1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বাণিজ্যশ্রীলঙ্কা

বছরের শুরুতেই শ্রীলঙ্কার নাগরিকদের ওপর করের বোঝা

১ জানুয়ারি ২০২৪

২০২৪ সালের শুরুর দিন থেকেই বিভিন্ন পণ্যের উপর নতুন মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করেছে শ্রীলঙ্কার সরকার৷ জ্বালানি, মোবাইল ফোন ও কম্পিউটার পণ্যে ১৮ শতাংশ মূসক দিতে হবে ভোক্তাদেরকে৷

শ্রীলঙ্কার একটি ব্যাংক নোট হাতে একজন
মূল্য সংযোজনের কর বৃদ্ধির কারণে বিভিন্ন পণ্য কিনতে বাড়তি টাকা গুণতে হবে শ্রীলঙ্কার মানুষকেছবি: Thilina Kaluthotage/Nur Photo/IMAGO

এছাড়া বাকি যেসব পণ্যে এতদিন ১৫ শতাংশ মূসক ছিল সেটিও বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে৷ অর্থনৈতিক মন্দা পরিস্থিতি কাটিয়ে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা হিসেবে সরকার এই পরিকল্পনা কার্যকর করেছে৷

নতুন বছরের বার্তায় প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, ‘‘অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে আমাদেরকে এই চাহিদামাফিক পথে এগিয়ে যেতে হবে, যা ফুল সজ্জিত হবে না বরং কঠিন চ্যালেঞ্জময় হবে৷’’

অর্থনৈতিক সংকট নিয়ে ২০২২ সালের গণবিক্ষোভের এক পর্যায়ে তখনকার প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ জনতা৷ জুলাইতে তিনি পদত্যাগে বাধ্য হন৷ আগের সরকারের ৪৬ বিলিয়ন ডলারের বিদেশি ঋণের দায় নিয়ে ক্ষমতায় বসা রনিল বিক্রমাসিংহে সরকার কঠোর সব সিদ্ধান্ত নেয়৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেয়ার শর্ত হিসেবে কর বৃদ্ধি এবং সরকারের ভর্তুকিতে কাটছাঁট করে৷

২০২২ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহেছবি: John Macdougall/AFP

তারই প্রেক্ষিতেই ২০২৪ সালের প্রথম দিনটি শ্রীলঙ্কার নাগরিকদের শুরু হচ্ছে মূল্য সংযোজনের বাড়তি কর দিয়ে, যার কারণে বিভিন্ন পণ্য কিনতে বাড়তি টাকা গুণতে হবে৷

এর আগে ডিসেম্বরের মাঝামাঝিতে আইএমএফ এর বোর্ড সভা শ্রীলঙ্কার জন্য ঘোষিত ২৯০ কোটি ডলারের উদ্ধার তহবিলের দ্বিতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয়৷ দক্ষিণ এশিয়ার দেশটি স্থিতিশীলতা, রাজস্ব আয় বৃদ্ধি, রিজার্ভ পুনর্গঠন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ‘প্রশংসনীয় অগ্রগতি’ করেছে বলে সনদ দেয় তারা৷

২০২২ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বেড়ে প্রায় ৭০ শতাংশে পৌঁছায়৷ সেখান থেকে গত নভেম্বরে তা দেড় শতাংশে নেমে এসেছে৷

এফএস/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ