1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বহুল প্রচলিত শব্দ: ‘সেল্ফি’

২০ নভেম্বর ২০১৩

অক্সফোর্ড ডিকশনারিজ-এর নির্বাচিত ২০১৩ সালের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’ হলো ‘সেল্ফি’, যার অর্থ: স্মার্টফোনে তোলা নিজের ফটো৷ গত ১২ মাসে এ শব্দটির ব্যবহার বেড়েছে ১৭০ গুণ, জানিয়েছেন অভিধানটির সম্পাদকরা।

PICTURE POSED BY MODEL. A man reads a copy of the Oxford Dictionary of English, 14.03.2007. Foto: Ian Nicholson +++(c) dpa - Report+++
ছবি: picture alliance/dpa

অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী ‘সেল্ফি' বলতে বোঝায় ‘‘স্মার্টফোন কিংবা ওয়েবক্যাম দিয়ে তোলা নিজের ছবি, যা পরে কোনো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আপলোড করা হয়েছে''৷ শব্দটি দৃশ্যত প্রথম ব্যবহার করা হয় ২০০২ সালে, অস্ট্রেলিয়ার একটি অনলাইন ফোরামে৷ হ্যাশট্যাগ সেল্ফি প্রথম পাওয়া যায় ২০০৪ সালে, একটি ফটো-শেয়ারিং ওয়েবসাইটে৷ তবে সেল্ফি শব্দটি ব্যাপক জনপ্রিয়তা পায় ২০১২ সালে৷ ২০১৩ সালে সোশ্যাল মিডিয়ার এই ‘বাজ্ওয়ার্ড'-টি মূল ইংরেজি শব্দভাণ্ডারে ঢুকে পড়ে৷

এবছর ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার'-এর সংক্ষিপ্ত তালিকায় আর যে শব্দগুলি ছিল, সেগুলি হলো: ‘বেডরুম ট্যাক্স' (ব্রিটিশ ওয়েলফেয়ার নীতির বিরোধীদের ব্যঙ্গাত্মক সৃষ্টি); ‘বিঞ্জ্-ওয়াচ' (কোনো টেলিভিশন সিরিয়ালের পর পর একাধিক এপিসোড দেখা); ‘বিটকয়েন' (ডিজিটাল মুদ্রা); ‘ওলিঙ্গিতো' (দক্ষিণ অ্যামেরিকার স্তন্যপায়ী প্রাণী); ‘স্মিট' (সিন্থেটিক মিট বা কৃত্রিম মাংস); ‘শো'রুমিং' (দোকানে গিয়ে কোনো পণ্য দেখেশুনে পরে সেটা অনলাইনে অর্ডার দেওয়া); এবং সবশেষে ‘টোয়ের্ক', যা কিনা এক ধরনের যৌন আবেদনমূলক নাচ, মার্কিন পপ-গায়িকা মাইলি সাইরাস গত আগস্ট মাসে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যে নাচটি নেচে সমালোচনার সম্মুখীন হয়েছেন৷

বলতে কি, অক্সফোর্ড সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জন্য দু'টি পৃথক ওয়ার্ড অফ দ্য ইয়ার নির্বাচন করে থাকে৷ কিন্তু সেল্ফি শব্দটি অতলান্তিকের দু'পারেই এতো জনপ্রিয় হয়ে উঠেছে যে, অক্সফোর্ড একটিতেই ক্ষান্ত থেকেছে: সেল্ফি৷ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা দেশের ‘ফার্স্ট ডগ' বো-র সঙ্গে সেল্ফি তুলেছেন; হিলারি ক্লিন্টন সেল্ফি তুলেছেন তাঁর মেয়ে চেলসিকে সঙ্গে নিয়ে৷

সেল্ফি ইতিমধ্যেই অক্সফোর্ড ডিকশনারির অনলাইন সংস্করণে যুক্ত হয়েছে এবং মূল শব্দকোষে সংযোজিত হবার বিবেচনায় রয়েছে৷ এই প্রসঙ্গে মনে করা যেতে পারে: ২০০৯ সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার ছিল ‘আনফ্রেন্ড'; ২০০৮ সালে ‘ক্রেডিট ক্রাঞ্চ' এবং ২০০৭ সালে ‘কার্বন ফুটপ্রিন্ট'৷ অর্থাৎ রাজনীতি, অর্থনীতি এবং সমাজের নানা ঘটনাবলী ও প্রবণতার প্রবাহ থেকেই শব্দগুলো বেরিয়ে আসে ও প্রতীকী গুরুত্ব ধারণ করে৷

এসি/জেডএইচ (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ