1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ

৮ মার্চ ২০১৮

পার্কল্যান্ডের একটি স্কুলে হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পর ফ্লোরিডা রাজ্যে বন্দুকে তথাকথিত ‘বাম্প স্টক’ লাগানো নিষিদ্ধ করা সংক্রান্ত একটি বিল পাস করা হয়েছে৷ সেইসঙ্গে বন্দুক কেনার ন্যূনতম বয়সও বাড়ানো হচ্ছে৷ 

ছবি: picture alliance/AP Photo

ফ্লোরিডার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনটির নাম রাখা হয়েছে ‘মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল পাবলিক সেফটি অ্যাক্ট৷’ বুধবার সেটি পাস হবার পরে এখন শুধু গভর্নর রিক স্কটের স্বাক্ষর বাকি৷ এই আইন বন্দুক কেনার স্বাধীনতার অংশত সীমিত করবে, অপরদিকে স্কুলের কিছু শিক্ষক ও কর্মীকে বন্দুকধারণের অনুমতি দেবে৷

বিলের মূল সূত্র:-

-    আগ্নেয়াস্ত্র ক্রয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা হবে;

-    যাবতীয় আগ্নেয়াস্ত্র ক্রয়ের আগে তিন দিন অপেক্ষা করতে হবে;

-    ‘বাম্প স্টক’ লাগিয়ে আধা-স্বয়ংক্রিয় অস্ত্রকে পুরোপুরি স্বয়ংক্রিয় অস্ত্রে পরিণত করা নিষিদ্ধ করা হচ্ছে;

-    স্কুলের কর্মীদের অস্ত্রধারণ সম্ভব করা জন্য একটি ‘গার্ডিয়ান প্রোগ্রাম’ সৃষ্টি করা হচ্ছে;

-    মানসিক স্বাস্থ্যের জন্য অর্থসংস্থান বাড়ানো হচ্ছে

তবে আন্দোলনকারী ও অভিভাবকদের একটি মুখ্য দাবি বাদ পড়েছে৷তাদের দাবি সত্ত্বেও এআর-১৫ অ্যাসল্ট উইপন নামের আগ্নেয়াস্ত্রটি নিষিদ্ধ করা হয়নি৷

সোমবার ফ্লোরিডার সেনেটে স্বল্প সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হবার পর বিলটি বুধবার রাজ্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ৬৭ বনাম ৫০ ভোটে গৃহীত হয় – অর্থাৎ হাউসের ১০ জন ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে বিলটি পাস করান৷ অপরদিকে বিলের বিরুদ্ধে ভোট দেন নয় জন রিপাবলিকান ও ৩১ জন ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ৷

তিনি বিলটি সমর্থন করেন কিনা, গভর্নর স্কট তা জানাননি; তবে ইতিপূর্বে তিনি ‘স্কুলশিক্ষকদের অস্ত্রধারণের’ প্রতি তাঁর বিরোধিতা জ্ঞাপন করেছেন৷

তথাকথিত ‘তত্ত্বাবধায়ক কর্মসূচির’ সমর্থকদের যুক্তি হলো, এই কর্মসূচি বাধ্যতামূলক নয়৷ কোনো স্কুলের কিছু শিক্ষক বা কর্মী যদি ছাত্র-ছাত্রীদের সুরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিতে চান, তবে তাঁদের জন্য সে ব্যবস্থা থাকবে৷

আফ্রিকান অ্যামেরিকান বিধায়কদের বিশেষ চিন্তা হলো, স্কুলের সশস্ত্র শিক্ষক ও কর্মীরা উত্তেজনার মুহূর্তে সংখ্যালঘু ছাত্রদের দিকেই গুলি চালাবেন – পুলিশকর্মীদের মধ্যে যে প্রবণতা নিয়ে ইতিপূর্বে ঝড় উঠেছে এবং এখনও আন্দোলন চলেছে৷

অপরদিকে পার্কল্যান্ড স্কুল হত্যাকাণ্ডে হতাহতদের পরিবারবর্গের একাংশ বিলটি পাস হওয়ার ঘটনাকে প্রশংসা করে টুইট করেছেন এবং গভর্নর স্কটের প্রতি বিলটি স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন৷ 

মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের ভিত্তি হলো মার্কিন সংবিধানের তথাকথিত ‘সেকেন্ড অ্যামেন্ডমেন্ট’ বা দ্বিতীয় সংশোধনী৷

যুক্তরাষ্ট্রে হ্যান্ডগান বা পিস্তলগোত্রীয় একহাতে চালানোর মতো আগ্নেয়াস্ত্র কেনার ন্যূনতম বয়স হলো ২১ – কিন্তু ফ্লোরিডায় ১৮ বছর বয়স হলেই রাইফেল কেনা যায়৷ কাজেই পার্কল্যান্ড স্কুলের হত্যাকারী বৈধভাবেই তার সেমি-অটোম্যাটিক রাইফেলটি সংগ্রহ করেছিল৷

এসি/এসিবি (রয়টার্স, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ