1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঞ্চনার প্রতিবাদে এবার দলিতদের ‘ভীম র‍্যাপ'

২৯ ডিসেম্বর ২০১৮

অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে গান চিরকাল প্রতিবাদের ভাষা হয়েছে৷ সেই দলে ভিড়ল পপ, হিপ-হপ, কিংবা র‍্যাপ৷ ইউটিউবের সৌজন্যে ভারতে জাতিভেদের বিরুদ্ধে গানের মাধ্যমে প্রচার চালাচ্ছেন নতুন প্রজন্মের গায়করা৷

ছবি: Reuters/S. Andrade

জাতপাত এবং বর্ণবিদ্বেষ নিয়ে ভারতীয় সমাজে যে সমস্যা রয়েছে, তা আজকের নয়৷ বহুযুগ আগে থেকেই সমাজের বুকে জাতিভেদের ঝান্ডা পোঁতা রয়েছে৷ ভারতীয় সংবিধানে সব জাতি-ধর্ম-বর্ণের সমানাধিকারের কথা বলা হলেও সমাজজীবনে তার ব্যাতিক্রম দেখা যায় অহরহ৷ ‘দলিত' শ্রেণির মানুষদের প্রতি তথাকথিত উচ্চবর্ণের প্রতিনিধিদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি আজও৷ 

চিরাচরিত এই ভাবনাকে পাল্টাতে প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে সংগীত৷ তবে সেই সংগীত কোনো আঞ্চলিক সুরে নয়, বরং রক, পপ, হিপ-হপে৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে লক্ষ লক্ষ মানুষ এই গান শুনছে৷ দলিত সম্প্রদায়ের তরুণ প্রজন্ম নিজেদের কথা পশ্চিমী সুরে বেঁধে ছড়িয়ে দিচ্ছেন ই-দুনিয়ায়৷ তাঁরা নিজেদের পরিচয় নিয়ে গর্বিত৷ তাঁদের বক্তব্য, মূল ধারার সংগীত জগতে দলিত শিল্পীদের লোকশিল্পী বলে মনে করা হতো৷ তাঁরা প্রমাণ করতে চান, তাঁদের ওই গণ্ডির মধ্যে বেঁধে রাখা যাবে না৷

গিন্নি মাহি

This browser does not support the audio element.

বছর কুড়ির গিন্নি মাহি পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা৷ ইউটিউবের লক্ষ লক্ষ শ্রোতা-দর্শকের জন্য তিনি আজ অতি পরিচিত নাম৷ এ বছরই জার্মানির বন শহরে ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামের উদ্বোধনী মঞ্চে সংগীত পরিবেশন করেছিলেন তিনি৷ গিন্নি তাঁর নিজের পরিচয় তৈরি করে ফেলেছেন বছর তিনেক আগেই৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘ফ্যান বাবা সাহেব দি', ‘ডেঞ্জার', ‘ডেঞ্জার ২' ইত্যাদি জনপ্রিয় হয়েছিল৷ গিন্নি এখন পড়াশোনা করেন, তার পাশাপাশি এই পপ সংগীতেও ভবিষ্যৎ গড়তে চান৷ ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে গিন্নি বলেন, ‘‘আমার গান কিছুটা পপ, কিছুটা হিপ হপ আর সাধনার গান৷ ভীমরাও রামজি আম্বেদকর আমার অনুপ্রেরণা৷''

জাতিভেদের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে  ‘চামার পপ'  ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে৷ ‘চামার' শব্দটি অবজ্ঞাসূচক, এটি নিম্নবর্গের মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়৷ তারই নামে পপ সংগীত সামনে এনে জাতিভেদের বাধা অতিক্রম করার চেষ্টা হয়েছে৷ গিন্নির গান সেই ধারাতেই মানুষের মন কেড়েছে৷ তাঁর ভাষায়, ‘‘চামার শব্দটি মানুষের অবমাননা করতে ব্যবহার করা হয়৷ তাই ওই নাম নিয়ে সাম্যের গান গাওয়া হচ্ছে৷ লক্ষ্য একটাই, যতটা সম্ভব বেড়া ভেঙে ফেলা৷'' কতটা সাফল্য পাচ্ছে এই উদ্যোগ? গিন্নি মাহি বলেন, ‘‘সাফল্যের কথা এখনই বলতে পারছি না৷ কিন্তু মানুষের চিন্তা-ভাবনায় পরিবর্তন আসছে৷ তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকটাই সাড়া মিলেছে৷''

জয়ন্ত বর্মন

This browser does not support the audio element.

জাতিভেদবিরোধী গানে শুধু একক গায়ক-গায়িকা নয়, গানের দলেরও অস্তিত্ব রয়েছে৷ ভীম র‍্যাপের মাধ্যমে একইভাবে জাতিভেদের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে৷ এসব গানের অন্যতম বিষয়বস্তু ভীমরাও আম্বেদকর৷ তিনি ভারতের সংবিধান প্রণেতা৷ এ দেশের দলিত সমাজের কাছে তিনি আইকন৷ তাঁর নামেই ‘ভীম র‍্যাপ'৷ আম্বেদকরের জীবন ও কর্ম নিয়ে গান বাঁধা হয়েছে৷ ১৯ সদস্যের একটি ব্যান্ড বা গানের দল এই সংগীত পরিবেশন করে৷ এই দলের নাম ‘দ্য কাস্টলেস কালেকটিভ'৷ এই ধরনের গানের প্রচার কেবল ই-দুনিয়ায় সীমাবদ্ধ নেই৷ বিভিন্ন মঞ্চে এই ব্যান্ড সাড়া জাগিয়েছে৷

গিন্নি মাহির মতো জাতিভেদবিরোধী র‍্যাপ গানে সাড়া জাগিয়েছেন দলিত সমাজের প্রতিনিধি, তরুণ গায়ক সুমিত সামোস৷ ইংরেজি, হিন্দি ও ওড়িয়া ভাষায় গান পরিবেশন করেন তিনি৷ তাঁর বক্তব্য, ‘‘ওড়িশার কোরাপুটে আমি বড় হয়েছি৷ সমাজে কতটা বৈষম্য রয়েছে, সেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি৷ নীচু জাতের মানুষদের জন্য আলাদা কলোনি ছিল৷ তাঁদের পরিবারের ছেলেমেয়েরা স্কুলে যাবে কিনা, কোথা থেকে তাঁরা পানীয় জল সংগ্রহ করবে, এসব ঠিক হতো জাত পরিচয় দেখে৷'' ২৬ বছরের সুমিতের গাওয়া ‘লড়াই সিখ লে' গানটি বেশ জনপ্রিয় হয়েছে পিছিয়ে পড়া শ্রেণির তরুণদের মধ্যে৷

পল্লব কীর্তনীয়া

This browser does not support the audio element.

সিকিম বিশ্ববিদ্যালয়ের সংগীতের অধ্যাপক জয়ন্ত বর্মন অবশ্য জাতপাতভিত্তিক গানকে সমর্থন করছেন না৷ তাঁর মন্তব্য, ‘‘যাঁরা এসব গান গাইছেন, তাঁরা নিজেদের সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়৷ এঁরা মিশ্র সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন৷ প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব বৈশিষ্ট্য, পরম্পরা আছে৷ সেই ঐতিহ্য ভুলে এ ধরনের গানে ঝুঁকে পড়া কোনো ইতিবাচক ব্যাপার নয়৷ র‍্যাপের মাধ্যমে এই শিল্পীরা পৃথিবীর মানুষের কাছে পৌঁছতে চাইছে, এটা ভাবার কারণ নেই৷ নিজেদের বাদ্যযন্ত্র বাদ দিয়ে পশ্চিমী বাদ্যযন্ত্র আঁকড়ে ধরার কোনো মানে হয় না৷'' তবে এ জন্য গিন্নি মাহিদের মতো গায়কদের দায়ী করতে রাজি নন অধ্যাপক৷ তিনি বলেন, ‘‘এঁদের ঠিকভাবে গাইড করা হচ্ছে না৷ তাই এঁরা নিজেদের অতীত সম্পর্কে পরিচিত হতে পারছেন না৷ এ কারণে নির্দিষ্ট লক্ষ্যে এগোতেও পারছেন না৷''

চেতনার গানের শিল্পী পল্লব কীর্তনীয়া অবশ্য গিন্নি-সুমিতদের উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন৷ তিনি বলেন, ‘‘যুবসমাজের এই ভাবনা প্রশংসনীয়৷ এটা বড় ধরনের কাজ৷ জাতিভেদের বিরুদ্ধে গান হাতিয়ার হতেই পারে৷ পশ্চিমী সুরকে কাজে লাগিয়ে ওঁরা তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে পারছেন৷ তবে শুধু শহুরে মানুষদের কথা ভেবে গান করলে হবে না৷ নিজের শিকড়ের গানও তুলে আনতে হবে৷ কিন্তু, আমাদের দেশের কত অংশের মানুষ ইউটিউব দেখেন, সেটাও ভাবতে হবে৷ সেটা দেখলে বোঝা যাবে, খুব বেশি মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে পড়ছে না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ