1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইমেলাতে ডি ডাব্লিউ

১৮ ফেব্রুয়ারি ২০১২

শুক্রবার বই মেলার সঙ্গে জমে ওঠে ডিডাব্লিউ স্টলও৷ শ্রোতাদের সঙ্গে ছিলেন আকর্ষণীয় নতুন ওয়েব সাইটের দর্শক৷ আর ছিলেন কবি, সাহিত্যিক ও চলচ্চিত্রকার৷ তারা সবাই ডয়চে ভেলে বাংলা বিভাগের খবর ও অনুষ্ঠানের প্রশংসা করেন৷

ছবি: DW

শুক্রবারের বই মেলা মানেই সবদিক দিয়ে জমজমাট৷ ছুটির দিনে ক্রেতাদের যেমন ভিড় থাকে আর মেলায় আসেন কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা৷ আর এই দিনে জমে ওঠে ডয়চে ভেলে বাংলা বিভাগের স্টল৷ শুক্রবার স্টলে শ্রোতাদের ভিড় উপচে পড়ে৷ শ্রোতারা স্টলের নতুন আঙ্গিক আর নানা দিকের প্রশংসা করেন৷

স্টল পরিচালনার দায়িত্বে রয়েছেন মাহবুব আর তানিয়া৷ তাদের অবশ্য সব সময়ই শ্রোতারা সহায়তা করেছেন৷ তারা দু'জন জানান, ডয়চে ভেলের স্টল নিয়ে ব্যাপক কৌতূহল আর আগ্রহের সৃষ্টি হয়েছে৷ এখানে ল্যাপটপ, ইন্টারনেট আর ব্রাউজিং-এর সুবিধা পেয়ে শ্রোতা এবং সাধারণ দর্শনার্থীরা বেজায় খুশি৷

একুশে বইমেলায় ডি ডাব্লিউ-র স্টলছবি: DW

শুক্রবার ডিডাব্লিউ-এর স্টল পরিদর্শন করেন বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী হায়াৎ৷ তিনি বলেন, ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুষ্ঠান এবং খবর তিনি নিয়মিত শোনেন৷

আরো আসেন কবি ও ছড়াকার আসলাম সানি৷ তিনি বলেন, ডয়চে ভেলে বাংলা ভাষা এবং সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরছে৷ তাদের এই কাজ যেন অব্যাহত থাকে৷

ডি ডাব্লিউ-র স্টলে আমাদের ওয়েবসাইট দেখছেন দর্শকরা৷ছবি: DW

ডয়চে ভেলে বাংলা বিভাগের স্টলে যারা আসেন তারা সাগর সরওয়ার-মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান, দাবি করেন অপরাধীদের দ্রুত গ্রেফতারের৷ সাগর সারওয়ার ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক সম্পাদক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ