1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে এ কী বললেন হানিফ!

৬ মে ২০১৯

বাংলাদেশের বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট থেকে আবহাওয়ার আগাম তথ্য পাওয়ায় ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ৷

Indien Zyklon Fani
ছবি: picture-alliance/dpa/AP

 মাহবুব-উল আলম হানিফের এই মন্তব্য ভাইরাল হয়ে গেছে৷

 ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায়  নেয়া উদ্যোগ প্রসঙ্গে শনিবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম খবর আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তর সংগ্রহ করেছিল৷ আগাম তথ্য পেয়েছিলাম বিধায় সরকার ও দলীয়ভাবে ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছিলাম, যার ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে৷''

হানিফের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের আবহাওয়া বিষয়ক কোন তথ্য দেয়ার আদৌ কোনো ক্ষমতা আছে কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেননা, বাংলাদেশ সরকার ইতোপূর্বে জানিয়েছে, এটি বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট৷

ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশিত এই স্যাটেলাইট বিষয়ক এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, আবহওয়া বিষয়ক কোনো তথ্য দেয়ার ক্ষমতা স্যাটেলাইটটির নেই৷ এটিকে মূলত সম্প্রচার এবং প্রাকৃতিক দুর্যোগে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কিংবা অন্য কোনো জরুরি প্রয়োজনে টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেটভিত্তিক যোগাযোগের কাজে ব্যবহার করা সম্ভব৷

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ যোগাযোগ এবং সাইবারনিরাপত্তা বিশেষজ্ঞ জাভেদ ইকবাল এই বিষয়ে বলেন, ‘‘বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটটির আবহাওয়া পর্যবেক্ষণের কোনো ক্ষমতা নেই৷ এটি শুধুমাত্র সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা যোগাযোগের জন্য ব্যবহার করা যাবে৷''

বঙ্গবন্ধু স্যাটেলাইটটিকে ঘূর্ণিঝড় ফণীর সঙ্গে সম্পৃক্ত করে বক্তব্য দেয়ায় তাই অনেকে ফেসবুকে আওয়ামী লীগ নেতার সমালোচনা করেছেন৷ তিনি কি বঙ্গবন্ধু স্যাটেলাইটের কর্মক্ষমতা সত্যিই জানতেন না, নাকি জানার পরও শুধুমাত্র সাফল্যের খতিয়ান দিতে ‘ভুল তথ্য' প্রকাশ করেছেন সেটা জানতে চেয়েছেন অনেকে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ সংক্রান্ত একটি পোস্টে তিন হাজারের বেশি মন্তব্য পাওয়া গেছে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ