1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র উৎসব

২৬ মার্চ ২০১২

সুইজারল্যান্ডের ফ্রিবুয়র শহরে চলছে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ গত ২৪শে মার্চ থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১শে মার্চ অবধি৷ মূলত এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন অ্যামেরিকার চলচ্চিত্র প্রাধান্য পাচ্ছে এই উৎসবে৷

ছবি: DW

চলতি বছর ফ্রিবুয়র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ছবি৷ সুইজারল্যান্ড-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে চলচ্চিত্র উৎসবের আয়োজক কর্তৃপক্ষ আলাদাভাবে আটটি বাংলা ছবি প্রদর্শনের আয়োজন করেছে৷ সুইস কোন উৎসবে বাংলা চলচ্চিত্রের এমন বড় উপস্থিতি এর আগে হয়নি, এমনটাই দাবি আয়োজকদের৷

ফ্রিবুয়র চলচ্চিত্র উৎসবছবি: DW

বাংলাদেশের কয়েকজন চলচ্চিত্র নির্মাতা বর্তমানে ফ্রিবুয়র'এ অবস্থান করছেন৷ এঁরা হচ্ছেন এনামুল করিম নির্ঝর, গিয়াসউদ্দিন সেলিম এবং গোলাম রাব্বানি বিপ্লব৷ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে এনামুল করিম নির্ঝর বলেন, ‘‘চলতি উৎসবে ফোকাস কান্ট্রি হচ্ছে বাংলাদেশ৷ যেটাকে এদের ভাষায় বলা হচ্ছে ‘টেরা ইকোগনিটা' অর্থাৎ অজানা দিগন্ত৷ এই বিভাগে ৮টি বাংলা ছবি প্রদর্শন করা হচ্ছে৷ এছাড়া বাংলা চলচ্চিত্র বিষয়ক একাধিক আলোচনাও অ‍নুষ্ঠিত হচ্ছে উৎসবে৷

যেসব বাংলা ছবি প্রদর্শন করা হচ্ছে

নাসিরউদ্দিন ইউসূফ বাচ্চু পরিচালিত ‘গেরিলা' এবং গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত পরিচালক তারেক মাসুদ'এর ‘রানওয়ে' ছবির ইউরোপীয় প্রিমিয়ার হচ্ছে এই উৎসবে৷ এছাড়া রুবায়েত হোসেইন'এর মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্কিত ছবি ‘মেহেরজান' প্রদর্শিত হয়েছে ২৫ মার্চ৷ বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত ছবি ‘মনের মানুষ'-ও প্রদর্শন করা হচ্ছে উৎসবে৷ এছাড়া আরো যে বাংলা ছবিগুলো এই উৎসবে জায়গা করে নিয়েছে, সেগুলো হচ্ছে ‘আহা', ‘মনপুরা', ‘স্বপ্নডানায়' এবং ‘মাটির ময়না'৷

গোলাম রাব্বানি বিপ্লবের সঙ্গে কথা বলছেন আরাফাতুল ইসলামছবি: DW

মেহেরজান বিতর্ক

২০১১ সালে মুক্তি পায় মুক্তিযুদ্ধভিত্তিক বিতর্কিত চলচ্চিত্র ‘মেহেরজান'৷ ছবিটি ঢাকায় মুক্তির কয়েকদিন পরই তা সিনেমা হলগুলো থেকে তুলে নেওয়া হয়৷ তবে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শন করা হয়েছে৷ ফ্রিবুয়র'এ ছবিটি প্রদর্শনের পর দর্শকদের মধ্য থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে৷ অনেকে মনে করছেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে বেশ হালকাভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এই ছবিতে৷ মুক্তিযুদ্ধে বিরঙ্গনাদের সত্যিকারের অবস্থাও সেভাবে ফুটিয়ে তুলতে পারেননি পরিচালক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম, ফ্রিবুয়র, সুইজারল্যান্ড
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ