1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-ভারত সম্পর্ক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৯ জানুয়ারি ২০১৩

বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া ‘বহিঃসমর্পন চুক্তির' লাভ লোকসানের হিসেব নিকেশ শুরু হয়েছে৷ নিরাপত্তা বিশ্লেষকরা বাংলাদেশের জন্য এর ঝুঁকির দিকের কথা বললেও, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা তেমন মনে করেন না৷

ছবি: Reuters

বাংলাদেশের কারাগারে ১৯১ জন ভারতীয় আটক আছেন৷ আর ভারতের কারাগারে আটক আছেন ২০০০ বাংলাদেশি৷ সোমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া ‘বহিঃসমর্পন চুক্তির' কারণে দুই দেশের কারাগারে আটক অপরাধীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে৷ জানালেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. আকমল হোসেন৷

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে ও বাংলাদেশের সররাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীরছবি: Reuters

বাংলাদেশের সররাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর জানিয়েছেন, এই চুক্তির আওতায় রাজনৈতিক মামলার আসামিদের বিনিময় করা যাবে না৷ বাংলাদেশের কারাগারে ১৬ বছর ধরে আটক উলফা নেতা অনুপ চেটিয়ার রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আদেন এখনও উচ্চ আদালতে বিবেচনাধীন আছে৷ তাই তাকে এই চুক্তির আওতায় হস্তান্তর করা যাচ্ছেনা  বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে বলেন, বঙ্গবন্ধুর দুই খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদ এবং রিসালদার মোসলেহউদ্দিনকে ফেরত দেবে ভারত৷

এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান জানান, ভারত চাইলে চুক্তি ছাড়াই বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিতে পারতো৷ তিনি মনে করেন, ভারতের কারাগারে যেসব বাংলাদেশি আটক আছে তারা অপরাধী৷ কিন্তু বাংলাদেশের কারাগারে আটকদের একটি বড় অংশ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী৷ তাই বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি ভেবে দেখার আছে৷

অধ্যাপক আকমল অবশ্য তেমনটা মনে করেন না৷ তিনি বলেন, একে রাজনৈতিকভাবে দেখার কোনো সুযোগ নেই৷

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে ভারতে ভিসা সহজীকরণ চুক্তিও সই হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ