1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রেন্ডলি খেলাগুলো ‘‘ননসেন্স’’

১৪ আগস্ট ২০১৩

বুধবারের ফ্রেন্ডলির মধ্যে জার্মানি আর প্যারাগুয়ের খেলাও আছে৷ তবে বায়ার্নের টিয়াগো আলকান্তারা আর খাভি মার্তিনেস-কে যে স্পেনের জাতীয় দলের সঙ্গে সুদূর দক্ষিণ অ্যামেরিকায় খেলতে যেতে হবে, তাতে খুশি নন বায়ার্ন মিউনিখের সিইও৷

ছবি: picture-alliance/dpa

বলতে কি, জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ-এর বিশ্বকাপ মিশন শুরুই হচ্ছে প্যারাগুয়ের বিরুদ্ধে বুধবারের ফ্রেন্ডলি দিয়ে৷ চ্যাম্পিয়নস লিগের খেতাবধারী বায়ার্ন এবং ফাইনালিস্ট ডর্টমুন্ড থেকেই জাতীয় একাদশের অধিকাংশ প্লেয়ার নিচ্ছেন ল্যোভ৷ সব মিলিয়ে তাঁর যে টিম, তাতে জার্মানি যে আগামী বছর ব্রাজিলের বিশ্বকাপে সোনা জেতার আশা করতে পারে, সেটা বিশেষজ্ঞরাও বলছেন৷

জার্মানি পরের মাসেই তার কোয়ালিফিকেশন চূড়ান্ত করে নিতে পারে৷ কাইজার্সলাউটার্ন-এ বুধবারের খেলাটিকে ল্যোভ আগামী বিশ্বকাপের ছোটখাটো টেস্ট হিসেবেই গণ্য করবেন, তাতে কোনো সন্দেহ নেই৷ ল্যোভ গত সোমবারেই জার্মান ‘কিকার' ম্যাগাজিনকে বলেছেন: ‘‘আমাদের অভিজ্ঞ প্লেয়ার, তরুণ প্লেয়ার আর প্রতিশ্রুতিসম্পন্ন উঠতি প্রতিভাদের ভালো সংমিশ্রণ আছে৷ গত দুই বছরে টিমের ‘গভীরতা' বেড়েছে, এছাড়া (মারিও) গ্যোৎসে এবং (ইলকাই) গ্যুন্ডোগান-এর মতো প্লেয়াররা দলের কোয়ালিটি বাড়িয়েছে৷''

সব মিলিয়ে ল্যোভ যেটা বলার চেষ্টা করছেন, সেটা সম্ভবত এই যে, তাঁর স্কোয়াড মোটামুটি তৈরি৷ অন্যদিকে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, বাকি প্লেয়ারদের এখনও স্কোয়াডে ঢোকার সুযোগ আছে৷ সেদিক দিয়ে দেখতে গেলে, ডর্টমুন্ডের গোলরক্ষক রোমান ভাইডেনফেলার তাদের একজন ও ম্যোনশেনগ্লাডবাখ-এর মিডফিল্ডার মাক্স ক্রুজে আরেকজন৷ সপ্তাহান্তে জার্মান জাতীয় একাদশের ম্যানেজার অলিভার বিয়ারহফ লেভারকুজেনের স্ট্রাইকার স্টেফান কিসলিং-এর নাম তুলেছেন: কিসলিং গত মরসুমে বুন্ডেসলিগার টপ স্কোরার ছিলেন, যদিও ল্যোভ আপাতত তাকে বিশেষ সুনজরে দেখছেন না৷

দুনিয়া জুড়ে ফ্রেন্ডলি

অবশ্য বুধবার শুধু জার্মানির ফ্রেন্ডলি নয়৷ বলতে কি, এ দিন গোটা পঞ্চাশেক ফ্রেন্ডলি খেলা হচ্ছে, কেননা এটাই নাকি চলতি মরসুমের প্রথম আন্তর্জাতিক খেলার তারিখ৷ এ দিন ব্রাজিল যাচ্ছে সুইজারল্যান্ডে; ইংল্যান্ড আর স্কটল্যান্ডের ফ্রেন্ডলি (!) ওয়েম্বলে'তে; সুইডেন আর নরওয়ের খেলা প্রায় পাড়ার দাঙ্গা, তবে সত্যিই ফ্রেন্ডলি; বেলজিয়াম আর ফ্রান্সের খেলা ব্রাসেলসে; সবার চোখ কিন্তু থাকবে ইটালি আর আর্জেন্টিনার খেলার দিকে৷ দুটোই ওয়ার্ল্ড ক্লাস টিম, তায় সুদীর্ঘ ১২ বছর পরে তারা আবার মুখোমুখি হচ্ছে৷

আর ফ্রেন্ডলি বলতেই যে পাড়ার ম্যাচ, এমন তো নয়৷ আর্জেন্টিনাকে সাগর পার হয়ে রোমে আসতে হচ্ছে৷ ওদিকে উরুগুয়ে-কে আধা দুনিয়া পার হয়ে জাপানে যেতে হবে৷ স্পেনও যাচ্ছে অতলান্তিক পার হয়ে ভ্যাপসা গরমের জায়গা গুয়াইয়াকিল-এ, ইকুয়োডোর-এর সঙ্গে খেলতে৷ তাতে জার্মানির কারো কোনো আপত্তি থাকার কথা ছিল না, যদি না স্পেন বায়ার্নের দুটো প্লেয়ারকে সঙ্গে করে নিয়ে যেতো: টিয়াগো আলকান্তারা ও হাভি মার্তিনেস৷ ওদিকে বায়ার্নের সিইও কার্ল-হাইনৎস রুমেনিগে তো ইতিপূর্বেই এই ফ্রেন্ডলিগুলোকে ‘‘ননসেন্স ম্যাচ'' আখ্যা দিয়ে বসে আছেন৷

এসি / এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ