1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর ঘাতকদের ফাঁসি কার্যকর হওয়ায় প্রাথমিক প্রতিক্রিয়া

২৮ জানুয়ারি ২০১০

ফাঁসি কার্যকর হওয়ার পর মামলার বাদি মোহিতুল ইসলাম তাঁর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান যে, দেশবাসীর সঙ্গে তিনিও আনন্দিত৷

বাবার ঘাতকদের ফাঁসি হওয়ায় আনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Picture-alliance/dpa

মোহিতুল ইসলাম বলেন, ‘‘শুধু আমার প্রত্যাশা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে৷ এবার এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে৷ গণতন্ত্রের পথ সুগম হবে৷ এবং যিনি এ দেশে একটা সুন্দর পতাকা উপহার দিয়ে গেছেন, তাঁকে এবং তাঁর পরিবারের হত্যাকারীদের ফাঁসি হওয়ায় আমি খুশি৷ জাতি আংশিক কলঙ্ক মুক্ত হয়েছে৷ তবে যে হত্যাকারীরা বিদেশে পালিয়ে আছে, তাদেরকে এনে রায় কার্যকর করার পরেই আমি মনে করি এ কলঙ্কের পূর্ণাঙ্গ মোচন হবে৷

ফাঁসি কার্যকরের পর ঢাকার সর্বশেষ পরিস্থিতি

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার খবরে রাজধানী ঢাকার মানুষ সেই গভীর রাতেই মিরপুর ও পুরোনো ঢাকায় মিছিল বের করে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা৷ আনন্দ মিছিল বের হয় বঙ্গবন্ধু শেখ মুজিব হল থেকেও৷ এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন৷ ওদিকে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার এক ঘন্টার মধ্যেই হত্যাকারীদের লাশ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে যার যার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় বলে খবর৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়