1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বছরের সেরা ফুটবলার খেতাবের দৌড়ে মেসি সহ জার্মানির ৩ জন

১ নভেম্বর ২০১১

চলচ্চিত্র জগতে যেমন অস্কার, সংগীত জগতে যেমন গ্র্যামি, ফুটবলের জগতে তেমন ‘বালঁ দর' বা ‘গোল্ডেন বল'৷ গোটা বিশ্বে বছরের সেরা পুরুষ ও নারী ফুটবলারের খেতাব পাওয়ার স্বপ্ন কে না দেখে?

তালিকায় রয়েছে জার্মানির তুর্কি বংশোদ্ভূত খেলোয়াড় মেসুত ও্যজিল’এর নামওছবি: dapd

মঙ্গলবার ১লা নভেম্বর ফিফা এবছরের মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে৷ পুরুষ ফুটবলারদের তালিকায় রয়েছে ২৩টি নাম৷ তাতে জার্মানির ৩ খেলোয়াড়ের নামও শোভা পাচ্ছে৷ তারা সবাই জার্মানির জাতীয় ফুটবল দলের সদস্য৷ এবছর টোমাস ম্যুলার, মেসুত ও্যজিল ও বাস্টিয়ান শোয়াইনস্টাইগার এই বিরল সম্মান পেয়েছেন৷ তবে ফেভারিটদের তালিকার একেবারে শীর্ষে রয়েছেন সম্প্রতি কলকাতা ও ঢাকায় খেলে আসা আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি৷ তাকে ঘিরে উচ্ছ্বাসের আরও একটি কারণ হলো – এবছরও তিনি সেরা ফুটবলারের খেতাব পেলে তা হবে হ্যাট ট্রিক৷ কারণ ২০০৯ ও ২০১০ সালেও তিনি শীর্ষ স্থান দখল করেছিলেন৷ যে ১০ জন কোচ মনোনয়ন পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ ও বরুসিয়া ডর্টমুন্ড ক্লাবের ইয়ুর্গেন ক্লপ৷

২০১০ সালের মনোনীত ফুটবলাররাছবি: picture-alliance/Pressefoto ULMER

মনোনীত পুরুষ ফুটবলারদের তালিকার দিকে তাকালে চোখে পড়বে আরও বেশ কিছু তারকার নাম৷ তাদের মধ্যে রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, উরুগুয়ের দিয়েগো ফরলান, স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা, ইংল্যান্ডের ওয়েন রুনি, স্পেনের দাভিদ ভিয়া ও সাবি আলোনসো৷

অস্কার বা গ্র্যামির মতো শুধু একটি করে পুরস্কার নয়, একাধিক বিভাগে ফুটবল জগতের সেরাদের সম্মানিত করা হয়৷ মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করার পর গোটা বিশ্বের জাতীয় ফুটবল দলগুলির অধিনায়ক ও কোচ ভোটাভুটির মাধ্যমে প্রতিটি বিভাগে সেরা ব্যক্তিকে বেছে নেন৷ ভোট দিতে পারেন সংবাদ মাধ্যমের কয়েকজন নির্বাচিত প্রতিনিধিও৷ খেলোয়াড় ও বিচারকদের মনোনয়নের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে ‘ফ্রান্স ফুটবল’নামের এক পত্রিকা, যারা এই পুরস্কার চালু করেছিল৷ এতদিন পর্যন্ত ফিফাও ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে আসতো৷ চলতি বছর থেকে দুই প্রতিষ্ঠান মিলে একটি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

২০১২ সালের ৯ই জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখ শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে জয়ীদের নাম ঘোষণা করবে৷ তবে ততদিন পর্যন্ত যারা অপেক্ষা করতে রাজি নয়, তাদের জন্যও রয়েছে সুখবর৷ আগামী ৫ই ডিসেম্বর প্যারিসে ফিফা ও ফ্রান্স ফুটবল সংবাদ মাধ্যমের সামনে জানাবেন, খেতাবের দৌড়ে বিভিন্ন বিভাগে কোন তিন জন ব্যক্তি ভোটাভুটিতে সবচেয়ে এগিয়ে রয়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ