1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর হবে ৪ দিনের মধ্যে

২৭ জানুয়ারি ২০১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারগারে আটক পাঁচ আসামির আপিলের রায় রিভিউ’এর আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্টের বিশেষ বেঞ্চ৷

ছবি: DW/Daud Haider

প্রধান বিচারপতি মো.তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বুধবার সকাল ৯টা ২৫মিনিটে এই আদেশ দেন৷ এর ফলে কারাগারে আটক আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আর কোন বাধা থাকল না৷

১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলার রায় হওয়ার পর ৩রা জানুয়ারি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে যায় আসামিদের মৃত্যু পরোয়ানা৷ তারপরও পর প্রক্রিয়াগত কারণেই আটকে ছিল রায় কার্যকর করা৷ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা প্রত্যাখ্যাত হওয়ায় রিভিউ পিটিশনের ফলাফলের জন্য শেষ সময়ে আরো একটু দীর্ঘ হয় প্রতীক্ষার পালা৷ টানা তিনদিন শুনানি শেষে বুধবার সকালে নির্ধারিত সময়েই আদালতে আসেন প্রধান বিচারপতিসহ অন্য বিচারপতিরা৷ এর আগেই উপস্থিত হন দুইপক্ষের আইনজীবী আর উৎসুক মানুষ৷ সকল উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আপিল বিভাগের রায় বহাল রেখে রিভিউ খারিজের আদেশ দেন প্রধান বিচারপতি৷

পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য আদেশ দিয়েছেন৷

এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, এই আসামিদের ফাঁসি কার্যকর করার পাশাপাশি যারা পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে আনতেও সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে৷ তিনি জানান, আইন আনুযায়ী আগামী ৩১শে জানুয়ারি মধ্যে কারাগারে আটক আসামিদের ফাঁসির রায় কার্যকর করতে হবে৷ কারাগারে আটক ৫ জন হলেন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, মহিউদ্দিন আহমেদ, এ কে এম মহিউদ্দিন এবং বজলুল হুদা৷ মৃত্যুদন্ডপ্রাপ্ত ৭ জন আসামি পলাতক রয়েছেন৷

রিভিউ খারিজ হওয়ায় আশাহত হয়েছেন বলে জানালেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ