1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রীতিম্যাচ

১ মার্চ ২০১২

খেলার আগে জার্মান তরফে প্রায় সকলেই ধরে নিয়েছিল যে, ফ্রান্সকে হারানো খুব শক্ত ব্যাপার হবে না৷ তবে জিদানের পথ চলার সাথী লরঁ ব্লঁ’কে কোচ করে গড়ে উঠছে এক নবীন ও নতুন ফরাসি দল৷

ছবি: picture-alliance/dpa

ব্লঁ কোচ হবার পর দু'টি খেলায় হারে ‘নীলেরা'৷ পরের ১৮টি খেলায় অপরাজিত থেকেছে তারা৷ বুধবার ব্রেমেনে ২১ মিনিটের মাথায় অলিভার জিরু জার্মান গোলরক্ষক টিম ভিজে'র দু'পায়ের ফাঁক দিয়ে বলটা গলিয়ে দেন৷ ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফ্লোরঁ মালুদা, দ্বিতীয়ার্ধের মাঝামাঝি৷ খেলার নব্বই মিনিট খতম হবার পর স্টপেজ টাইমে অন্তত একটি গোল পরিশোধ করেন জার্মানির কাকাউ৷ কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে: ১৯৮৭ সাল যাবৎ জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে জেতেনি৷ ব্রেমেনেও জার্মান একাদশ ব্যর্থ হল৷

কেন হল, তার ব্যাখ্যা সবসময়েই থাকে৷ এবারেও জার্মান কোচ ইওয়াখিম লোয়েভ'কে একাধিক প্লেয়ারের ইনজুরির ধাক্কা সামলাতে হয়েছে৷ মাঝমাঠে বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, স্বয়ং ক্যাপ্টেন ফিলিপ লাম, ক্ষিপ্র উইংগার লুকাস পোডোলস্কি, সকলেরই চোট৷ লরঁ ব্লঁ কিন্তু জার্মানির ডিফেন্সের দিকেই বেশি নজর রেখেছিলেন৷ ব্লঁ বলেন: ‘‘আমরা জানতাম যে জার্মানি অফেন্সে বিশেষ শক্তি ধরে৷ তাই ওদের ডিফেন্সে কয়েকটা দুর্বলতার খেয়াল রেখেছিলাম৷''

বলতে কি, ফরাসিরা তাদের ক্ষিপ্রতার মাধ্যমেই জার্মান দলকে থ' করে দিয়েছে৷ জার্মানি প্রথমবার ফ্রান্সের গোলের দিকে শট নিতে নিতে প্রায় আধ ঘণ্টা পার হয়ে গেছে৷ কিন্তু মিরোস্লাভ ক্লোজে'র সেই শট আটকাতে ফরাসি ক্যাপ্টেন ও গোলকীপার উগো লোরি'র কোনো অসুবিধা হয়নি৷ ঠিক হাফটাইমের মাথায় মেসুৎ ওয়েজিল'এর ২৫ মিটারের শটটাও স্বল্পের জন্য গোল মিস করে৷

আর্জেন্টিনার তিনটি গোলই করেছেন মেসিছবি: dapd

চমকটা বোধহয় এই ছিল যে, ফ্রান্স দ্বিতীয়ার্ধেও তাদের ক্ষিপ্রতা হারায়নি৷ যার ফলে ৬৯ মিনিটের মাথায় মালুদা'র গোল৷ স্টপেজ টাইমে কাকাউ'এর গোলটা ছিল যা'কে জার্মানে বলে কিনা প্রসাধন৷ পরে লোয়েভ রিপোর্টারদের সামনে স্বীকার করেছেন যে, জার্মান ডিফেন্সে বড় বড় ফাঁক ছিল৷ তবে নভেম্বর যাবৎ জাতীয় একাদশের এই প্রথম খেলা, দলে কিছু রদবদল এবং ইনজুরির কারণে দল তাদের ছন্দ খুঁজে পায়নি, বলে লোয়েভ'এর ধারণা৷ তিন-চার সপ্তাহ একসঙ্গে থাকলেই পরিস্থিতি অন্যরকম দাঁড়াবে, বলে তার প্রত্যয়৷

রবেন, সোলদাদো, মেসি, ইব্রাহিমোভিচ

বুধবার অন্যান্য আন্তর্জাতিক ফ্রেন্ডলি'র কোনো অভাব ছিল না৷ লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে নেদারল্যান্ডস ইংল্যান্ড'কে হারাল ৩-২ গোলে৷ জেতার গোলটা আসে স্টপেজ টাইমে, করেন আরিয়েন রবেন, যিনি আবার বায়ার্ন মিউনিখ'এর তারকা৷ গতকাল রবেন স্বদেশের হয়ে তার স্টার কোয়ালিটি দেখালেন৷ প্রায় একঘণ্টা মোটামুটি ঝিম-ধরা খেলার পর হঠাৎ ইলেকট্রিক শক'এর মতো ৫৭ মিনিটের মাথায় রবেন'এর গোল, এবং তার দু'মিনিট পরেই ক্লাস-ইয়ান হুন্টেলার'এর গোল৷ খেলার শেষ ছ'মিনিটে ইংল্যান্ড সে দু'টো গোল পরিশোধ করে বটে, কিন্তু রবেন'এর দ্বিতীয় গোলে নেদারল্যান্ডস'এর জয় রুখতে পারেনি৷

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ভেনেজুয়েলা'কে পর্যুদস্ত করে ৫-০ গোলে৷ ভেনেজুয়েলা লাল কার্ড দেখার পর দশজন নিয়ে খেলেছে, কাজেই ফলাফলে আশ্চর্য হবার কিছু নেই৷ যেমন নেই আন্দ্রেস ইনিয়েস্তা কিংবা চেস ফাব্রেগাস'এর গোল করায়৷ বুধবার মালাগায় আসল চমক ছিল রবের্তো সোলদাদো'র হ্যাট ট্রিক৷ ফের্নান্দো টোরেস থাকাকালীন পাঁচ বছর জাতীয় একাদশে ঢোকার সুযোগ পায়নি যে সোলদাদো, তাকে এবার ইউরো ২০১২ থেকে বাদ দেওয়া অসম্ভব হবে৷

বুধবার সুইজারল্যান্ডের বার্ন'এ আর্জেন্টিনা এসেছিল ফ্রেন্ডলি খেলতে৷ আর্জেন্টিনা বলতে লিওনেল মেসি৷ এবং মেসি বিদেশে কি স্বদেশে তার ফ্যানদের হতাশ করেননি৷ অপরদিকে আবার ফুটবল পণ্ডিতদের টিকি ধরেও টান দিয়েছেন৷ বার্ন'এ ৩-১ গোলে হারল সুইজারল্যান্ড৷ আর্জেন্টিনার হয়ে তিনটি গোলই করেছেন লিওনেল মেসি, অর্থাৎ হ্যাট ট্রিক৷ অথচ পণ্ডিতরা এতোদিন বলে আসছিলেন যে, মেসি বার্সেলোনার হয়ে দারুণ খেলেন ঠিকই, কিন্তু স্বদেশের হয়ে সেরকম পার্ফর্মেন্স দেখাতে পারেন না৷ সুইজারল্যান্ডের জার্মান কোচ অটমার হিটসফেল্ড বলেছেন, মেসি'কে ফেলতে দেখা একটা আবেগপূর্ণ অভিজ্ঞতা৷ তার গতি, তার বিস্ফোরণ৷ এক কথায় বিশ্বের সেরা খেলোয়াড়৷

ওদিকে সুইডেনের স্লাটান ইব্রাহিমোভিচ'ও ফুটবল দুনিয়াকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, তিনিও আছেন৷ জাগ্রেবে সুউডেন ক্রোয়েশিয়া'কে হারায় ৩-১ গোলে৷ তার মধ্যে ইব্রাহিমোভিচের - বাস্কেটবলের ভাষায় - দু'টি গোল এবং একটি অ্যাসিস্ট৷ ৩০-বছর-বয়সী স্ট্রাইকার পরে বলেছেন, ‘‘আমার বয়স হচ্ছে৷ আমি যাবার পরে তরুণ, উঠতি খেলোয়াড়রা আমার জায়গা নিতে পারবে, বলে আশা করব৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ