যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স প্রকাশিত প্রথম কমিক্স বইটি নিলামে ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে৷
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স প্রকাশিত প্রথম কমিক্স বইটি নিলামে ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে বলে হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে৷
অকশন হাউজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জাস্টার বলেন, ‘‘এটি ঐতিহাসিক কমিক বাইয়ের ঐতিহাসিক কপি, যা ১৯৩৯ সালে ‘টাইমলি কমিক্স' প্রকাশ করেছিল, পরে যা ‘মার্ভেল' হয়ে ওঠে৷
‘‘প্রশ্নাতীতভাবে এটি সব মার্ভেল কমিক্সের দাদা, যা ছাড়া আজ আমরা আমাদের কমিক্স এবং ফিচার ফিল্মগুলোর চরিত্র এবং গল্প উপভোগ করি না৷''
মার্ভেল কমিক্সের প্রথম সংখ্যাটি ১৯৩৯ সালে সে সময় খুব ভালো দর, অর্থাৎ, ১০ সেন্টে বিক্রি হয়েছিল; বৃহস্পতিবারের নিলামে যা ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়৷
চিত্রনাট্যকার স্টান লি'র পরিচালনায় ১৯৬০-এর দশকে মার্ভেল এমন সুপারহিরো তৈরি করেছিল, যা আজ আইকনিক হয়ে উঠেছে এবং চলচ্চিত্রে সেসব চরিত্র গ্রহণ করায় বিশ্বব্যাপী তা বক্স অফিস জয় করে৷
‘অ্যামেজিং ফ্যান্টাসি # ১৫', যেখানে স্পাইডারম্যান প্রথম প্রদর্শিত হয়েছিল৷ এটি নিলামে মার্ভেল কমিকের পিছে পড়ে দ্বিতীয় সর্বোচ্চ, অর্থাৎ, ২০১১ সালে ১১ লাখ ডলারে বিক্রি হয়েছিল৷
ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কমিক বইটি ১৯৩৮ সালে প্রকাশিত ‘অ্যাকশন কমিক্স'-এর প্রথম সংখ্যা৷ এই সংখ্যায় সুপারম্যানের আত্মপ্রকাশ ঘটে এবং যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়৷ ২০১৪ সালে এটি ৩২ লাখ ডলারে বিক্রি হয়েছিল৷
প্রকাশনা সংস্থা মারভেল কমিক্স থেকে স্পাইডারম্যান, এক্স-ম্যান এবং দ্য অ্যাভেনজারসের মতো বই প্রকাশিত হয়েছে৷
এসআই/এসিবি (এএফপি)
কমিক বলতে শুধু ব্যাটম্যান বা ডোনাল্ড ডাক বোঝায় না
‘কমিক কন’ ফেস্টিভালের শুরু মার্কিন মুলুকে৷ তার ঢেউ এসে লেগেছে জার্মানিতে৷ জুন মাসের ২৫-২৬ তারিখে অনুষ্ঠিত হলো জার্মানির প্রথম কমিক কন, স্টুটগার্টে৷ এসেছিলেন পঞ্চাশ হাজার কমিক ফ্যান৷
ছবি: picture-alliance/dpa
ব্যাক টু দ্য রুটস
জার্মান ছড়া-লিখিয়ে ভিলহেল্ম বুশকে কমিক চিত্রণের আদিপুরুষ বলা হয়ে থাকে৷ নিউ ইয়র্কের প্রথম কমিক চিত্রকররা, এমনকি স্বয়ং ওয়াল্ট ডিজনি বুশকে গুরু বলে মনে করতেন৷ বিশেষ করে বুশের লিখিত ও চিত্রিত দুই পাজি ছেলের কাহিনি জার্মান শিশুসাহিত্যে আজও অমর – ম্যাক্স ও মরিটৎস৷
কমিকের আবির্ভাব সংবাদপত্রে
বিংশ শতাব্দীর সূচনায় কাগজের দাম পড়ায় আর মুদ্রণ প্রক্রিয়ার ব্যাপক উন্নতি ঘটায় সংবাদপত্রের কাটতি বাড়তে থাকে; সেই সঙ্গে বাড়তে থাকে পত্রিকাগুলির মধ্যে প্রতিযোগিতা৷ পাঠকদের মন জয় করার প্রচেষ্টায় একটি বড় হাতিয়ার ছিল কমিক৷ এমনকি পত্রিকার সাফল্য-অসাফল্য নির্ভর করতো তার কমিক সাপ্লিমেন্টের ওপর৷
ছবি: Privatsammlung/Schirn Kunsthalle Frankfurt
সুপারম্যান
আদি সুপারম্যানের দুই স্রষ্টা হলেন জেরি সিগেল ও জো শুস্টার৷ ১৯৩৩ সালে ১৪ বছরের এই দুই কিশোর ‘কাল-এল’ নামের চরিত্রটি সৃষ্টি করেন, হিব্রু ভাষায় যার অর্থ হলো ‘ঈশ্বরের কণ্ঠ’৷ প্রকাশক পেতে পেতে পাঁচ বছর গড়িয়ে যায়৷ অবশেষে ১৯৩৮ সালে ডিসি কমিকস প্রথম সুপারম্যান কমিকটি প্রকাশ করে তাদের ‘অ্যাকশন কমিকস’ সিরিজে৷ ২০১৪ সালের একটি নিলেমে সেই প্রথম এডিশনের দাম উঠেছিল ৩২ লাখ ডলার বা ২৪ লাখ ইউরো৷
ছবি: picture-alliance/dpa
দ্বিতীয় বিশ্বযুদ্ধেও হাজির ছিলেন সুপারম্যান!
সুপারহিরোদের কাজই হলো ‘ব্যাড গাই’, মানে গুণ্ডা-বদমায়েশদের সঙ্গে লড়াই করা৷ সুপারম্যানের সতীর্থ জুটতে বেশি সময় লাগেনি, বাজারে এসে পড়েছেন ব্যাটম্যান, ক্যাপ্টেন অ্যামেরিকা, ওয়ান্ডারউওমান, দ্য ফ্ল্যাশ ও আরো অনেকে৷ তাদের সকলেই মার্কিন সৈন্যদের পকেটে করে ইউরোপের রণাঙ্গণেও পৌঁছেছেন ও সেই হিসেবে অ্যাডল্ফ হিটলারের সঙ্গে যুদ্ধ করেছেন৷
ছবি: Getty Images/Hulton Archives
ডোনাল্ড ডাক
সুপারহিরো না হলেও, কমিকের ইতিহাসে এই হাঁসটির জনপ্রিয়তা অন্য যে কোনো চরিত্রের চেয়ে বেশি৷ওয়াল্ট ডিজনি কমিকস ডোনাল্ড ডাককে বাজারে আনে ১৯৪৩ সালে৷ তার পরের বিশ বছর ধরে চিত্রণশিল্পী কার্ল বার্কস মাসের পর মাস ডিজনি কমিকসের অলঙ্করণ করে গেছেন৷
ছবি: imago/United Archives
ইউরোপই বা কম যায় কিসে?
অ্যাস্টেরিক্স আর ওবেলিক্সের কথা ভাবুন৷ তাদের স্রষ্টা হলেন দুই ফরাসি শিল্পী রেনে গসিন্নি ও আলবের উদ্যার্জো (ছবিতে যাকে দেখা যাচ্ছে)৷ অ্যাস্টেরিক্সের সৃষ্টি ১৯৫৯ সালে – সে-যাবৎ ৩৬টি অ্যাস্টেরিক্স কমিক প্রকাশিত হয়েছে৷
ছবি: DPA
টিনটিন
বেলজিয়ামের চিত্রণশিল্পী এর্জ ১৯২৯ সালে এই ভ্রাম্যমান রিপোর্টারটিকে সৃষ্টি করেন৷ তারপর টিনটিন ও তাঁর কুকুর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন, তাদের নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা ২৮টি কমিকে লিপিবদ্ধ করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
লাকি লিউক
বেলজিয়ামের এক কাউবয় যে বিশ্বজোড়া নাম করবে, তা কে ভাবতে পেরেছিল৷ সারাক্ষণ ঠোঁটের কোণে সিগারেট ঝোলানো এই মানুষটিকে প্রথম দেখা যায় ‘স্পিরু’ ম্যাগাজিনে, ১৯৪৬ সালে৷ লাকি লিউকের স্রষ্টা হলেন মরিস নামের এক চিত্রণশিল্পী৷ প্রথম লাকি লিউক কমিক বেরোয় ১৯৪৯ সালে৷ লাকি লিউককে নিয়ে ফিল্মও তৈরি হয়েছে – ছবিতে লাকি লিউকের ভূমিকায় অভিনয় করেছেন টেরেন্স হিল৷
ছবি: picture alliance/United Archives/IFTN
গ্র্যাফিক নভেল
গ্র্যাফিক নভেল বলতে বোঝায় একটি চিত্রিত উপন্যাস বা চিত্রে বর্ণিত উপন্যাস৷ এগুলি বই হিসেবেই প্রকাশিত হয় ও বই হিসেবেই বিবেচিত হয়, যার প্রমাণ, ১৯৮৬ সালে মার্কিন চিত্রণশিল্পী আর্ট স্পিগেলম্যানের ‘মাউস’ বা ‘ইঁদুর’ নামধারী গ্র্যাফিক নভেলটি বেস্টসেলার লিস্টে স্থান পায়, এমনকি ১৯৯২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করে৷ ‘মাউস’ বইটিতে স্পিগেলম্যানের বাবার কাহিনি বর্ণনা করা হয়েছে, যিনি হলোকস্ট থেকে প্রাণে বেঁচে যান৷