1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বজ্রপাত:‌ আতঙ্কের কারণ নেই

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৬ জুন ২০১৮

চলতি মরশুমে ঘন ঘন বজ্রপাতের ঘটনায় একাধিক প্রাণহানি আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে৷ কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই৷

Sturm Wolken Wetter Monsun, Indien
ছবি: DW/S. Bandopadhyay

একের পর এক বজ্রপাতের ঘটনা, সারা রাজ্য জুড়ে৷ গত মে মাসে প্রথম কালবৈশাখী ঝড়ের সময় থেকেই বজ্রপাত শুরু হয়েছে এবং এই বছর সেই বজ্রপাতের প্রাবল্য যেন একটু বেশি৷ গ্রামাঞ্চলে বরাবরই বাজ পড়ে বেশি, কিন্তু গত দু'মাসেপশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে মৃত্যুর সংখ্যা এর মধ্যেই ৫০ পেরিয়ে গেছে৷ এর মধ্যে সবথেকে নজরকাড়া দুর্ঘটনাটি ঘটেছে চলতি মাসের মাঝামাঝি খাস কলকাতা শহরে৷ দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া লেক এলাকার এক ক্রিকেট আকাডেমির মাঠে বাজ পড়ে মারা যায় হুগলির বাসিন্দা এক তরুণ ক্রিকেটার৷ হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ রেখে তাঁবুর দিকে এগোচ্ছিল খেলোয়াড়রা৷ তখনই বাজ পড়ে৷

ওই একই সময় সংলগ্ন এক রাস্তায় বার বার বাজ পড়ে পুড়ে যায় পাশাপাশি অন্তত ১০টি বাড়ির যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম৷ একই সময়ে বাজ পড়ে আগুন ধরে যায় এক বহুতল বাড়ির ফ্ল্যাটে৷ আতঙ্ক ছড়ায় শহরের সমস্ত আবাসিক এলাকায়৷ এই আতঙ্ক এখনও পুরোমাত্রায় বহাল৷ অনেকেই বলছেন, এমন ব্যাপক এবং জোরাল বজ্রপাতের ঘটনা শহরাঞ্চলে এর আগে কখনও দেখা যায়নি৷

‘বজ্রপাত নিছকই প্রাকৃতিক ঘটনা, যা অনুকূল পরিবেশ পেলেই ঘটে’

This browser does not support the audio element.

নানা রকম তত্ত্ব উঠে আসছে বজ্রপাতের হার বেড়ে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে৷ যদিও সেগুলি কোনোটাই বৈজ্ঞানিক তথ্য সমর্থিত, বা প্রামাণ্য তথ্য নয়৷ তার মধ্যে সবথেকে জনপ্রিয় হয়েছে এক দূষণ তত্ত্ব৷ বলা হচ্ছে, দূষণের কারণেই কার্বন কণায় পরিপূর্ণ বায়ুস্তর এত সহজে বিদ্যুৎকে টেনে আনছে৷ এবং গ্রামের তুলনায় শহরে যেহেতু দূষণ বেশি, বেড়ে গেছে বজ্রপাতের ঘটনা৷ ডয়চে ভেলের পক্ষ থেকে এর সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হয়েছিল কলকাতার আলিপুরে আঞ্চলিক আবহাওযা দপ্তরের অধিকর্তা বি কে মন্ডলের সঙ্গে৷ তিনি প্রথমেই সরাসরি দূষণ তত্ত্বকে খারিজ করে দিলেন৷ বললেন, আবহাওয়া বিজ্ঞানীরা এখনও এমন কোনো প্রমাণ পাননি, যে থেকে পরিবেশ দূষণের সঙ্গে বজ্রপাতের সংযোগ প্রতিষ্ঠিত হয়৷ বরং এখনও পর্যন্ত বজ্রপাত নিছকই একটি প্রাকৃতিক ঘটনা, যা অনুকূল পরিবেশ পেলেই ঘটে থাকে৷ এবং যেহেতু বজ্রপাত সাধারণভাবে এক নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তার তীব্রতাও মাত্রাতিরিক্ত বলে অনুভূত হয়৷ কিন্তু স্রেফ সেই কারণে শহরে বজ্রপাত বেড়েছে, বা আবহাওয়ার ব্যাপক রদবদল ঘটেছে, এমন দাবি করা যায় না৷

তবে এটাও ঘটনা যে চলতি মরশুমে বজ্রপাতে মৃত্যুর ঘটনা স্বাভাবিক হার ছাড়িয়ে গেছে৷ যে বিষয়টি নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকার সমান উদ্বিগ্ন৷ যে কারণে শুরু হয়েছে গণমাধ্যমে সচেতনতা প্রচার৷ যেমন পরামর্শ দেওয়া হয়েছে, বৃষ্টির থেকে বাঁচতে গাছের তলায় না দাঁড়াতে৷ কারণ এবারই দু'টি জেলায় দু'টি ঘটনা ঘটেছে, যেখানে বাজ পড়ে গাচের তলায় দাঁড়ানো একাধিক লোকের একসঙ্গে মৃত্যু হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ