1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইমেলায় থাকে তাঁর বই, তিনি থাকেন দূরে

২৪ জানুয়ারি ২০১৩

বইমেলা আসছে৷ ঢাকার গৃহিনী ফরিদার কাছে খুশির এ বার্তা এসেছে আগেই৷ নানাজনের লেখা কম্পোজ করবেন, যা আয় হবে তা দিয়ে সংসারের অভাব কিছুটা ঘুচবে – একজন স্ত্রী, এক মায়ের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!

Caption: Ekushey Book Fair 2012 in dhaka, Bangladesh. DW/Haque
ছবি: DW

ফরিদা প্রতিবছরই থাকেন বইমেলার বইয়ের সঙ্গে, কিন্তু থাকেন আড়ালে৷ বই তাঁর নিত্য দিনের সঙ্গী, বইমেলা জীবন ধারণের খুব বড় অবলম্বন, তবু ফরিদাকে থাকতে হয় মেলা থেকে দূরে৷ ঘরে বসে একের পর এক বইয়ের কাজ করতে হয়, না করলে তো সংসার চালানো দায়!

BM/240113/ Interview with Farida who earns her living composing books - MP3-Mono

This browser does not support the audio element.

স্বামী আর দুই ছেলেকে নিয়ে চার সদস্যের নিম্ন মধ্যবিত্ত পরিবার চালাতে সম্ভাব্য সব কষ্টই সইতে হতো ফরিদাকে৷ বেশির ভাগ কষ্টেরই মূল কারণ আর্থিক অসচ্ছলতা৷ সেটা দূর করতেই স্বামীর কাঁধে কাঁধ মেলাতে চাওয়া এবং সেই চাওয়া থেকেই কি-বোর্ডে হাত৷ নির্ভরতার দুটি হাত৷ সন্তানরা পায় স্নেহের পরশ, স্বামী দেখেন রান্নাবান্নাসহ ঘরের সব কাজ সেরেও মাস শেষে ফরিদার হাত এগিয়ে দিতে পারে ৭-৮ হাজার টাকা৷ বইমেলা এলে আরো বেশি আয়ের সুযোগ৷ সে সুযোগ গ্রহণ করতে গিয়ে শখ-আহ্লাদ বলতে আর তেমন কিছু থাকে না ফরিদার৷ তিনি সংসারের জন্য কতটা নিবেদিত তা ডয়চে ভেলেকে দেয়া তাঁর এই সাক্ষাৎকার শুনলেই বুঝতে পারবেন৷ সারা বছর বই নিয়েই তাঁর কাজ৷ বইমেলা তো সবার আগে তাঁরই৷ অথচ সংসারের জন্য খেটে খেটে, স্বামী-সন্তানের সুখের হাসি দেখতে চেয়ে চেয়ে ফরিদার আজও বইমেলা দেখার সুযোগই হয়নি!

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ