1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইমেলায় মুক্তিযুদ্ধের বই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ ফেব্রুয়ারি ২০০৯

অমর একুশে বইমেলায় গল্প, কবিতা উপন্যাসের পাশাপাশি এসেছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক বই৷ বিভিন্ন স্টলে থরে থরে সাজানো রয়েছে, আর বিক্রিও বেশ ভাল বলে জানিয়েছেন প্রকাশকরা৷

জমে উঠেছে বইমেলা৷ মেলা প্রাঙ্গনের প্রবেশ পথে নিয়মিতই দেখা যাচ্ছে এমন ভীড়৷ছবি: DW/Mamun

অবশ্য এসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে এসেছে কী না এ নিয়ে প্রশ্ন রয়েই গেছে৷

দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ৷ মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কেরও অবসান হয়নি৷ প্রকাশকরা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে পারে এসব বই৷

বইমেলায় ভক্তদের অটোগ্রাফ দিতে ব্যস্ত ড. মুহম্মদ জাফর ইকবাল৷ছবি: DW/Mamun

বইমেলায় বেশ কয়েকটি স্বনামধন্য প্রকাশকের পাশাপাশি সাধারণ প্রকাশনীও মুক্তিযুদ্ধ বিষয়ক বই মেলায় এনেছে৷ জেলা ভিত্তিক মুক্তিযুদ্ধের বইও আছে মেলায়৷ আছে মুক্তিযুদ্ধের ব্যক্তিগত অভিজ্ঞতার বই৷

পাঠকরা মনে করেন মুক্তিযুদ্ধের বই বেশী বেশী প্রকাশ হওয়া শুভ লক্ষণ৷ কেউ কেউ নিজের মত করে ইতিহাস লেখার চেষ্টা করলেও সমস্যা নেই৷ কারণ এর মধ্য দিয়েই বেরিয়ে আসবে প্রকৃত ইতিহাস৷

মেলায় আসা প্রবীণ আইনজ্ঞ এম জহির মনে করেন নবীন প্রজন্মকে বেশী করে মুক্তিযুদ্ধের বই পড়তে হবে৷ আর লেখকদের লিখতে হবে নিরপেক্ষ অবস্থান থেকে৷

এবারের মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক একটি ব্যতিক্রমী পুস্তিকা এনেছে প্রতীতি প্রকাশনী৷ ড. মুহম্মদ জাফর ইকবালের এই পুস্তিকাটি ইতিহাস চর্চার সিঁড়ি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা৷

ডয়চে ভেলের ষ্টল

বইমেলায় ডয়চে ভেলের ষ্টলে ভীড় লেগেই আছে৷ স্যুভেনীর, টি শার্ট, ক্যাপ, আর কোট পিনসহ বাহারী সব উপকরণ ডয়চে ভেলে'র ষ্টলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে কয়েকগুন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ