1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইমেলায় থাকে তাঁর বই, তিনি থাকেন দূরে

২৪ জানুয়ারি ২০১৩

বইমেলা আসছে৷ ঢাকার গৃহিনী ফরিদার কাছে খুশির এ বার্তা এসেছে আগেই৷ নানাজনের লেখা কম্পোজ করবেন, যা আয় হবে তা দিয়ে সংসারের অভাব কিছুটা ঘুচবে – একজন স্ত্রী, এক মায়ের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!

Caption: Ekushey Book Fair 2012 in dhaka, Bangladesh. DW/Haque
ছবি: DW

ফরিদা প্রতিবছরই থাকেন বইমেলার বইয়ের সঙ্গে, কিন্তু থাকেন আড়ালে৷ বই তাঁর নিত্য দিনের সঙ্গী, বইমেলা জীবন ধারণের খুব বড় অবলম্বন, তবু ফরিদাকে থাকতে হয় মেলা থেকে দূরে৷ ঘরে বসে একের পর এক বইয়ের কাজ করতে হয়, না করলে তো সংসার চালানো দায়!

BM/240113/ Interview with Farida who earns her living composing books - MP3-Mono

This browser does not support the audio element.

স্বামী আর দুই ছেলেকে নিয়ে চার সদস্যের নিম্ন মধ্যবিত্ত পরিবার চালাতে সম্ভাব্য সব কষ্টই সইতে হতো ফরিদাকে৷ বেশির ভাগ কষ্টেরই মূল কারণ আর্থিক অসচ্ছলতা৷ সেটা দূর করতেই স্বামীর কাঁধে কাঁধ মেলাতে চাওয়া এবং সেই চাওয়া থেকেই কি-বোর্ডে হাত৷ নির্ভরতার দুটি হাত৷ সন্তানরা পায় স্নেহের পরশ, স্বামী দেখেন রান্নাবান্নাসহ ঘরের সব কাজ সেরেও মাস শেষে ফরিদার হাত এগিয়ে দিতে পারে ৭-৮ হাজার টাকা৷ বইমেলা এলে আরো বেশি আয়ের সুযোগ৷ সে সুযোগ গ্রহণ করতে গিয়ে শখ-আহ্লাদ বলতে আর তেমন কিছু থাকে না ফরিদার৷ তিনি সংসারের জন্য কতটা নিবেদিত তা ডয়চে ভেলেকে দেয়া তাঁর এই সাক্ষাৎকার শুনলেই বুঝতে পারবেন৷ সারা বছর বই নিয়েই তাঁর কাজ৷ বইমেলা তো সবার আগে তাঁরই৷ অথচ সংসারের জন্য খেটে খেটে, স্বামী-সন্তানের সুখের হাসি দেখতে চেয়ে চেয়ে ফরিদার আজও বইমেলা দেখার সুযোগই হয়নি!

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ