1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বই মেলায় শিশু প্রহর

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ ফেব্রুয়ারি ২০০৯

প্রতিদিনই বাবা মার সাথে শিশুরা মেলায় আসে, বইয়ের জন্য বায়নাও ধরে৷ বাবা মা পছন্দের বই তুলে দেন তাদের হাতে৷ কিন্তু মেলায় শিশুদের জন্য শুকবার বিশেষ প্রহরের চিত্র ছিল অন্যরকম৷

অমর একুশে বইমেলায় শিশুদের সরব উপস্থিতিছবি: DW / Harun-ur-Rashid Swapan

এই সময় শিশুরাই যেন মুল ক্রেতা, রঙচঙা হরেক বই থেকে তাদের চোখ যেন আর উঠতেই চায় না৷

অমর একুশে বইমেলার শুক্রবারের সকল আয়োজন ছিলো শিশুদের নিয়ে৷ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পুরোটা সময় জুড়ে ছিলো শিশুদের মুখরতা৷ বই কেনা আর বাবা মার কাছে বায়নায় ভরপুর৷ শিশুদের নিয়ে প্রকাশিত বইগুলো বিক্রিও হয়েছে বেশী৷

সাথে আসা বাবা মাও আনন্দিত শিশুদের জন্য আলাদা করে প্রহর বেছে দেয়ায়৷ তবে প্রতিবারের মতো শিশু কর্ণার না থাকায় ক্ষোভও আছে অনেকের কণ্ঠে৷

মেলায় বড়দের পাশাপাশি ছোটদের বই যেমন আছে তেমনি আছে শিশু প্রকাশকও৷ তারাও মেলা নিয়ে উচ্ছ্বসিত৷ মেলায় আসা বইয়ের মধ্যে শিশুদের বইয়ের সংখ্যাও অনেক৷ নামকরা লেখকদের পাশাপাশি তরুণরাও লিখছেন শিশুদের জন্য৷ অন্যদের মতো লেখক মুহাম্মদ জাফর ইকবালও মনে করেন বইমেলার আয়োজনের অনেকটাই হওয়া উচিত শিশুদের জন্য৷ তিনি ডয়চে ভেলেকে জানান, শিশুদের জন্য আরো লেখা উচিত৷ লেখকদের উচিত শিশুদের জন্য আলাদাভাবে চিন্তা করা৷

আর বই মেলার প্রথম শুক্রবার হওয়ার কারনে শিশু প্রহর শেষ হওয়ার পর পরই মেলায় নামে সব শ্রেনীর মানুষের ঢল৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ