1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কটূক্তির অভিযোগে কার্টুনিস্ট, লেখক গ্রেপ্তার

৬ মে ২০২০

সামাজিক মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও ত্রাণ বিতরণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে ব়্যাব৷

প্রতীকী ছবিছবি: Reuters/M. Ponir Hossain

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ব়্যাবের দায়ের করা মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে৷ তাদের রিমান্ডের কোনো আবেদন নেই বলেও জানান তিনি৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, কিশোরকে কাকরাইল এবং মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করে ব়্যাব৷ এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়৷

রমনা থানার পরিদির্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল আইনে মামলা করেছেন৷ সেখানে মোট ১১ জনকে আসামি করা হয়৷

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘‘তারা দুজন (কিশোর ও মুশতাক) সামাজিক মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছিলেন৷ বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে৷’’

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০১৯ সালের ছবিঘরটি দেখুন.. 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ