1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বছর জুড়েই চলবে জঙ্গি হামলা?

১৫ জানুয়ারি ২০১৬

ইস্তানবুলের পর সন্ত্রাসী হামলা হলো জাকার্তায়৷ তুরস্কের দাবি, এই হামলার প্রতিশোধ হিসেবে তারা ২০০ আইএস যোদ্ধাকে হত্যা করেছে৷ তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্ভাবনা কি বাড়বে? বিশ্লেষকদের আশঙ্কা, বছরটা বরং ঝঞ্ঝাবিক্ষুব্ধ হবে৷

Indonesien Propaganda Islamischer Staat
ছবি: picture-alliance/AP Photo

এ সপ্তাহেই তুরস্কের ইস্তানবুল শহরে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত ও ১৫ জন হত হয়৷ নিহতদের সবাই এবং আহতদেরও অধিকাংশই জার্মান পর্যটক৷ সরকার এ হামলার জন্য তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট' বা আইএস-কে দায়ী করে আসছে৷

ছবি: picture-alliance/AA/A. Aslan

শুক্রবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু দাবি করেন তুর্কি বাহিনী সিরিয়া সীমান্ত ও ইরাকের উত্তরাঞ্চলের তুর্কি শিবিরের কাছে আইএস-এর ৫০০টি লক্ষ্যবস্তুর উপর আঘাত হেনেছে৷ হামলায় ২০০ জন আইএস যোদ্ধা নিহত হয়েছে বলেও তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়৷

ওদিকে জাকার্তায় সন্ত্রাসী হামলায় সাত জন নিহত হওয়ার পর ইন্দোনেশিয়ার সেনাবাহিনীও হামলায় জড়িত এবং সন্ত্রাসে মদতদাতাদের গ্রেপ্তার করার জন্য ব্যাপক অভিযান শুরু করেছে৷

ছবি: picture-alliance/AA/A. Rudianto

এর আগে আইএস বা আইসিস-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে জাকার্তা হামলার দায় স্বীকার করা হয়য়৷ ইন্দোনেশিয়ায় আইএস-এর এটাই প্রথম হামলা৷

ফলে প্রথমে শুধু সিরিয়া ও ইরাকে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে জঙ্গি সংগঠনটির অপতৎপরতা নতুন নতুন দেশ বা অঞ্চলে ছড়িয়ে পড়ছে৷ ইউরোপেও হচ্ছে সন্ত্রাসী হামলা৷ ইউরোপের দেশগুলোর মধ্যে এমন হামলার সবচেয়ে বড় শিকার এখনো ফ্রান্স৷ তবে ফ্রান্সের প্রতিবেশী দেশগুলোতেও যে কোনো মুহূর্তে এমন হামলা হতে পারে বলে অনেক বিশ্লেষকের আশঙ্কা৷ জার্মানিতেও এমন হামলার আশঙ্কা এখন আর উড়িয়ে দেয়া যায় না৷

আইএস কি ইরাক ও সিরিয়ায় কিছুটা কোণঠাসা হয়ে পড়ায় রণ কৌশল বদলাচ্ছে? ইসলামি খেলাফত কায়েমের কথা বলে যে যুদ্ধের সূচনা করা হয়েছিল ইরাক ও সিরিয়ায় তা কি ধীরে ধীরে গুপ্ত হামলার আদলে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়বে? সাম্প্রতিক হামলাগুলো সেরকম ইঙ্গিতই দিচ্ছে৷ এমন চলতে থাকলে তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠনগুলোর কারণে ২০১৬ সালে হয়ত রক্তের স্রোত আরো দীর্ঘ হবে৷

এসিবি/ডিজি (এপি, রয়টার্স, ডিপিএ)

বন্ধুরা, আপনার কী মনে হয়? এ বছরটা কি সত্যিই আরো ঝঞ্ঝাবিক্ষুব্ধই হবে?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ