1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রি কিকে অনবদ্য গোল মেসির, ড্র আর্জেন্টিনার

১৫ জুন ২০২১

ক্লাবের হয়ে ফ্রি কিকে গোল অনেক করেছেন মেসি। কোপা অ্যামেরিকাতে দেশের হয়েও করলেন। কিন্তু দেশকে জেতাতে পারলেন না।

কোপা অ্যামেরিকায় মেসি প্রথম ম্যাচে অনবদ্য গোল করেও দেশকে জেতাতে পারলেন না ছবি: Eraldo Peres/AP Photo/picture alliance

কোপা অ্যামেরিকা কাপের প্রথম ম্যাচে আটকে গেল আর্জেন্টিনা। চিলির সঙ্গে ড্র করল তারা। তবে লিওনেল মেসি প্রথম ম্যাচে অনবদ্য খেলেছেন। একটা অসাধারণ গোল করেছেন। সতীর্থদের জন্য প্রচুর পাস বাড়িয়েছেন। যা থেকে গোল করতে পারেননি তারা। ফলে মেসি ভাল খেললেও দলকে জেতাতে পারেননি। সেই হতাশা খেলার পরে তার কথায় ফুটে উঠছে।

তবে মেসির গোল নিয়ে কোনো কথা হবে না। বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মেসি বাঁ পায়ে অনায়াস দক্ষতায় সেই বল জালে জড়িয়ে দিলেন। চিলির গোলরক্ষক পুরো শরীর ছুঁড়ে দিয়েও তা ধরতে পারেননি।

চিলি দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায়। প্রথমে গোল করতে ব্যর্থ হন ভিদাল। কিন্তু সেই বল জালে জড়িয়ে দেন এদুয়ার্দো ভার্গাস।

মেসি পরে বলেন, ''ম্যাচটা জটিল করে ফেললাম। আমাদের শান্ত থাকতে হবে। বলের ওপর নিয়ন্ত্রণ রেখে দ্রুত খেলতে হবে।

ব্রাজিল জিতল

কোপা অ্যামেরিকায় প্রথম ম্যাচ জিতল ব্রাজিল। ভেনেজুয়েলাকে তিন গোল দিল তারা। খুবই ভাল খেলেছেন নেইমার। তার কর্নার থেকে প্রথম গোল পায় ব্রাজিল। পরে পেনাল্টি থেকে প্রথম গোল পান তিনি। তিন নম্বর গোলের ক্ষেত্রেও তার অবদান রয়েছে। সারা মাঠ জুড়ে খেলেছেন নেইমার। ব্রাজিলও প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ