1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর ৫ ঘাতকের ফাঁসি কার্যকর

২৮ জানুয়ারি ২০১০

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মহিউদ্দিন আহমেদ ও বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান এবং এ কে এম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর করা হয়েছে৷

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানছবি: picture-alliance / dpa

বঙ্গবন্ধুর ৫ ঘাতকের ফাঁসি কার্যকর করা হয়েছে৷ বুধবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর হয়৷ তবে ফাঁসির ৭ আসামি এখনো পলাতক রয়েছে৷ নাশকতার আশংকায় দেশে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা৷

৭৫-এর ১৫ই আগস্টকালরাতে ঘাতকরা সপরিবারে হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ দীর্ঘ ৩৮ বছর দেশের মানুষ অপেক্ষায় থেকেছে এই হত্যার বিচারের৷ অবশেষে অবসান হলো সেই প্রতীক্ষার৷ একে একে ফাঁসিতে ঝুলানো হলো বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনীদের৷ এরা হলেন, কর্নেল ফারুক রহমান, মেজর বজলুল হুদা, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ আর্টিলারি, মহিউদ্দিন ল্যান্সার ও সুলতান শাহরিয়ার রশীদ খান৷

এদিকে ফাঁসি নির্বিঘ্ন করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারদিকে মোতায়েন ছিলো র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু সদস্য৷নিরাপত্তাকর্মীদের সজাগ দৃষ্টি ছিলো পথচারীসহ সবার দিকেই৷

বঙ্গবন্ধুর খুনিরাছবি: Harun ur Rashid Swapan

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ জন আসামি এখনও পলাতক৷ এরা হচ্ছেন খোন্দকার আব্দুর রশিদ, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, রিসালদার মুসলেহ উদ্দিন, ক্যাপ্টেন আব্দুল মাজেদ, রাশেদ চৌধুরি এবং আবুল হাশেম মৃধা৷ তাদের গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের পরোয়ানা রয়েছে৷

এক সময় বিচার চেয়ে লাঞ্ছিত হতে হলেও ৯৬’এ আওয়ামী লীগ শাসনামলে বঙ্গবন্ধুর ২০ খুনিকে আসামি করে মামলা দায়ের করেন বঙ্গবন্ধুর আবাসিক সহকারী মুহিতুল ইসলাম৷ এরপর মামলা চলে প্রায় ১৩ বছর৷ বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট ১২জনের মৃত্যুদণ্ড বহাল রাখে৷ এর মধ্যে কারগারে আটক পাঁচ আসামি আপিল করেন ওই রায়ের বিরুদ্ধে৷ আপিল খারিজ হলে তারা রায় পুনর্বিবেচনার আবেদন করেন৷ তাদের এই আবেদনও বুধবার খারিজ করে দেয় আদালত৷ তাদের ৪ জন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষাও চান৷ সে আবেদেনও প্রত্যাখ্যাত হয়েছে৷ আবেদন খারিজ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে তাদের ফাঁসি কার্যকর হল৷

বঙ্গবন্ধুর খুনিরাছবি: Harun ur Rashid Swapan

ফাঁসি কার্যকর হওয়ার পর মামলার বাদি মোহিতুল ইসলাম তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান ডয়চে ভেলেকে৷ তিনি বলেন, ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতি কলংকমুক্ত হল৷

এদিকে নাশকতার আশংকায় সারা দেশের আইন -শৃংখলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ