1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বই বাড়ছে, মান বাড়ছে না'

সমীর কুমার দে ঢাকা
৩০ জানুয়ারি ২০১৮

শুরু হচ্ছে বইমেলা৷ বাংলা একাডেমীর এ আয়োজনে অমর একুশে বইমেলার পরিসর দিন দিন বাড়ছে৷ বাড়ছে বইও৷ বিক্রিও বাড়ছে৷ কিন্তু অন্যপ্রকাশ প্রকাশনীর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মনে করেন, বইয়ের মান ততটা বাড়ছে না৷

ছবি: DW/M. Mamun

ডয়চে ভেলে: সামনেই বইমেলা৷ আপনাদের প্রস্তুতি কেমন?

মাজহারুল ইসলাম: আমাদের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে৷ এখন তো মেলা অনেক বড় পরিসরে হয়৷ সোহরাওয়ার্দি উদ্যানে হচ্ছে গত চার বছর ধরে৷ এবার তো স্টলের আকারও বড় হচ্ছে৷ এ সব কারণে পরিসর বড় হচ্ছে, আর আমাদের প্রস্তুতিও খারাপ না, বেশ ভালো৷

ভালো বই প্রকাশে চ্যালেঞ্জ কী?

ভালো বই প্রকাশের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হলো ভালো পাণ্ডুলিপি৷ ভালো পাণ্ডুলিপির একটা সংকট আছে৷ দ্বিতীয় সমস্যা হলো ওই পাণ্ডুলিপিটা সু-সম্পাদিতভাবে প্রকাশ করা৷ আসলে এই বইগুলো সম্পাদনার জন্য যে সম্পাদক প্রয়োজন, সেটা পাওয়া যায় না৷ আবার অধিকাংশ প্রকাশনা সংস্থারই নিজস্ব সম্পাদনা বিভাগ নেই৷ কেন নেই সেটা আবার এক বিরাট আলোচনার বিষয়৷ সে প্রসঙ্গে যাবো না৷ আপাতত ভালো পাণ্ডুলিপি ও সু-সম্পাদিতভাবে প্রকাশ করাই বড় চ্যালেঞ্জ৷

বই বিক্রি তো বাড়ছে, বইয়ের মান কি বাড়ছে?

না, বইয়ের মান সেভাবে বাড়ছে না৷ গতবছর বই মেলায় ৪১০০-র মতো বই বের হয়েছে৷ এর মধ্যে ৫ শতাংশও মানসম্পন্ন বই ছিল সেটা বলা যাবে না৷ আবার সেখানেই যেতে হয় – ভালো পাণ্ডুলিপি ও সু-সম্পাদিতভাবে প্রকাশ করা হচ্ছে না৷ অনেক লেখক নিজের ইচ্ছাতে পাণ্ডুলিপিটা ভালো করে পড়ে দিচ্ছেন, সেটাই প্রকাশ হচ্ছে৷ এখনো প্রকাশকদের মধ্যে একটা অংশের পেশাদারিত্ব সেভাবে গড়ে উঠেনি৷ এর সঙ্গে আর্থিক বিষয়ও জড়িত৷ এই সেক্টরটা এখনো বেশ অবহেলিত৷

বইমেলা কি লাভজনক হয়?

বইমেলা অবশ্যই লাভজনক৷ আমাদের দেশের লেখক-প্রকাশকরা এই বইমেলার জন্য অপেক্ষা করে থাকেন৷ সারা বছর কোনো বই প্রকাশ হচ্ছে না, বইমেলা ঘিরেই সব বই প্রকাশ হয়৷ এটা এখন আর বইমেলা নয়, এটা বাঙালির চেতনার একটি মেলা, এটা একটা মিলনমেলা৷ এটা আমাদের সংস্কৃতির একটা উৎসব৷ বিশ্বে কিন্তু কোথাও এক মাস ধরে বইমেলা হয় না৷

কোন ধরনের বই বেশি বিক্রি হয়?

সারা বিশ্বেই যেমন সবচেয়ে বেশি চলে উপন্যাস, এখানেও তাই৷ এর বাইরে গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমন কাহিনি এগুলো চলে৷

আপনি বলছিলেন, প্রকাশকরা বইমেলার অপেক্ষায় থাকেন? কিন্তু বই তো সারা বছর পড়ার বিষয়?

এর পেছনে অনেকগুলো কারণ আছে৷ আমাদের পাঠকরাও এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন৷ তাঁরাও বইমেলার জন্য অপেক্ষা করেন৷ এছাড়া মেলার বাইরে বই প্রকাশ হলে পাঠকদের কাছে পরিচিত করা যায় না৷ মেলাতে একটা বই এলে যেভাবে প্রচার হয়, অন্য সময় সেভাবে প্রচার হয় না৷ আর লেখক বা প্রকাশক যদি নিজের উদ্যোগে প্রচার চালাতে চায়, সেটাও কঠিন৷ কারণ পত্রিকার বিজ্ঞাপনের যে ব্যয় সেটা দেয়াও খুব কঠিন৷ সবকিছু মিলিয়েই এটা মেলাকেন্দ্রিক হয়ে গেছে৷

‘যেভাবে হুমায়ূন আহমেদকে স্মরণ করা উচিত ছিল, সেভাবে স্মরণ করা হয়নি’

This browser does not support the audio element.

 দেশে হুমায়ূন আহমেদ, শামসুর রাহমানের মতো লেখক আসছে না কেন?

দেশে আর হুমায়ূন আহমেদ আসবে না৷ অন্য একজন লেখক আসবেন, তিনি তাঁর মতো করে৷ যেমন আমরা আরেকজন রবীন্দ্রনাথ পাইনি৷ সেটা সম্ভবও না৷ হয়ত ভালো লেখক আসবেন৷ তিনি নিজের মতো করেই জায়গা করে নেবেন৷

আমরা জানি হুমায়ূন আহমেদের অধিকাংশ বই আপনি বের করেছন৷ এবার হুমায়ূন আহমেদকে নিয়ে কোনো নতুন বই আসছে?

হুমায়ুন আহমেদের নতুন বই আসার তো আর কোনো সম্ভাবনা নেই৷ উনাকে ঘিরে প্রতি বছরই কিছু বই বেরুচ্ছে৷ আগামীতেও বের হবে৷ আমরা উনার সংকলন বের করছি৷ উনি বেঁচে থাকতে এটা শুরু হয়েছিল৷ প্রতিবছরই একটা বা দুই খণ্ড রচনাবলী বের হয়৷ এবারও দুই খণ্ড রচনাবলী বের হচ্ছে৷ আর হুমায়ূনকে ঘিরে তো ৩/৪ শ' বই বের হয়েছে৷ এবারও সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই কিছু বই বাজারে আসবে৷

বইমেলা ও হুমায়ূন আহমেদ ওতপ্রোতভাবে জড়িত৷ বইমেলার সময় কীভাবে তাঁকে স্মরণে রাখা যায়?

এই বইমেলাকে পাঠকপ্রিয় করা, মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করার পেছনে হুমায়ূন আহমেদের একটা বড় ভূমিকা তো আছেই৷ দুঃখজনক হলো, হুমায়ূন আহমেদ যে বছর না ফেরার দেশে চলে গেলেন, সেবছরও তাঁকে দায়সারাভাবে স্মরণ করা হয়েছে৷ যেভাবে তাঁকে স্মরণ করা উচিত ছিল, সেভাবে স্মরণ করা হয়নি৷ ২০১২ সালে তিনি চলে যান৷ ওই বছর থেকেই লেখক ও প্রকাশকদের পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছিল যে, বাংলা একাডেমীর সামনের রাস্তা (দোয়েল চত্ত্বর থেকে টিএসসি পর্যন্ত) তাঁর নামে নামকরণ করা হোক৷ বিশ্বে বহু দেশে নামকরা লেখকদের নামে রাস্তার নাম হয়েছে৷ বাংলাদেশেও হয়েছে৷ অথচ কী কারণে যেন হুমায়ূন আহমেদের নামে এটা হচ্ছে না৷ এটা করা যাঁদের দায়িত্ব, তাঁরাও সেটা করছেন না৷ 

বইমেলা ঘিরে উগ্রবাদীদের এক ধরনের তৎপরতা আমরা কয়েক বছর ধরে দেখছি, এর কারণ কী?

এটার কারণ বিশ্লেষণ তো আসলে কঠিন৷ তবে এটা বলা যায়, উগ্রবাদীরা সারা বিশ্ব জুড়েই তো তাণ্ডব ছড়ানো, উচ্ছৃঙ্খলতা দেখানো, এ সব করছে৷ তবে গত দুই বছর তেমন কিছু ঘটেনি৷ বিশেষ করে পুলিশের তৎপরতায় গত বছর খুব ভালোভাবে বইমেলা শেষ হয়েছে৷ আর উগ্রবাদীদের এই তৎপরতাও কিন্তু কমে আসছে৷ আমি আশা করছি, এবারের মেলাটাও সুন্দর ও সু-শৃঙ্খলভাবে হবে৷

দেশে ভালো বই, ভালো লেখকের সম্ভাবনা কতটুকু?

অনেকেই লিখছে৷ বিশেষ করে তরুণরা ভালো লিখছে৷ আমরা আশা করছি, সামনের দিনে আমরা ভালো কিছু লেখক পাবো৷

বইমেলায় যে বই আসে, তাতে লেখকদের স্বাধীনতা কতটুকু থাকে?

আমাদের দেশে লেখকরা তো পুরো স্বাধীনতাই ভোগ করেন৷ কোনো বই তো আর সেন্সর করে প্রকাশ হয় না৷ ফলে তাঁরা যেটা লিখছেন, সেটাই প্রকাশ হচ্ছে৷

বই প্রকাশনায় সরকারের সহায়তা কেমন?

এই যে দেখেন চার হাজার বই প্রকাশ হচ্ছে৷ এর মধ্যে হাতে গোনা দু-একজন ছাড়া অধিকাংশ লেখকের বই সেভাবে প্রচার হচ্ছে না৷ ফলে বইগুলো সেভাবে বিক্রি হয় না৷ প্রকাশকরা তাঁদের গোডাউনে ভর্তি করে রাখেন৷ এগুলো আর আলোর মুখ দেখে না৷ এতে প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বইগুলো পাঠকের কাছে যাচ্ছে না৷ দেখেন, আমাদের পাশেই কলকাতায় একটা বড় বই মেলা হয়৷ সেখানে যে বই প্রকাশ হয়, তার বড় একটা অংশ সরকার কিনে নিয়ে স্কুল, কলেজ এবং পাবলিক পাঠাগারগুলোতে পাঠায়৷ সেখানে সাধারণ মানুষ বইগুলো পড়ার সুযোগ পাচ্ছেন৷ এই সেক্টরে সরকারের একটা প্রণোদনা থাকা উচিত৷ আগে যেটা বলছিলাম, একজন প্রকাশক কেন একজন সম্পাদক রাখতে পারবেন না? কারণ সে নিজেই তো স্বচ্ছল না৷ কারণ, বই বিক্রি করে সারা বছরের খরচের টাকা আসছে না৷ এখন অনেক শিক্ষিত তরুণ এই পেশায় আসছেন এবং ভালো বই তাঁরা বের করছেন৷

গত বছর স্টল ছিল কতটা, আর নতুন বই এসেছিল কত?

গত বছর নতুন বই ছিল ৪ হাজার ১০০৷ আর প্রকাশকদের স্টল ছিল সাড়ে ৩শ'র মতো৷ এর বাইরে মিডিয়া, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের স্টলও থাকে৷

এবারের বইমেলা ঘিরে আপনার স্বপ্ন কী?

আমরা আশা করছি, এবারের বইমেলা ভালো হবে৷ কারণ এবার দেশের রাজনৈতিক অবস্থা অনেকটাই স্থিতিশীল৷ আমি আশা করছি, অত্যন্ত সফল একটি মেলা এবার হবে৷

এ সাক্ষাৎকারটি প্রসঙ্গে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ