাবাসের সাজাও ঘোষণা করা হয়েছে তার বিরুদ্ধে৷ তবে চার বছরের মধ্যে দু'বছর স্থগিত কারাদণ্ড এবং বাকি দু বছর গৃহবন্দি থাকবেন তিনি৷ গৃহে বন্দি থাকার সময় ইলেক্ট্রনিক ট্যাগ লাগাতে হবে তাকে৷ 

ইউরোপিয়ান পার্লামেন্টের বরাদ্দ করা টাকা ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে দলের সদস্যদের পেছনে ব্যয় করেছেন বলে আদালতের রায়ে বলা হয়েছে৷

৫৬ বছর বয়সি ল্য পেন এই সব অভিযোগকে অস্বীকার করে বলেছেন, মামলাটি আসলে তার রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংস করার উদ্দেশ্যে করা হয়েছে৷

রায় ঘোষণা শেষ হবার আগেই আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান ল্য পেন৷

রায়ের প্রতিক্রিয়া

ল্য পেনের দল মামলাটিকে ‘জুডিশিয়াল ওভাররিচ' হিসাবে দেখছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রেও একই কথা বলেছিলেন৷

ল্য পেনের রাজনৈতিক বিরোধী, যেমন প্রধানমন্ত্রী ফ্রসোয়াঁ বায়রু মনে করেন যেভাবে আদালতগুলি ঠিক করে দিচ্ছে নির্বাচনে কারা লড়তে পারবেন, সেটা আশঙ্কার কারণ৷

কিন্তু ফরাসি কমিউনিস্ট পার্টির জাতীয় সচিব ফাবিয়েন রুসেল আদালতের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন৷

ইউরোপজুড়ে বাড়ছে রাজনৈতিক সহিংসতার শঙ্কা

01:29

This browser does not support the video element.

ল্য পেনের দলের আট সদস্যদের বিরুদ্ধেও শাস্তির ঘোষণা দিয়েছে আদালত৷ ল্য পেনের মতো তারাও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ছিলেন৷ এছাড়া ১২জন সংসদীয় সহকারীকেও সাজা শোনানো হয়৷

তবে রাশিয়া মনে করে আদালতের এ রায়ের ফলে ইউরোপে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ৷ ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকভ বলেন, ‘‘আরো বেশি সংখ্যক ইউরোপিয়ান রাজধানী গণতন্ত্রের নীতির বিরুদ্ধপথে হাঁটছে৷''

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও এ রায়ের সমালোচনা করেছেন৷ ল্য পেনের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি৷

টিমথি জোনস, এলিজাবেথ শুমাখার/এসএস (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ