জর্জ ফ্লয়েডের মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের মানুষদের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করলেন বাইডেন। কথা বললেন পুলিশি সংস্কার নিয়ে।
বিজ্ঞাপন
এক বছর আগে মার্কিন পুলিশের হাতে মারা যান জর্জ ফ্লয়েড। তার শেষ কথাগুলি ছিল, ''আমি আর শ্বাস নিতে পারছি না।'' এক কৃষ্ণাঙ্গর উপরে মার্কিন পুলিশের ব্যবহার দেখে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। ফ্লয়েডের মৃত্যুর এক বছর পর হোয়াইট হাউসে তার পরিবারের মানুষদের সঙ্গে দেখা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
বাইডেন সেখানে বলেন, তিনি চান, আইনসভার সদস্যরা এবার পুলিশি সংস্কারের বিষয়টি চূড়ান্ত করুন। বিল পাস করুন। হাউস ও সেনেট দুই কক্ষেই সদস্যরা যেন বিল পাস করতে উদ্যোগী হন, চাইছেন বাইডেন।
প্রেসিডেন্ট চেয়েছিলেন, মঙ্গলবারের মধ্যে বিল পাস হয়ে যাক। বিলে ধর্ম বা বর্ণের ভিত্তিতে বিভেদ বন্ধ করা, পুলিশি দুর্ব্যবহারের জন্য ন্যাশনাল রেজিস্ট্রি তৈরি করা এবং পুলিশ অফিসারদের রক্ষাকবচ বাতিল করার মতো বিষয়গুলি থাকার কথা।
জর্জ ফ্লয়েড হত্যার এক বছর, অ্যামেরিকায় প্রতিবাদসভা
ঠিক এক বছর আগে অ্যামেরিকায় পুলিশের আক্রমণে দমবন্ধ হয়ে মারা গিয়েছিলেন জর্জ ফ্লয়েড। রোববার সেই ঘটনা মনে রেখে প্রতিবাদ সভার আয়োজন হয়।
ছবি: Brandon Bell/Getty Images
জর্জের ভাই
নিউ ইয়র্কে রোববারের প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন জর্জের ভাই টেরেন্স ফ্লয়েড। ছবির ঠিক মাঝখানে তাকে দেখা যাচ্ছে। মিছিলের প্ল্যাকার্ডে লেখা ছিল 'ব্ল্যাক লাইভস ম্যাটার', 'ব্ল্যাক ইস বিউটিফুল'
মিনেপোলিসেই পুলিশের হাতে মৃত্যু হয়েছিল জর্জের। রোববার সেখানেও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রশ্ন তোলা হয়, এক বছরে কী পরিবর্তন হয়েছে? মুষ্টিবদ্ধ হাত সামনে নিয়ে লড়াইয়ের শপথ নেওয়া হয় সেখানে।
ছবি: Nicholas Pfosi/REUTERS
জর্জের বোন
জর্জ ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েডও যোগ দিয়েছিলেন মিনেপলিসের সভায়। ফের একবার পুলিশের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন তিনি।
ছবি: Christian Monterrosa/AP Photo/picture alliance
পায়ে পায়ে মিছিল
হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন মিছিলে। তাদের হাতে ছিল ব্যানার পোস্টার আর জর্জের ছবি। মিছিলে স্লোগানের পাশাপাশি গানও গাওয়া হয়।
ছবি: Brandon Bell/Getty Images
অভিযুক্তের শাস্তি
অভিযুক্ত পুলিশ অফিসারকে ২০২১ সালের এপ্রিল মাসে শাস্তি দিয়েছে মার্কিন আদালত। ইচ্ছাকৃত খুনে অভিযুক্ত হয়েছেন ওই পুলিশ অফিসার।
ছবি: David Swanson/REUTERS
যে ভাবে মারা হয়েছিল
২০২০ সালের ২৫ মে মিনেপলিসের রাস্তায় জর্জের ঘাড় হাঁটু দিয়ে চেপে রেখেছিল পুলিশ। গোটা ঘটনার ভিডিও পরে ভাইরাল হয়ে যায়। জর্জ বলছিলেন তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু পুলিশ কথা শোনেনি। রাস্তাতেই মৃত্যু হয় জর্জের।
ছবি: NICHOLAS PFOSI/REUTERS
তীব্র প্রতিবাদ
জর্জের ঘটনার পর গোটা অ্যামেরিকা জুড়ে প্রতিবাদ শুরু হয়। আরো বেশ কিছু বর্ণবিদ্বেষের ঘটনা সামনে আসে। অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রশাসন তদন্তের আশ্বাস দেয়। এসজি/জিএইচ (এপি, রয়টার্স)
ছবি: NICHOLAS PFOSI/REUTERS
7 ছবি1 | 7
বাইডেন জানিয়েছেন, ফ্লয়েড ছিলেন খাঁটি মানুষ। তার সঙ্গে দেখা করার সুযোগ আমার হয়েছিল। তার বিশ্বাস, তিনি ফ্লয়েডের সঙ্গে দেখা করেছিলেন বলে, তার পরিবার খুশি হয়েছিলেন। প্রেসিডেন্ট বলেছেন, গত মাসে ফ্লয়েডের হত্যাকারী পুলিশ অফিসারের শাস্তি হয়েছে। এটা ন্যায়বিচারের প্রথম ধাপ।
ফ্লয়েডের প্রথম মৃত্যুবার্ষিকীতে অ্যামেরিকা জুড়ে সমাবেশ হয়েছে। ফ্লয়েডের নিজের শহর মিনেপোলিসেও প্রচুর মানুষ সমবেত হয়েছিলেন জর্জ ফ্লয়েড স্কোয়ারে।