1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় শোক দিবস

১৫ আগস্ট ২০১২

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী৷ জাতীয় শোক দিবস৷ শোক দিবসে সর্বস্তরের মানুষ বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ছয় জন ঘাতককে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছেন৷

ছবি: AP

১৯৭৫ সালের ১৫ই আগস্ট৷ ঐ দিন ভোর রাতে ঘতকরা সপরিবারে হত্যা করে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ এমনকি তাঁর শিশুপুত্র শেখ রাসেলকেও তারা রেহাই দেয়নি৷ ধানমন্ডির ৩২ নম্বরে সেই কাল রাতের সাক্ষী বঙ্গবন্ধুর আবাসিক সহকারী মোহিতুল ইসলাম৷ আজও সেদিনের সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা তিনি ভুলতে পারেন নি৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকীতে সবার উপলব্ধি যে তাঁকে হত্যার মধ্যে দিয়ে বঙালি জাতিকে পিছিয়ে দেয়া হয়েছে৷ স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র হয়েছে৷ যেমন বললেন শিল্পী ফকির আলমগির আর মানবাধিকার কমিশনের চেয়ারম্যারন ড. মিজানুর রহমান৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকীতে সবার উপলব্ধি যে তাঁকে হত্যার মধ্যে দিয়ে বঙালি জাতিকে পিছিয়ে দেয়া হয়েছেছবি: DW

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সব শ্রেণির মানুষ তাই একটাই দাবি তুলেছেন৷ সবার দাবি, বঙ্গবন্ধুর পলাতক ছয় ঘাতককে বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক৷

সাধারণ মানুষের এই দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেন স্থানীয় সরকার মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷ তিনি বলেন, পাঁচ জনের ফাঁসি কার্যকর হয়েছে ইতিমধ্যে৷ আর বাকি ছয় জনও রেহাই পাবেনা৷

১৫ই আগস্টের সেই রাতে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান৷ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন দেশের প্রধানমন্ত্রী৷ ভোরে জাতীয় শোক দিবসে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন৷ এরপর তিনি যান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে৷

জাতি আজ শ্রদ্ধা ভালোবাসা আর গভীর কষ্ট বুকে নিয়ে পালন করছে জাতির জনকের শাহাদত বার্ষিকী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ