বাংলাদেশকে মোট ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করল আইএমএফ। বিদেশি মুদ্রার ভান্ডার নিয়ে চিন্তা কমলো ঢাকার।
বিজ্ঞাপন
অবিলম্বে আইএমএফ ৪৭ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশকে দেবে। শেষ কিস্তির টাকা আসবে ২০২৬ সালে।
ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার বিডি নিউজ ২৪ডটকম জানাচ্ছে, ৪৭০ কোটির মধ্যে ৩৩০ কোটি ডলার দেয়া হচ্ছে এক্সটেনডেড ক্রেডিট ফেসিলিটি ও এক্সটেনডেড ফান্ড ফেসিলিটি ব্যবস্থা অনুসারে। আর বাকি ১৪০ কোটি ডলার দেয়া হবে নবগঠিত রেসিলিয়েন্স ও সাসটেনেবিলিটি ফেসিলিটি(আরএসএফ)-র অধীনে। বাংলাদেশই হলো এশিয়ার প্রথম দেশ, যারা আরএসএফের থেকে অর্থসাহায্য পেলো।
প্রথমে করোনা ও পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বংলাদেশের অর্থনীতিতে প্রবল চাপ পড়ে। কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বেড়েছে, টাকার দাম কমেছে, বিদেশি মুদ্রার ভাণ্ডারও কমেছে বলে আইএমএফ এক বিবৃতিতে জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ বিভিন্ন ব্যবস্থা নিয়ে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু দীর্ঘমেয়াদী গঠনগত পরিবর্তন, জয়বায়ু পরিবর্তনের মোকাবিলা করে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য তাদের সাহায্য প্রয়োজন।
২০২২ সালে বাংলাদেশের আলোচিত কয়েকটি ঘটনা
রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা - এসব বিষয়ে বাংলাদেশে ২০২২ সালে বেশি কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে৷ এর মধ্যে কয়েকটি ঘটনার উল্লেখ থাকছে ছবিঘরে৷
ছবি: Abdul Halim
পদ্মা সেতুর উদ্বোধন
এক দশক ধরে বহু আলোচনা, অসংখ্য সংবাদের জন্ম দেয়ার পর গত জুনে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়৷ ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা৷ নিজস্ব অর্থায়নে বাংলাদেশের প্রথম কোনো মেগা প্রকল্প এটি৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP
রাজনৈতিক উত্তেজনা
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ২০২২ সালে বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম বাড়িয়েছে৷ বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার পর ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করে দলটি৷ ঢাকার সমাবেশ আয়োজনের স্থান নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল৷ বছরজুড়ে সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কয়েকজন কর্মী নিহত হয়েছেন৷ এদিকে, বিএনপির সমাবেশের মধ্যেই মাঠের শক্তি দেখাতে আওয়ামী লীগও কয়েকটি সমাবেশ করেছে৷
ছবি: Abdul Halim
রাষ্ট্রদূতেরা সক্রিয়
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত বেশ কয়েকজন রাষ্ট্রদূত কথা বলেছেন৷ এর মধ্যে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির (ডানে) বক্তব্য বেশি আলোচিত হয়েছে৷ তিনি বলেছিলেন, ‘‘গত (জাতীয় সংসদ) নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে আমি শুনেছি৷ অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই৷’’ এছাড়া মার্কিন রাষ্ট্রদূতের (বা থেকে দ্বিতীয়) বিভিন্ন কার্যক্রমে অসন্তুষ্ট ছিল সরকার৷
ছবি: CGS
প্রথম মেট্রোরেল
বছরের শেষে এসে ঢাকায় মেট্রোরেল চালু হয়৷ আপাতত এতে করে উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে যাতায়াত করা যাচ্ছে৷ আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে বলে জানানো হয়েছে৷ আর কমলাপুর পর্যন্ত চলবে ২০২৫ সাল থেকে৷
ছবি: Rashed Murtoza/DW
ফিরে এসেছে লোডশেডিং
বিদ্যুৎ উৎপাদন বাড়ায় গত কয়েকবছর লোডশেডিং দেখেনি বাংলাদেশের মানুষ৷ তবে জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে৷ সে কারণে চার্জার ফ্যান, লাইটের চাহিদা বেড়েছে৷
ছবি: S.Hossain/DW
ডলার সংকট
গত মে মাস থেকে ডলারের সংকট তীব্র হতে শুরু করে৷ রপ্তানি আয় ও রেমিট্যান্স কমে যাওয়ার কারণে একদিকে যেমন ডলারের বিনিময় মূল্য বেড়েছে, অন্যদিকে ব্যাংকগুলোয় তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার সংকট৷ ডলার সংকট শুরুর পর থেকেই ব্যবসায়ীরা অভিযোগ করছিলেন যে, ব্যাংক রাজি না হওয়ায় পণ্য আমদানি করার জন্য তারা ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না৷
ছবি: Andy Jacobsohn/AFP/Getty Images
এক দশক পর আইএমএফ-এর দারস্থ বাংলাদেশ
প্রায় দশ বছর পর এ বছরের জুলাইতে আইএমএফের কাছে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ৷ এটাই বাংলাদেশের ইতিহাসে আইএমএফের কাছে সর্বোচ্চ ঋণ চাওয়া৷ ঋণ নিয়ে দুই পক্ষের মধ্যে ঢাকায় দুই সপ্তাহব্যাপী আলোচনা হয়েছে৷ আগামী মাসে ঋণচুক্তি সই হতে পারে৷ সবশেষ ২০১২ সালে ঋণ নিয়েছিল বাংলাদেশ৷
ছবি: picture-alliance/Photoshot/Xinhua/B. Dandan
রিজার্ভ কমে যাওয়া
গতবছর আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল৷ এখন রিজার্ভ আছে ৩৪ বিলিয়নের মতো৷ এ থেকে আইএমএফের আপত্তির (রিজার্ভ গণনার পদ্ধতিতে নিয়ে আপত্তি) কারণে বাদ যাবে প্রায় ৮ বিলিয়ন ডলার৷ ফলে প্রকৃত রিজার্ভ আরও কমে যাবে৷
ছবি: Imago
মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ
বছরজুড়েই আলোচনায় ছিল মূল্যস্ফীতি৷বাংলাদেশ ব্যাংকের হিসেবে নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৮.৮৫ শতাংশ৷ গতবছর নভেম্বরে ছিল ৫.৯৮ শতাংশ৷ গত আগস্ট মাসে মূল্যস্ফীতি ১১ বছর তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল, ৯.৫২ শতাংশ৷ ছবিতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে লাইন দেখা যাচ্ছে৷
ছবি: Abdul Halim
নারী সাফ ফুটবলের শিরোপা জয়
প্রথমবারের মতো নারী সাফ ফুটবলের শিরোপা জয় করে বাংলাদেশ৷ গত সেপ্টেম্বরে ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতেন বাংলাদেশের মেয়েরা৷ এরপর দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাদের ছাদখোলা বাসে করে বাফুফে অফিসে নিয়ে যাওয়া হয়৷ পথে তাদের অভিনন্দন জানান সাধারণ মানুষ৷
ছবি: Mortuza Rashed/DW
কন্টেইনার ডিপোতে আগুন লেগে ৪১ জন নিহত
৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত ৪১ জন নিহত হন৷ আগুন লাগার ৬১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম৷ ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড ছিল, যা একটি দাহ্য রাসায়নিক পদার্থ৷
ছবি: Al Mahmud BS/REUTERS
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত
অক্টোবরের শেষ সপ্তাহে উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত করেছিল৷ এতে ৩৫ জন মারা যান৷ ঘরবাড়ি, চিংড়িঘের, পুকুর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷
ছবি: Mohibbullah Mohib
বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ৩২ জেলা
৪ অক্টোবর জাতীয় গ্রিড পূর্বাঞ্চলে বিপর্যয় দেখা দিলে চার ঘণ্টা পুরোপুরি বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের ৩২ জেলা৷ কোনো কোনো এলাকায় ৮ ঘণ্টা বা তার বেশি সময় বিদ্যুৎ ছিল না৷
ছবি: Mahmud Hossain Opu/AP Photo/picture alliance
বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ৩২ জেলা
৪ অক্টোবর জাতীয় গ্রিড পূর্বাঞ্চলে বিপর্যয় দেখা দিলে চার ঘণ্টা পুরোপুরি বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের ৩২ জেলা৷ কোনো কোনো এলাকায় ৮ ঘণ্টা বা তার বেশি সময় বিদ্যুৎ ছিল না৷
ছবি: S.Hossain/DW
14 ছবি1 | 14
অর্থমন্ত্রীর দাবি
বাংলাদেশের অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেছেন, ''আমরা আইএমএফের প্রতি কৃতজ্ঞ। তবে আইএমএফের এই ঋণ মঞ্জুরির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতার প্রকাশ ঘটেছে।''
তিনি বলেছেন, ''অনেকেই সন্দেহ করেছিলেন যে আইএমএফ আমাদের এই ঋণ দেবে না। তারা ভেবেছিলেন, আমাদের অর্থনীতির মৌলিক এলাকাগুলি দুর্বল, তাই আইএমএফ এর ঋণ আমরা পাব না। এখন এটাও প্রমাণিত হল যে, আমাদের অর্থনীতি শক্ত ভিতের উপরে দাড়িয়ে আছে এবং অন্যান্য অনেক দেশের তুলনায় তা ভালো।''
অর্থমন্ত্রী জানিয়েছেন, ''রাজস্ব আহরণ বাড়ানো, আরও দক্ষ একটি আর্থিক খাত গড়ে তোলার মত দীর্ঘদিনের চালেঞ্জগুলো আলোচনায় এসেছে। এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও রপ্তানি বহুমুখীকরণে উৎসাহ দিলে তা বাংলাদেশের অর্থনীতিকে আরও সহনশীল করে তুলতে এবং দীর্ঘমেয়াদী, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়তা করবে।''