1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর জন্মদিনে সঠিক ইতিহাস চর্চার কথা বললেন হাসিনা

১৭ মার্চ ২০১১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে বৃহস্পতিবার৷ জন্মদিনে বঙ্গবন্ধুকন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়াশুনার ব্যবস্থা কররার কথা বলেছেন৷

শেখ হাসিনাছবি: Picture-alliance/dpa

এদিকে, ভিন্ন এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত জন এফ মরিয়ার্টি বলেছেন,নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস তাঁর কাজের জন্য সারা বিশ্বে সম্মানিত৷ তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ সারকারের সঙ্গে ইউনুসের একটি সম্মানজনক সমঝোতা৷

বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হচ্ছে জাতীয় পর্যায়ে৷ এই দিনটি জাতীয় শিশু দিবস ও সরকারি ছুটি৷ আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব শ্রেনীর মানুষ৷ ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ঢল নামে মানুষের৷ এইদিনে শিশু কিশোর সমাবেশে প্রথানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি ট্রাস্ট গঠন করে গরীব ছেলে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা খরচে শিক্ষার ব্যবস্থা করা হবে৷আর তাদের জানানো হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস৷

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যে যতই সমালোচনা হোকনা কেন তাঁদের সরকারের মেয়াদকালের মধ্যেই যুদ্ধাপরাধের বিচার শেষ হবে৷

এদিকে ঢাকায় এক শিক্ষা মেলায় মার্কিন রাষ্ট্রদূত জন এফ মরিয়ার্টি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস তাঁর কাজের জন্য সারা বিশ্বে সম্মানিত৷ তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে৷ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে৷ তাই স্বাভাবিক কারণেই মার্কিন সরকার ড. ইউনূসের জন্য উদ্বিগ্ন৷ তিনি বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ড. ইউনূসের একটি সম্মানজনক সমঝোতা আশা করেন তাঁরা৷

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের পর বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ