1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বকেয়া বেতন আদায়

Sanjiv Burman১০ নভেম্বর ২০১৩

মেসি, রোনাল্ডো, বেল – এমন সব ফুটবল তারকাদের মূল্য কোটি কোটি ডলার৷ নামি ক্লাবগুলি এই অর্থের বিনিময়ে তাদের সঙ্গে চুক্তি করে থাকে৷ কিন্তু সব ফুটবল খেলোয়াড়দের সেই সৌভাগ্য হয় না৷ এমনকি প্রতিশ্রুতি অনুযায়ী বেতনও পান না অনেকে৷

ছবি: picture-alliance/dpa

ফুটবলারদের আন্তর্জাতিক ইউনিয়ন ‘ফিফপ্রো' বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে৷ তাদের সূত্র অনুযায়ী, খেলোয়াড়দের প্রাপ্য অর্থ না দেয়া ফুটবল জগতে এটা একটা বড় সমস্যা৷ ‘এক্সপার্ট' নামের বিশেষজ্ঞদের এক দল ফুটবল খেলোয়াড়দের বর্তমান ট্রান্সফার সিস্টেমে রদবদল আনতে চায়৷ এই মর্মে যে সব প্রস্তাব জমা পড়েছে, সেগুলি বিবেচনা করছেন দলের সদস্যরা৷

আন্তর্জাতিক ফুটবল সংগঠন ফিফা সম্প্রতি ফুটবলারদের প্রাপ্য অর্থ নিয়ে বিরোধ মেটাতে তাদের নিজস্ব ‘আর্বিট্রেশন কমিটি'-র কার্যক্ষমতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে ‘ফিফপ্রো'৷ কিন্তু তাদের মতে, সেই সব বিরোধ মেটাতে দীর্ঘ সময় লাগে৷ ন্যায্য বেতন পেতে খেলোয়াড়দের পক্ষে এতদিন অপেক্ষা করা কঠিন হয়৷

গোটা বিশ্বেই এমন সমস্যা দেখা গেলেও কয়েকটি দেশকে বিশেষভাবে চিহ্নিত করেছে ফুটবলারদের ট্রেড ইউনিয়ন৷ সাইপ্রাস, গ্রিস ও তুরস্কের পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের বিশেষভাবে সতর্ক করে দেয়া হয়েছে৷ বলা হয়েছে, এই সব দেশের ক্লাবগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হলে বেতন না পাওয়ার ঝুঁকি খুবই বেশি৷ পূর্ব ইউরোপের পরিস্থিতিও ভালো নয়৷ গত বছর ‘ফিফপ্রো' একটি কালো তালিকা প্রকাশ করেছিল, যাতে এই সব দেশে ফুটবলারদের বকেয়া বেতনের ঘটনা নথিভুক্ত করা হয়েছিল৷

বর্তমানে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলাপ-আলোচনার পর ডিসেম্বর মাসে একটি প্রস্তাবমালা চূড়ান্ত করবে ‘ফিফপ্রো'৷ তারপর সেটি আনুষ্ঠানিকভাবে ফিফা-র হাতে তুলে দেয়া হবে৷ ফুটবলারদের বেতন নিশ্চিত করতে ফিফা-র কর্মকর্তারা কতটা উদ্যোগী হন, তা দেখার জন্য অপেক্ষা করছে ফুটবল জগত৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ