1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

ফ্রান্স: নিসে অগ্নিহামলায় কয়েকজন নিহত

১৯ জুলাই ২০২৪

ফ্রান্সের নিস শহরে একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে তিন শিশু এবং এক তরুণসহ সাত ব্যক্তি নিহত হয়েছেন৷ প্রাণঘাতী এই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে খোঁজা হচ্ছে৷

ফ্রান্সের নিস শহরে অগ্নিসন্ত্রাস
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের নিস শহরে আগুনে তিন শিশু এবং এক তরুণসহ সাতজন নিহত হওয়ার ঘটনাকে ‘অগ্নিহামলা' সন্দেহ করা হচ্ছেছবি: Sebastien Botella/MAXPPP/IMAGO

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের নিস শহরে আগুনে তিন শিশু এবং এক তরুণসহ সাতজন নিহত হওয়ার ঘটনাকে ‘অগ্নিহামলা' সন্দেহ করা হচ্ছে৷

বৃহস্পতিবার ভোর তিনটার দিকে ভবনের উপরের তলার অ্যাপার্টমেন্টটিতে অগ্নিসংযোগ করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ৷

নিসের কৌঁসুলি ড্যামিয়েন মার্টিনলি জানিয়েছেন যে, তদন্তকারীরা অগ্নিকাণ্ডটি অপরাধমূলক কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখছেন৷

‘‘প্রাথমিক তথ্য অনুযায়ী, আমি এটিকে অগ্নিহামলায় মৃত্যু বিবেচনা করে তদন্ত শুরু করেছি,'' ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, ‘‘এত ভুক্তভোগীর সংখ্যার কথা জেনে আমরা সবাই মর্মাহত৷ এখানে যা ঘটেছে, তা ভয়ঙ্কর৷''  

সংশ্লিষ্ট অঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিন শিশুর বয়স যথাক্রমে ৫, ৭ এবং ১০৷ তারাসহ তিন প্রাপ্তবয়স্ক সবাই ক্যামেরুনের নাগরিক৷

আর সপ্তম ভুক্তভোগীর বয়স ১৭ বছর৷ আগুন লাগার পর জানালা দিয়ে পালাতে গিয়ে তার মৃত্যু ঘটে৷ ৪৭ বছর বয়সি আরেক ব্যক্তি জানালা দিয়ে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন৷ পরিবারটির দুই সদস্য জীবিত আছেন৷

এআই/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ