1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বচ্চন নাতনি

২৩ ফেব্রুয়ারি ২০১২

বচ্চন পরিবারের নবতম কন্যাটির, মানে বচ্চন দৌহিত্রীর নাম কী হবে? পিউ কাঁহা মানে টুইটারে টুইটে শোনা গেল, মেয়েটির নাম নাকি রাখা হয়েছে অভিলাষা৷ সঙ্গে সঙ্গে দাদু বচ্চন বজ্রনির্ঘোষে বললেন, ‘না’৷ টুইটটি করেছেন লেখিকা শোভা দে৷

ছবি: AP

অভিলাষা নামখানা বেশ খাসা৷ একথা কেইবা অস্বীকার করবে? একদিকে পিতৃদেব অভিষেকের অভি আর অন্যদিকে মাতৃদেবী অ্যাশ এর ঐশ্বর্য্য৷ দুইয়ে মিলে বেশ নামখানা৷ তো, প্রখ্যাত সুড়সুড়ি লেখিকা শোভা দে, যিনি নাকি বচ্চন পরিবারের বেশ ঘনিষ্ঠ বলে সকলে জানে, তিনি সেদিন টুইটারে মানে পিউ কাঁহাতে টুক করে নামখানা ছেড়ে দিলেন৷ বললেন, ‘এই তো আমি একটু আগেই বেড়িয়ে ঘুরে এলাম বচ্চনবাড়ি থেকে৷ দেখে এলাম, আর শুনেও এলাম যে মা বাবা, ঠাকুমা দাদু সক্বলেই ছোট্ট আদরের মেয়েটিকে অভিলাষা বলে ডাকাডাকি করছে৷ কী সুন্দর নাম!'

ব্যস! শোভা দে-র কথা পড়তে না পড়তে চারদিকে হৈচৈ৷ দেশ বিদেশ জুড়ে বচ্চন ফ্যানেরা সব মহোৎসাহে সে নামখানার গুণগান করতে শুরু করে দিল৷ নেট মারফৎ চারদিকে জানাজানি, কানাকানি আর কোথাও প্রশংসা, কোথাও নিন্দা, কোথাও সমালোচনা, কোথাও বা কথা কাটাকাটি৷

কিন্তু ফ্যানেদের এত উৎসাহে জল ঢেলে দিলেন পাকা চুল দাড়ির দাদু বচ্চন এক লহমায়৷ ওই পিউ কাঁহা বা টুইটারেই টুইট করে কিছুক্ষণ পরে বলে দিলেন, ‘আমার নাতনির নাম অভিলাষা রাখা হয়েছে, এ খবরটা ভুল৷' আবার ফ্যানেদের হতাশার পালা৷ এখন প্রশ্ন হল, তাহলে বচ্চন নাতনির নামখানা কী হবে? মানে ঠিক কী নামে ডাকা হবে এই আদরের দুলালীকে?

সত্যিই মস্ত বড় প্রশ্ন৷ কে যে এর উত্তর দেবে? আর কবেই যে! যেই দিক আর যখনই দিক, তাতে দেশের আর দশের কী যে উপকার হবে তা কে বলতে পারে? তবু কিছু একটা নিয়ে তো থাকতে হবে মানুষকে! এখন নাহয় এই নামবিভ্রাটের পালাটাই চলতে থাকুক!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ