1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক হলো ঢাকা-কলকাতা

শীর্ষ বন্দোপাধ্যায়১১ ফেব্রুয়ারি ২০১৩

ঢাকার শাহবাগের বিক্ষোভের ঢেউ এসে পড়ল কলকাতা বইমেলায়৷ ভারতে পড়াশোনা করা বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা রাজাকারদের শাস্তির দাবি তুললেন বইমেলা প্রাঙ্গণের জমায়েতে৷

CALCUTTA, Jan. 30, 2013 A child reads a book during the book fair in Calcutta, capital of eastern Indian state West Bengal, Jan. 29, 2013. The 37th International Calcutta Book Fair runs until Feb. 10. (Xinhua/Tumpa Mondal)..****Authorized by ytfs
ছবি: picture alliance/ZUMA Press

আত্মিকভাবে ঢাকা এবং কলকাতা পরস্পরের এত কাছাকাছি যে এক শহরে কিছু ঘটলে, তার রেশ এসে পড়ে অন্য শহরে৷ শাহবাগে বাংলাদেশের স্বাধীনতা-বিরোধীদের বিরুদ্ধে গণ প্রতিবাদের ঢেউ এসে তাই তরঙ্গ তুলল কলকাতা বইমেলার প্রাঙ্গণে৷ বাংলা বই যে মেলার প্রাণভোমরা, এবং এ বছর যে মেলার থিম দেশ হলো বাংলাদেশ, গঙ্গা-পদ্মার স্রোত মিশে যাওয়ার জন্য সেই বইমেলার থেকে আদর্শ জায়গা আর হতে পারত না৷ ফেসবুকে এবং টেলিফোনে নিজেদের মধ্যে যোগাযোগ করে তাঁরা বইমেলায় জমায়েত হয়েছেন, জানালেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠরতা বাংলাদেশের মেয়ে সিলভিয়া নাজনিন৷

শাহবাগে বাংলাদেশের স্বাধীনতা-বিরোধীদের বিরুদ্ধে গণ প্রতিবাদের ঢেউ এসে তাই তরঙ্গ তুলল কলকাতা বইমেলার প্রাঙ্গণেছবি: DW/P. Mani Tewari

ওঁরা সঙ্গে এনেছিলেন রাজাকারদের ফাঁসির দাবিতে লেখা পোস্টার, ওঁদের মুখে ছিল জয় বাংলার স্লোগান, মেলার মাঠে গোল হয়ে বসে, মাঝখানে একগুচ্ছ মোমবাতির জ্বলন্ত শিখার প্রতীকী প্রতিবাদ – পুণে বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশের জিসান মাহমুদ বললেন,

৩৭-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষদিনে হাজির ছিলেন ডয়চে ভেলের বাংলা বিভাগের শ্রোতারাও৷ হুগলির বমনগরের নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের সদস্য রবিশঙ্কর বসু জানালেন, মিডিয়াম ও শর্ট ওয়েভে সম্প্রচার বন্ধ হয়ে গেলেও, শ্রোতারা যাতে ইন্টারনেটে অনুষ্ঠান শোনেন, তার জন্য সচেতনতা প্রচারে এসেছেন ওঁরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ