ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে প্রচলিত দলগুলির অভূতপূর্ব পরাজয় ঘটলো৷ উঠে এলেন দুই ‘প্রান্তিক' প্রার্থী৷ তবে উগ্র দক্ষিণপন্থি প্রার্থী হালে পানি না পাওয়ায় ইউরোপসহ গোটা বিশ্ব স্বস্তির নিঃশ্বাস ফেললো৷
বিজ্ঞাপন
এমন পরিস্থিতি কল্পনা করা কঠিন৷ দেশের সর্বোচ্চ পদের জন্য নির্বাচন হচ্ছে৷ বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি – কেউ সেই পদ পেলেন না৷ অথবা ভারতে বিজেপি অথবা কংগ্রেস৷ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সেই অসাধ্য সাধন করলেন দুই ‘প্রান্তিক' প্রার্থী৷ রক্ষণশীল ও সমাজতন্ত্রী প্রার্থীদের পেছনে ফেলে প্রথম দুই স্থান দখল করলেন উদার, ইউরোপপন্থি প্রার্থী এমানুয়েল মাক্রোঁ ও দক্ষিণপন্থি ইউরোপবিরোধী প্রার্থী জঁ মারি ল্য পেন৷ এবার আগামী ৭ই মে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে তাঁদের মধ্যে সরাসরি লড়াই হবে৷
জয়ের ব্যবধান বেশি নয়, তবেএই ঐতিহাসিক নির্বাচনে ফলাফলের গুরুত্বখাটো করে দেখা চলে না৷ মাক্রোঁ পেয়েছেন ২৩.৯ শতাংশ, ল্য পেন ২১.৪ শতাংশ৷ ফ্রান্সের ভোটাররা মূল স্রোতের রাজনৈতিক শক্তিগুলির প্রতি চরম বিরক্তি প্রকাশ করে তাদের শাস্তি দিয়েছেন৷ রক্ষণশীল দলের প্রার্থী ফ্রঁসোয়া ফিয়ঁ ১৯.৯ শতাংশ পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন৷ ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের প্রার্থী বেনোয়া আমোঁ পেয়েছেন মাত্র ৬.৪ শতাংশ৷
প্রথম পর্বে জয়ের পর এমানুয়েল মাক্রোঁ তাঁর সমর্থকদের বলেন, মাসের পর মাস ধরে তিনি ফরাসি ভোটারদের ক্রোধ ও ভয়ের কথা শুনে আসছিলেন৷ তাঁরা পরিবর্তন চাইছিলেন বলেও শুনেছিলেন৷ মাক্রোঁ বলেন, এবার তিনি তাঁদের প্রত্যাশা পূরণ করতে ফরাসি রাজনীতির ভোল বদল করতে ও দেশকে আধুনিক করার কাজে মন দিতে চান৷ জাতীয়তাবাদের হুমকির মোকাবিলা করতে নির্বাচনের দ্বিতীয় পর্বে তিনি সব দেশপ্রেমীদের ঐক্যবদ্ধ করতে চান৷
উগ্র দক্ষিণপন্থি প্রার্থী ল্য পেন-এর জন্য প্রথম রাউন্ডে এই পরাজয় হজম করা মোটেই সহজ নয়৷ অনেক জনমত সমীক্ষায় তিনি এগিয়ে ছিলেন৷ গত কয়েক বছরে তিনি পেশাদারী দক্ষতার সঙ্গে তাঁর দলকে ক্ষমতায় আসার জন্য প্রস্তুত করে আসছিলেন৷ তারপর নির্দলীয়, আনকোরা নতুন এক প্রার্থী তাঁকে অতিক্রম করে এগিয়ে যাওয়ায় বেশ বড় ধাক্কা খেলেন তিনি৷ ফ্রান্সের নির্বাচনি ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে এতকাল সব দল তাদের কোন্দল ভুলে দক্ষিণপন্থিদের বিরুদ্ধে একজোট হয়ে এসেছে৷ অতএব আগামী ৭ই মে এমানুয়েল মাক্রোঁ বিপুল ভোটে জয়লাভ করবেন, এমনটাই আশা করা যায়৷ দুই বড় দল অবিলম্বে মাক্রোঁ'র প্রতি সমর্থন জানিয়েছে৷ সেই ব্যবধান যতটা সম্ভব কমানোই হবে ল্য পেনের সামনে বড় চ্যালেঞ্জ৷
ফ্রান্সের নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর ইউরো-র বিনিময় মূল্য এক ধাক্কায় বেড়ে গেছে৷ আর্থিক বাজার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷ জার্মান সরকারের এক মুখপাত্র ইউরোপপন্থি প্রার্থী মাক্রোঁ-র সাফল্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন৷ পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল বলেছেন, তিনি নিশ্চিত যে এমানুয়েল মাক্রোঁ ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট হচ্ছেন৷ জার্মানির আসন্ন নির্বাচনে এসপিডি দলের প্রার্থী মার্টিন শুলৎস-ও সন্তোষ প্রকাশ করেছেন এবং ফ্রান্সের সব গণতন্ত্রমনস্ক মানুষকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছেন৷
ইউরোপের দক্ষিণপন্থিরা ঠিক কতটা উগ্র?
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন নীতি নিয়ে অসন্তোষ ও উদ্বাস্তু সংকটের ফলে ইউরোপ জুড়ে দক্ষিণপন্থি দলগুলির পালে হাওয়া লেগেছে৷
ছবি: picture alliance/dpa/T. Frey
ফ্রাউকে পেট্রি, অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)
‘জার্মানির জন্য বিকল্প’ দলের নেত্রী ফ্রাউকে পেট্রির মতে সীমান্তে বেআইনি অনুপ্রবেশ রোখার শেষ পন্থা হিসেবে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করতে পারে, কেননা ‘‘সেটাই আইন’’৷ ইউরোনিন্দুক এএফডি দল ধীরে ধীরে সরকার তথা ইউরোপীয় ইউনিয়নের বিরোধী একটি শক্তিতে পরিণত হয়েছে৷ ২০১৬ সালের মার্চের রাজ্য নির্বাচনে এএফডি ২৫ শতাংশ অবধি ভোট পায় ও চ্যান্সেলর ম্যার্কেলের নিজের প্রদেশের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হয়৷
ছবি: Reuters/W. Rattay
মারিন ল্য পেন, ন্যাশনাল ফ্রন্ট (ফ্রান্স)
ব্রেক্সিট ও যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের জয় ফ্রান্সের ‘ফ্রঁ নাসিনাল’ বা ‘ন্যাশানাল ফ্রন্ট’-কে নতুন বেগ এনে দিতে পারে, বলে অনেকের ধারণা৷ জঁ-মারি ল্য পেন ১৯৭২ সালে দলটি প্রতিষ্ঠা করেন৷ মারিন তাঁর বাবার কাছ থেকে দলের ভার নেন ২০১১ সালে৷ ন্যাশানাল ফ্রন্ট বা জাতীয় ফ্রন্টকে একটি জাতীয়তাবাদী দল, যারা অভিবাসন ও ইইউ বিরোধী প্রচারণায় অনুরূপভাবে সোচ্চার৷
ছবি: Reuters
গের্ট উইল্ডার্স, পার্টি অফ ফ্রিডম (নেদারল্যান্ডস)
ওলন্দাজ স্বাধীনতা দলের নেতা গের্ট উইল্ডার্স ইউরোপের বিশিষ্টতম দক্ষিণপন্থি রাজনীতিকদের মধ্যে গণ্য৷ ২০১৪ সালে তিনি একটি প্রকাশ্য জনসভায় প্রশ্ন তোলেন, জনতা দেশে বেশি না কম মরক্কান চায়৷ এ জন্য তাঁকে আদালতে দোষী সাব্যস্ত করা হলেও, কোনো দণ্ড দেওয়া হয়নি৷ তাঁর দল ইইউ ও ইসলাম বিরোধী বলে পরিচিত৷ আগামী বছর নেদারল্যান্ডসে সংসদীয় নির্বাচন৷ জরিপে আপাতত উইল্ডার্সের দল এগিয়ে৷ বর্তমানে তাদের সংসদে ১৫টি আসন৷
ছবি: picture-alliance/dpa/S. Koning
নিকোস মিচালোলিয়াকোস, গোল্ডেন ডন (গ্রিস)
নিকোস মিচালোলিয়াকোস গ্রিসের নিও-ফ্যাসিস্ট দল ‘সোনালি সকাল’-এর প্রধান৷ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁকে ও তাঁর দলের অন্যান্য বহু সতীর্থকে একটি অপরাধমূলক সংগঠন গঠনের দায়ে গ্রেপ্তার করা হয়৷ ২০১৫ সালের জুলাই মাসে নিকোস মিচালোলিয়াকোস-কে মুক্তি দেওয়া হয়৷ ২০১৬ সালের সেপ্টেম্বর মাসের সংসদীয় নির্বাচনে ‘সোনালি সকাল’ ১৮টি আসন জয় করে৷ দলটি অভিবাসন বিরোধী ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পক্ষপাতী৷
ছবি: Angelos Tzortzinis/AFP/Getty Images
গাবোর ভনা, জবিক (হাঙ্গেরি)
হাঙ্গেরির অভিবাসন বিরোধী ও অর্থনৈতিক সংরক্ষণবাদী দল জবিক ২০১৮ সালের মধ্যে সরকারগঠনে সংশ্লিষ্ট হওয়ার আশা রাখে৷ তারা ইতিমধ্যেই হাঙ্গেরির তৃতীয় বৃহত্তম দল, ২০১৪-র নির্বাচনে তারা ২০ শতাংশ ভোট পেয়েছিল৷ জবিক দল ইইউ-এর সদস্যতা সম্পর্কে গণভোট চায়৷ ২০১২ সালে জবিক সমকামী বিরোধী একটি বিল উপস্থাপন করেছিল, কেননা জবিক ‘যৌন বিচ্যুতি’ বা ভিন্নতাকে অপরাধ বলে ঘোষণা করার পক্ষে৷
ছবি: picture alliance/dpa
জিমি অকেসন, সুইডেন ডেমোক্র্যাটস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর সুইডেন ডেমোক্র্যাটসদের নেতা জিমি অকেসন সুউডিশ টেলিভিশনের একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, উভয় স্থানেই সমাজের প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যক্তিদের চ্যালেঞ্জ করে একটি আন্দোলন চলেছে৷’’ সুইডেন ডেমোক্র্যাটস-রা অভিবাসন সীমিত করতে চায়, তারা তুরস্কের ইইউ-তে যোগদানের বিরোধী ও সুইডেনের ইইউ সদস্যতা সম্পর্কে একটি গণভোট কামনা করে৷
ছবি: AP
নর্বার্ট হোফার, ফ্রিডম পার্টি (অস্ট্রিয়া)
অস্ট্রিয়ার জাতীয়তাবাদী ‘স্বাধীনতা দল’-এর নর্বার্ট হোফার সাম্প্রতিক রাষ্ট্রপ্রধান নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে মাত্র ৩০,০০০ ভোটে পরাজিত হয়েছেন সবুজ দলের প্রবীণ নেতা আলেক্সান্ডার ফান ডেয়ার বেলেন-এর কাছে৷ প্রথম পর্যায়ে হোফারই সর্বাধিক ভোট পেয়েছিলেন৷ ফ্রিডম পার্টির নেতা হোফার অস্ট্রিয়ার সীমান্ত আরো জোরদার করার জন্য আন্দোলন করছেন এবং অভিবাসীদের সুযোগ-সুবিধা সীমিত করতে চান৷
ছবি: Reuters/L. Foeger
মারিয়ান কোৎলেবা, পিপলস পার্টি – আওয়ার স্লোভাকিয়া
কট্টর দক্ষিণপন্থি ‘গণদল – আমাদের স্লোভাকিয়া’-র নেতা মারিয়ান কোৎলেবাকে বলতে শোনা গেছে, ‘একটি অভিবাসীও বড় বেশি৷’ আরেকটি উপলক্ষ্যে তিনি ন্যাটো জোটকে একটি ‘অপরাধী সংগঠন’ বলে অভিহিত করেন৷ দলটি ইউরোপীয় ইউনিয়ন ও ইউরো মুদ্রা এলাকা থেকে স্লোভাকিয়াকে বার করে আনতে চায়৷ ২০১৬ সালের মার্চ মাসের নির্বাচনে ‘আমাদের স্লোভাকিয়া’ দল আট শতাংশ ভোট পায় ও ১৫০ সদস্যের সংসদে ১৪টি আসন দখল করে৷