1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর পলাতক খুনি মাজেদ গ্রেপ্তার

৭ এপ্রিল ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির দণ্ড পেয়েছিলেন ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ৷ তবে এর আগেই থেকেই পলাতক ছিলেন তিনি৷

ছবি: picture-alliance/dpa

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আদালত তোলার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ 

এর আগে মঙ্গলবার ভোর তিনটার দিকে তাকে ঢাকার মিরপুরের সাড়ে ১১ থেকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট৷ ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে এই তথ্য জানিয়েছেন৷    

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক এ এম জুলফিকার হায়াত মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷ বুলেট প্রুফ পোশাক ও মাথায় হেলমেট পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়৷ তার পক্ষে কোন আইনজীবী দাঁড়াননি বলে জানা গেছে৷   

বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনিদের ছয় জন পলাতক ছিলেন৷ এর মধ্যে আবদুল মাজেদ ভারতে আছেন বলে সংবাদ প্রকাশ হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে৷ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি৷ হয়ত করোনার ভয়ে চলে এসেছে৷’’

বঙ্গবন্ধু হত্যা মামলায় ১২ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয় ২০০৯ সালে৷ এর মধ্যে সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের ২৭ জানুয়ারিতে কার্যকর হয়৷ বাকি সাত জনের মধ্যে ২০০২ সালে জিম্বাবোয়েতে পলাতক অবস্থায় মারা যান আসামি আজিজ পাশা৷

এখন পলাতক রয়েছেন খন্দকার আবদুর রশীদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন৷

এডিকে/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০১৭ সালের আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ