1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধু স্যাটেলাইট ওড়েনি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১১ মে ২০১৮

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ প্রথম দফায় উৎক্ষেপণ সম্ভব হয়নি৷ বৃহস্পতিবার রাতে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ বন্ধ হয়ে যায়৷ শুক্রবার আবারো উৎক্ষেপণের চেষ্টা করা হবে বলে ডয়চে ভেলেকে জানান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ৷

USA SpaceX Launch Bangabandhu-Satellit
ছবি: picture-alliance/AP Photo/SpaceX

কয়েক দফা সময় পিছানোর পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাত ৩টা ৪৭ মিনিটে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মহাকাশে উৎক্ষেপণের কথা ছিল৷ পরে সময় আরও ১৫ মিনিট বাড়িয়ে ৪টা ২ মিনিটে উৎক্ষেপণের কথা বলা হয়৷ তবে ৪টা ৭ মিনিটে উৎক্ষেপণের স্থগিতের কথা জানায় স্পেসএক্স৷ তারা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ১৪ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিট থেকে ২টা ২০ মিনিট) স্যাটেলাইটটি আবারও উৎক্ষেপণের চেষ্টা করবে৷

উৎক্ষেপণ স্থগিতের পর স্পেসএক্স এক টুইট বার্তায় বলেছে, ‘ভূমি থেকে উৎক্ষেপণ প্রক্রিয়া এক মিনিট আগে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় আজ থমকে যেতে হয়েছে৷ তবে রকেট এবং পেলোড ভালো অবস্থায় আছে৷ আগামীকাল আবারও উৎক্ষেপণের লক্ষ্যে একটি দল কাজ শুরু করেছে৷'

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘উৎক্ষেপণের শেষ মুহূর্তগুলো কম্পিউটার দ্বারা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়৷ হিসেবে যদি একটুও এদিক-সেদিক পাওয়া যায়, তাহলে কম্পিউটার উৎক্ষেপণ থেকে বিরত থাকে৷ আজ যেমন নির্ধারিত সময়ের ঠিক ৪২ সেকেন্ড আগে নিয়ন্ত্রণকারী কম্পিউটার উৎক্ষেপণের সিদ্ধান্ত থেকে সরে আসে৷ স্পেসএক্স সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে আগামীকাল (শুক্রবার) একই সময়ে আবারও আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী রকেটটি উৎক্ষেপণের চেষ্টা চালাবে৷ যেহেতু এই ধরনের বিষয়ে কোনো ঝুঁকি নেয়া যায় না, সেহেতু উৎক্ষেপণের মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করা খুবই সাধারণ বিষয়, চিন্তিত হওয়ার কিছু নেই৷'

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsajeeb.a.wazed%2Fposts%2F1229124573890630&width=500" width="500" height="271" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উৎক্ষেপণ স্থগিত হওয়ার পর ফ্লোরিডার আরলান্ডো থেকে ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, ‘‘স্পেসএক্স বলেছে লাস্ট মিনিটে ওদের কম্পিউটারাউজ সিস্টেম এটাকে স্টপ করেছে৷ ওরা এটা দেখছে এবং বালেছে আগামীকাল আবার চেষ্টা করা হবে৷''

Junaid Ahmed Palak - MP3-Stereo

This browser does not support the audio element.

এদিকে বাংলা ট্রিউবনের সাংবাদিক হিটলার এ হালিম উড্ডয়ন স্থগিত হওয়ার পর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার এলাকা থেকে টেলিফোনে সর্বশেষ পরিস্থিতি জানান ডয়চে ভেলেকে৷ তিনি বলেন, ‘‘উৎক্ষেপনের নতুন সময় জানা হলেও স্পেসএক্স বলেছে শতভাগ নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না৷ শেষ মুহূর্তে উড্ডয়ন সয়ংক্রিয়ভাবে স্থগিত হয়৷''

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এলন মাস্ক সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি দু'ঘণ্টা আগেই টের পেয়েছিলেন উৎক্ষেপণ সম্ভব হবে না৷ এ নিয়ে তখনই উদ্বেগও জানিয়েছিলেন তিনি৷ বলেছিলেন, ‘‘যে কোনো কিছুই ঘটে যেতে পারে, যা অপ্রত্যাশিত৷''

১১৯ দশমিক ১ ডিগ্রির অরবিটাল স্লটে (নিরক্ষরেখায়) উড়বে বাংলাদেশের নিজস্ব প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১৷ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের জন্য ইন্টারস্পুটনিকের কাছ থেকে ১৫ বছরের জন্য অরবিটাল স্লট বা নিরক্ষরেখা (১১৯ দশমিক ১ ডিগ্রি) লিজ নিয়েছে বাংলাদেশ৷ ২ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ে এ স্লট বরাদ্দ নেওয়া হয়েছে৷

Hitlar A Halim - MP3-Stereo

This browser does not support the audio element.

বঙ্গবন্ধু-১ এর মাধ্যমে টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে৷ প্রাকৃতিক দুর্যোগে টেরিস্টোরিয়াল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে, এই স্যাটেলাইটের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বহাল রাখা, পরিবেশ যোগাযোগ মাধ্যম হিসেবে ই-সেবা নিশ্চিত করবে৷

এখন দেশে প্রায় ৩০টি প্রাইভেট স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচারে আছে৷ এ সব চ্যানেল সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে৷ বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে এ সব স্যাটেলাইটের ভাড়া কমবে৷ আগে এ সব সেবার জন্য দেশের টেলিভিশন চ্যানেল কিংবা টোলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুর, হংকসহ বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইট ব্যবহার করতো৷ এখন এ সব সেবা নিশ্চিত করবে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১৷ ফ্রান্সের থেলিস এলনিয়া স্পেস এই স্যাটেলাইটটি তৈরি করেছে৷ ৩ দশমিক ৭ টন ওজনের স্যাটেলাইটটি ৩০ মার্চ ফ্লোরিডায় আনা হয়৷

আপনার কী মনে হয় বন্ধু? শুক্রবার রাতে কি অবশেষে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা সম্ভব হবে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ